সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, January 29, 2014

কোন ফাইল/ফোল্ডার ডাউনলোডের জন্য কিভাবে ব্লগে আপলোড করবেন

আওতাধীন:


ডাউনলোড সাইট,upload file for download

ব্লগিং করার জন্য অবশ্যই ব্লগার সেরা একটি প্লাটফর্ম।এটা একদম ফ্রী।তাছাড়া এখানে আপনি আপনার কাস্টম ডোমেইন সেটাপ করে নিতে পারেন।ব্লগারের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি ফ্রী হোস্টিং করতে পারবেন।যাই হোক,ব্লগিং করার জন্য অনেক সময় অনেক ফাইল অন্যদের ডাউনলোড করার জন্য দেয়া হয়।অনেকেই তাদের ফাইলটি অন্য জায়গায় শেয়ার করে থাকে।এখানে সরাসরি কোন ফাইল আপলোড করা যায় না।আর অন্য জায়গায় ফাইল আপলোড করার ফলে আপনার সাইটে স্পাম/ভাইরাস আক্রান্ত হতে পারে।তাই অনেকেই দ্বিধায় পড়ে যায় ডাউনলোড করার ক্ষেত্রে।
আমার এই লেখাটি সেই জন্য কিভাবে আপনি সহজেই ডাউনলোড করা জন্য ফাইল আপলোড করবেন।
কিভাবে বা কোথায় আপলোড করবেনঃ
আসলেই এটা একটা প্রশ্ন তাহলে আমরা কোথায় ফাইল আপলোড করবো?হ্যা এর সমাধান আমি না গুগল দিয়ে দিয়েছে।গুগল তাদের গুগল ড্রাইভ এ ফাইল আপলোড করার জন্য আপনাকে ১৫ জিবি জায়গা ফ্রী দিবে।আর এর মাধ্যমেই আপনি ডাউনলোড করার জন্য ফাইল আপলোড করতে পারেন।এখানে আপনি ফাইল আপলোড করে ডাউনলোড করতে দিলে শুধু এক ক্লিকে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক এর মত ডাউনলোড করতে পারবে।

তাহলে শুরু করা যাকঃ

  • প্রথমে গুগল ড্রাইভে যান।
  • এখানে একটি আলাদা ফোল্ডার করুন যেমন Download নামে।
  • এবার ফোল্ডার আইকনে ক্লিক করে ফোল্ডারটি ওপেন করুন।


  • এবার আপনি আপনার ফাইল অথবা ফোল্ডার আপলোড করুন।
  • যখন ফাইল আপলোড হয়ে যাবে তখন মাউসের ডান বাটনে ক্লিক করুন।
  • "শেয়ার" এ ক্লিক করে আবার "শেয়ার" এ ক্লিক করুন।
  • এবার একটা পপআপ মেনু আসবে।
  • এখানে দেখুন "Who has access" লেখার নিচে "Private" লেখা আছে এখানে "Change" লেখায় ক্লিক করুন।
  • এখান থেকে "Public On The Web" সিলেক্ট করে সেভ করুন।
  •  সেভ করার পর "Link To Share" বক্সের ভিতর যে লিঙ্কটি আছে সেটি কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন।
  • এবার https://docs.google.com/uc?export=download&id=FILE-ID-HERE এই সবুজ কালারের লিঙ্কটি কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন।
  • এবার প্রথম যে লিঙ্কটি পেস্ট করেছেন সেখানে দেখুন 0B7VGL2fugH-bZm1SOFFtUXhVUEU এমন একটি আইডি আছে।
  • এই আইডিটি দ্বিতীয় যে লিঙ্কটি কপি করেছেন সেটার লাস্টে দেখুন FILE-ID-HERE লেখা আছে এখানে লাল কালারের আইডি টুকু পেস্ট করুন।
  • এখন আপনার লিঙ্কটি দেখতে https://docs.google.com/uc?export=download&id=0B7VGL2fugH-bZm1SOFFtUXhVUEU এমন হবে।
  • এবার আপনার ডাউনলোড লিঙ্কটি তৈরি হয়ে গেছে।আপনার ধারনা ক্লিয়ার হবার জন্য নিচে ছবি দেয়া হলো।
  • 'Create New Post' এ যান।
  • পোস্টের মাঝে যেখানে ডাউনলোড অপশন দিতে চান সেখানে ডাউনলোড/অন্য কিছু লিখুন।
  • টুলবার থেকে Link এ ক্লিক করে লিঙ্কটি দিন।

  • ব্যস এবার Ok তে ক্লিক করুন।
  • পোস্টটি সম্পূর্ণ করে পাবলিশ করুন।
  • এবং দেখুন ডাউনলোড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয় কিনা।

আশা করি আপনি পেরেছেন।এভাবে আপনি যেকোন কিছুর ডাউনলোডের সাইট বানাতে পারবেন ব্লগার দিয়ে।তাছাড়া গুগল ড্রাইভ অনেক ভালো অন্য ফাইল শেয়ারিং সাইট থেকে।
লেখাটি যদি আপনার ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন।অন্যদের কিছু শেখার জন্য এখানে আস্তে বলুন।ভালো থাকবেন।

লিখেছেন AdminJanuary 29, 2014

Wednesday, January 22, 2014

গুগল প্লাস অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্খিত মেইল প্রতিরোধ করবেন কিভাবে

আওতাধীন:

ইন্টারনেটকে সমৃদ্ধ করতে গুগলের অবদান অবশ্যই স্বীকার করতে হবে।গুগল প্লাস এবং জিমেইল গুগলের বহূল ব্যবহূত দুইটি পণ্য।সম্প্রতি গুগল তাদের নতুন কিছু বৈশিষ্ট্য চালু করেছে।এখন থেকে যে কেউ আপনার গুগল প্লাস থেকে আপনাকে মেইল করতে পারবে।এমনকি আপনার নাম দিয়ে ও আপনাকে মেইল পাঠাতে পারবে।যা সবাই ভালো চোখে দেখে না।কারন এটার ফলে অনেকেই তাদের উপর হস্তক্ষেপ মনে করে।একজন অপরিচিত লোক যাকে আপনি চেনেন না সে ও আপনাকে মেইল করতে পারবে।

gmail,google plus,google,spam mail,spam

কি কি ক্ষতি হতে পারে আপনারঃ
  • সহজে কেউ আপনাকে মেইল পাঠাতে পারে যা আপনার নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিতে পারে।
  • আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট এ অপরিচিত লোকদের সংখ্যা বেড়ে যেতে পারে।
  • অনেক স্পাম মেইল আসতে পারে।
  • আপনি বিরক্ত হতে পারেন। 
তাছাড়া অনেক সমস্যা হতে পারে।তবে সবার ক্ষেত্রে না যারা অনেক পরিচিত তাদের বেশি সমস্যা হবে।অনেকেই চাই তাদের পরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করতে অক্ষেত্রে এটা হচ্ছে না।
কিভাবে আলাদা করবেনঃ
গুগল এই নিয়মটা চালু করার পর সবার প্রোফাইলে এটা ডিফল্ট ভাবে সেট হয়ে গেছে।কেউ যদি এটা বন্ধ করতে চাই তাহলে তাকে নিচের নিয়ম অনুসারে করতে হবে।

১। প্রথমে আপনার জিমেইলে যান এখান ডানপাশের উপরে সেটিং আইকনে ক্লিক করে সেটিং এ যান।
২।এবার নিচের ছবির মত Email via Google+ এখানে No one করে দিলে আপনাকে কেউ মেইল করতে পারবে না গুগল প্লাস থেকে।

gmail,google plus,google,spam mail,spam

ব্যস এবার আপনি সেভ করতে পারেন।এখন থেকে যে কেউ আপনাকে আর মেইল পাঠাতে পারবে না।

আশা করি আপনি সফল ভাবে পেরেছেন।ভালো থাকবেন আমাদের সাথে থাকুন।


লিখেছেন AdminJanuary 22, 2014

Sunday, January 19, 2014

Metrofy ব্লগার টেমপ্লেট ডাউনলোড করুন

আওতাধীন:

আজ একটা দারুন টেমপ্লেট দিব।টেমপ্লেট দারুন ডিজাইন।আশা করি ভালো লাগবে।এটা কিন্তু প্রিমিয়াম একটা টেমপ্লেট।এটার দাম ১৯.৯৯ ডলার।এটা তৈরি করেছেন টেমপ্লেটইফি।আপনি এখান থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন।
কি কি থাকছে টেমপ্লেটটিতেঃ
  1. সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশনঃ এই টেমপ্লেটটা সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর জন্য খুবই ভালো।এখানে আপনি নিজে মেটা ট্যাগ বসাতে পারবেন।
  2. ফাস্ট লোডিং ঃ এটি ইন্সটল করলে সাইট লোড হতে অনেক অল্প টাইম লাগবে।
  3. ক্লিন কোডঃ টেমপ্লেটটি আপনি নিজের ইচ্ছামত এডিট করে নিতে পারবেন।এর জন্য টেমপ্লেট এডিটরে যান।
  4. হেডারঃ এটার হেডার একদম উপরে।দুইটা হেডার আছে উপরে।
  5. স্লাইডারঃ Metrofy টেমপ্লেট টাতে খুব সুন্দর স্লাইড আছে।
metrofy blogger template,blogger template,template

http://metrofy.templateify.com/

ডাউনলোড করুনঃ ডাউনলোড লিঙ্ক ২৩.৩ mb

লিখেছেন AdminJanuary 19, 2014

Thursday, January 16, 2014

ব্লগারের টেমপ্লেট ফ্রী ডাউনলোড করার সেরা সাইট

আওতাধীন:

ভাবছিলাম এই লেখাটা কিছুদিন পরে দেব কিন্তু না দিয়ে পারলাম না।অনেকেই দেখছি টেমপ্লেট চাচ্ছেফ্রী ফ্রী খুব ভালো টেমপ্লেট ডাউনলোড করা যাবে।তবে যারা ব্লগিং করতে চান তারা সবসময় চেষ্টা করবেন নিজে টেমপ্লেট তৈরি করার।কারন আপনি যেখান থেকেই টেমপ্লেট নেন না কেন দেখা যাবে আপনার মনের মত নাও হতে পারে।তাই সবচেয়ে ভালো হয় নিজে টেমপ্লেট তৈরি করলে।তাহলে আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেয়া যাক কোন জায়গায় ভালো টেমপ্লেট পাওয়া যাবে তাও ফ্রী।
এবং তারা অনেক সাইট থেকে ডাউনলোড করছে কিন্তু সাইট গুলো বিশ্বাসযোগ্য না।তাই আমি নিজে বেছে কিছু সাইট লিস্ট দেব যেখান থেকে

১।BTemplates 
এই সাইটটি একটি মেক্সিকান সাইট।এটা ২০০৮ সালে প্রথম খোলা হয়।এখানে আপনি প্রচুর টেমপ্লেট পাবেন।আমার মতে এটাই সেরা সাইট ফ্রী ব্লগ টেমপ্লেট ডাউনলোডের জন্য।এখান থেকে আপনি আপনার পছন্দমত টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন।

২। MYBLOGGERTHEMES
এটিও অনেক ভালো একটা সাইট ফ্রী ব্লগের টেমপ্লেট ডাউনলোডের জন্য।এই সাইটটি ইন্ডিয়ার মনোজ তিয়ারি ভাই তৈরি করেছেন।২০১০ সালে এই সাইটটি খোলা হয়।এখন পর্যন্ত এখানে ১৬০০ টেমপ্লেট দেয়া আছে।এখান থেকে আপনি আপনার পছন্দ মত টেমপ্লেট ডাউনলোড করতে পারেন।

৩।TEMPLATEISM
এই সাইটটা পাকিস্তানি একটি সাইট।এটা ফয়জান ভাই ২০১২ সালের ডিসেম্বরে তৈরি করেন।এখান থেকে অনেক ভালো টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক নতুন টেমপ্লেট পাওয়া যায়।এখান থেকে আপনি টেমপ্লেট কিনতে ও পারবেন।

৪।DHETEMPLATE
 সাইটটি খুব বেশিদিন খোলা হয়নি তার পরও এখানে অনেক টেমপ্লেট আছে।এখানে ব্লগার,ওয়ার্ডপ্রেস,এবং জুমলার থিম পাওয়া যাবে।এখান থেকে আপনি আপনার পছন্দ মত থিম ডাউনলোড করতে পারবেন।

৫।New Blogger Template
এটা ও অনেক ভালো একটা সাইট এখান থেকে আপনি আপনার টেমপ্লেটটি ডাউনলোড করতে পারেন।

আরো কিছু সাইট
 উপরের সাইট গুলো ছাড়াও আরো কিছু সাইট থেকে আপনি আপনার পছন্দমত টেমপ্লেট ডাউনলোড করতে পারেন।যথাঃ


আশা করি এখন থেকে ভালো সাইট থেকে টেমপ্লেট ডাউনলোড করবেন।

আমার কিছু কথাঃ
আপনি যদি সফল ব্লগার হতে চান তবে আপনার সাইট আপনি নিজে তৈরি করেন।কারন আপনি হয়তো ভাবছেন তাদের টেমপ্লেটটি এডিট করে নিবেন নিতে পারেন।কিন্তু এডিট করতে আপনাকে কতটুকু দেবে।যদি কোডিং পারেন এবং সময় থাকে তাহলে নিজে ডিজাইন করে নিন।আশা করি ভালো হবে।প্রথমবার একটু খারাপ হলো তাই কি পরে আবার ভালো করে ডিজাইন করুন।

আশা করি লেখাটি আপনার ভালো লাগবে।যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন।

লিখেছেন AdminJanuary 16, 2014

Monday, January 13, 2014

খুব সহজে সাইটের পেজ ভিউ বাড়িয়ে নিন এলেক্সা রাঙ্কও বাড়বে

আজ খুব সুন্দর একটা লেখা দেব এটার মাধ্যমে আপনি খুব সহজেই সাইটের পেজ ভিউ বাড়িয়ে নিতে পারবেন।প্রতিটা সাইটের মুল লক্ষ্য থাকে সাইটের ভিজিটর বাড়ানো।কারন আপনার লক্ষ্য আলাদা থাকতে পারে কিন্তু সেটা ও করতে হবে ভিজিটরদের দিয়ে।আবার অনেক সময় দেখা যায় কেউ সাইটে এসে যদি দেখে এই সাইটটার রাঙ্ক ভালো না তাহলে সেখানে আর থাকে না।তাই সাইটের পেজ ভিউ বাড়ানো খুব প্রয়োজনীয়।

এই মাধ্যমে আপনি অনেক পেজ ভিউ বাড়াতে পারেন তবে যদি আপনার সাইটে অ্যাডসেন্স থাকে তবে আমি বলবো যেন এই পদ্ধতি ব্যবহার না করেন। এই পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনার সাইটটি নতুন হয়।এক্ষেত্রে সাইটের এলেক্সা রাঙ্ক বাড়বে।যাই হোক জেনে নেয়া যাক।
মুলত এই পদ্ধতিটি অনেকটা বিনিময় করার মত।তবে অবশ্যই আপনার পেজ ভিউ বাড়বে।এখানে বেশি সময় দিতে হবে না।
প্রথমে এখানে যান।

http://likesplanet.com/promote.php?ref=tareqjhe1

একটা অ্যাকাউন্ট করুন।
এবার এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুক পেজের লাইক ও বাড়াতে পারবেন।
যাই হোক এবার আপনি ফেসবুক শেয়ার,লাইক,ফলোয়ার,ইত্যাদির মাধ্যমে আপনার পয়েন্ট বাড়ান।
এবার  উপরের দিকে এলেক্সা লেখাতে ক্লিক করুন।
Add a website লেখাতে ক্লিক করে আপনার সাইটটি অ্যাড করে নিন। তারপর আপনার সাইটের জন্য পয়েন্ট দিন এখানে মনে রাখবেন এক পয়েন্ট দিলে আপনাকে ১০টা পেজ ভিউ দিবে তাই যত বেশি পয়েন্ট দিবেন পেজ ভিউ তত বেশি হবে।
ব্যস অ্যাড করা হলে দেখুন আপনার সাইটের পেজ ভিউ কিভাবে বাড়ে।

লিখেছেন AdminJanuary 13, 2014

জেনে নিন আপনার সাইট লোড হতে কত সময় লাগে

আওতাধীন:

পেজ স্পিড,page speed,speed,sait speedএকটি ভালো সাইটের অনেক গুন থাকে তার মধ্যে একটা হলো সাইটটি লোড হতে কম সময়
লাগবে।সাইট যদি লোড হতে সময় বেশি লাগে তবে সাইটের ভিজিটর বিরক্তবোধ করবে।এতে করে সাইট থেকে তিনি চলে যেতে পারে।আর আপনার ভিজিটর কমে যেতে পারে।যেটা একদম কাম্য নয়।তাই জেনে নিন আপনার সাইটটি লোড হতে কত সময় লাগে।এখন জেনে রাখুন লোড হতে কত সময় লাগে আশা করি পরে আবার কিভাবে লোড টাইম কম করবেন সেটা জানাব।
সাইটের লোড টাইম জানার জন্য প্রথমে গুগল পেজ স্পিড এ যান।
এখানে আপনার সাইটের লিঙ্কটি দিন তারপর দেখুন আপনার সাইট লোড হতে কত সময় লাগে।
এখানে মোবাইল এবং কম্পিউটার দুই ভাবেই দেখাবে।এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার সাইটের লোডিং টাইম কত।
পেজ স্পিড,page speed,speed,sait speed

আশা করি কাজে লাগবে।ভালো থাকবেন আমার সাথে থাকুন।

লিখেছেন AdminJanuary 13, 2014

Android ফোনে ছবি এডিট করার সেরা সফটওয়্যার

বর্তমানে একটা কথা প্রায় শোনা যায় পৃথিবী ছোট হয়ে আসছে।কথাটা আসলেই সঠিক।এখন আর কেউ ঘরের মধ্যে সীমা থাকতে চায় না।ইদানিং কালে পিসি বিক্রি কমে গেছে স্মাটফোনের বিক্রি বেড়ে গেছে।আর এই স্মাটফোন দিয়ে এখন চায় সব কাজ করতে যেটা কম্পিউটার দিয়ে করা যায়।আজ আমি সেরা কিছু সফটওয়্যার দেব যেগুলো দিয়ে সহজে ছবি এডিট করা যায়।
ইন্টারনেটের যুগে আমরা মোবাইলে ছবি তুলে সেটা সাথে সাথে নেটে(ফেসবুকে,টুইটার,গুগল প্লাস,ঈন্সটাগ্রাম ইত্যাদি)দিতে পারছি যা আসলেই খুব ভালো।কিন্তু এই ছবি দেয়ার পর যদি কেউ তাতে যদি লাইক বা কমেন্ট না করে মন খারাপ হয়ে যায়। তখন আগ্রহ হারিয়ে যায় এতে করে আপনার ফলোয়ার কমে যেতে পারে তাই ছবি শেয়ার করার আগে অবশ্যই সেটা এডিট করে সুন্দর করে দিতে হবে।তাহলে লাইক বেশি পড়বে এবং আপনার সামাজিক যোগাযোগ  বেড়ে যাবে।

ফটোশপ টাচঃ
এটা আসলে খুব সুন্দর একটা অ্যাপস।এটা সাইজ মাত্র ১৯মেগা বাইট।এটা আপনাকে একদম নতুন অভিজ্ঞতা দেবে।তবে এতা প্রিমিয়াম অ্যাপস দাম ৪.৯৯ ডলার।এর মাধ্যমে ছবি এডিট করা পর আপনি ফেসবুক এবং টুইটারে সরাসরি শেয়ার করতে পারবেন।এই অ্যাপসটি অ্যানড্রোইড এবং অ্যাপল এ ব্যবহার করা যাবে।

ডাউনলোড করুনঃফটোশপ টাচ

photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

স্নাপস্পিডঃআমার মতে এই অ্যাপসটা দারুন একটা অ্যাপস।এটা একদম ফ্রী একটা অ্যাপস।অ্যানড্রোইড এবং অ্যাপল মোবাইলে ছবি এডিট করার একটা সেরা অ্যাপস।কারন এটা সাধারন এবং খুব দ্রুত ছবি এডিট করা যায়।এটার ফাইল সাইজ ২৩ মেগা বাইট।

ডাউনলোড করুনঃস্নাপস্পিড

photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

 পিক্সারআর্টঃ
এটা বহুল ব্যবহারকৃত একটা অ্যাপস এই পর্যন্ত এটা ৬০,০০০,০০০ বার ডাউনলোড হয়েছে।এটা আপনি ফ্রী ব্যবহার করতে পারবেন।তাহলে ডাউনলোড করে নিজে দেখুন কেমন এটা।
ডাউনলোড করুনঃ পিক্সারআর্ট


photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

এখানে যেগুলো সফটওয়্যার দিলাম সবগুলোই খুব ভালো অ্যাপস।আপনার অ্যাপল ফোনের জন্য অ্যাপল স্টোরে দেখুন।ভালো লাগলে কমেন্ট করবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে।ভালো থাকবেন আমার সাথে থাকবেন।

লিখেছেন AdminJanuary 13, 2014

Saturday, January 11, 2014

মোবাইলে ফ্রী কথা বলার সেরা যত সফটওয়্যার

ফ্রী কল,মেসেজ,free calling,vodeo calling,audio callingকথা বলার জন্য আমরা সবাই প্রতিদিন অনেক টাকা খরচ করি।এটা আমাদের অনেকটা সাধারন বিষয় হয়ে গেছে।কিন্তু অনেকে জানেনা তারা অনেক কম খরচে কথা বলতে পারে যেখান তাদের অনেক টাকা সাশ্রয় হতে পারে।আজ আমি বলবো যে সকল সফটওয়্যার ব্যবহার করে ফ্রীতে কথা বলা যায়।

প্রয়োজনীয় উপকরনঃ
যে কোন একটি সফটওয়্যার।
ইন্টারনেট কানেকশন।
যার সাথে কথা বলবেন তারও একই সফটওয়্যার এবং ইন্টারনেট কানেকশন।

তাহলে জেনে নেয়া যাক কি কি সফটওয়্যার দিয়ে ফ্রীতে কথা বলা যায়।

  1. স্কাইপঃ স্কাইপের মাধ্যমে স্কাইপ থেকে স্কাইপে ফ্রী কথা বলা যায়।এটাই সবচেয়ে নাম করা সফটওয়্যার।এটা কম্পিউটার এবং মোবাইলে ব্যবহার করা যায়।এটাতে ভিডিও কল ও করা যায়।
  2. ভাইবারঃ এটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করা যায়।এটার মাধ্যমে কল করা মেসেজ আদান-প্রদান করা এবং ফাইল শেয়ার করা যায়।
  3. Fring: অডিও কল,ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়।শুধুমাত্র এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এ কল করা যায়।এর মাধ্যমে টাকার মাধ্যমে ফোনে ও কল করা যায়।
  4. ট্রুফোনঃ এটা ইন্সটল করার পর আপনি অন্য ইউজারদের সাথে ফ্রী কল করতে পারবেন।তাছাড়া মোবাইল বা লান্ডফোনে ও কম রেটে কথা বলতে পারবেন।
  5. লাইনঃ এটা ফ্রী অডিও ও ভিডিও কল করতে দেয় এবং মেসেজ আদান প্রদান করা যায়।এটা কম্পিউটার ও মোবাইল দুইটাতেই ব্যবহার করা যায়।
  6. 3CX: এটা ও ফ্রী কল করার সেবা প্রদান করে।
  7. ফ্রেন্ডকলারঃ  এটা মাধ্যমে ভিডিও ও অডিও কল করা যায়।কম্পিউটার ও মোবাইল দুইটাতেই সমান ভাবে ব্যবহার করা যায়।এর মাধ্যমে ফেসবুক বন্ধুদের সাথে ও কথা বলা যায়।
  8. ব্বসলেডঃ এটা ও কল ও মেসেস প্রদানের সুবিধা দিয়ে থাকে।
  9.  নিমবাজঃএটা অনেক সুন্দর একটা সফটওয়্যার।নিমবাজ দিয়ে কল এবং মেসেজ দুইটাই করা যায়।এটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করা যায়।
  10. টাজ্ঞঃফ্রী অডিও,ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়।মোবাইল এবং কম্পিউটার এ সমান ভাবে ব্যবহার করা যায়।তাছাড়া আরো অনেক কিছু আছে।
আশা করি আপনার অনেক কাজে লাগবে।ভালো থাকবেন।

লিখেছেন AdminJanuary 11, 2014

Thursday, January 9, 2014

ব্লগারে মেটা ডিসক্রিপশন দিবেন কিভাবে

মেটা ট্যাগ এবং মেটা ডিসক্রিপশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।দুইটাই অন পেজ অপটিমাইজেশন এর অংশবিশেষ।এটা যোগ করার ফলে ব্লগে অনেক ভিজিটর পেতে পারেন।মেটা ডিসক্রিপশন যোগ করে আপনি আপনার সাইট বা কোন পাতা সম্পর্কে ভিজিটরদের আগেই ধারনা দিতে পারেন।যেমন যখন কেউ কোন সার্চ ইঞ্জিনে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে তখন সে অসংখ্য ফলাফল দেখতে পাবে এবার সে যেটি চাই সেটি সে খুজে সেই পেজে যাবে।যেমন দেখুন আমি Free Antivirus Download দিতে গুগলে সার্চ দিলাম।
ডিসক্রিপশন,মেটা ডিসক্রিপশন,সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন,blogger seo,add meta description,meta description

এবার দেখুন এখানে সার্চ ফলাফলে অনেক রেজাল্ট আসছে এখানে দেখুন প্রথমে টাইটেল আসছে তার পর একটুখানি বিস্তারিত আসছে এইটুকুই মেটা ডিসক্রিপশন।এটাই কোন ব্যক্তিকে এই পেজে কি আছে সে সম্পর্কে ধারনা দেবে।যেমন নিচের ছবিটা দেখুন।

ডিসক্রিপশন,মেটা ডিসক্রিপশন,সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন,blogger seo,add meta description,meta description
 এখানে দেখুন আমি যতটুকু মেটা ডিসক্রিপশন দিয়েছি ঠিক সেটুকুই সার্চ রেজাল্টে আসছে।
মোট কথা মেটা ডিসক্রিপশন যোগ করে আপনি কোন পাতায় কি আছে সেটা সম্পর্কে একটু ধারনা দিতে পারেন।
কিভাবে যোগ করবেনঃ 
প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
Settings>Search Preferences এ যান।এখানে দেখুন Description লেখা আছে।
ডিসক্রিপশন,মেটা ডিসক্রিপশন,সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন,blogger seo,add meta description,meta description
এবার এই বক্সের মধ্যে আপনি আপনার সাইটের বিস্তারিত লেখুন।এটি আপনার মুল সাইটের এবং পেজের ডিসক্রিপশন।
আলাদা প্রতিটি লেখায় কিভাবে ডিসক্রিপশন দেবেনঃ
যখন কোন পোস্ট দিতে যাবেন দেখবেন ডানপাশে Search Description লেখা আছে।
ডিসক্রিপশন,মেটা ডিসক্রিপশন,সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন,blogger seo,add meta description,meta description
এখানে এই বক্সের মধ্যে আপনি যে ডিসক্রিপশন দেবেন সেটাই সার্চ ফলাফলে দেখা যাবে।এভাবে আপনি যত পোস্ট দেবেন প্রতিটা পোস্টের ডিসক্রিপশন দিয়ে দেবেন।
আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন।

লিখেছেন AdminJanuary 09, 2014

Wednesday, January 8, 2014

ব্লগে ভাসমান সার্চ বক্স যোগ করুন

সার্চ বক্স,search box,search box for blogger,floating search boxকোন কিছু খোজার জন্য ভিজিটররা সার্চ বক্স ব্যবহার করে থাকে।সার্চ বক্স অনেক রকমের অনেকে তাদের সাইটে সুন্দর সার্চ বক্স যোগ করে আবার অনেকে তাদের পছন্দমত সার্চ বক্স যোগ করে থাকে।আজ আমি একটি সার্চ বক্স দেব যেটা আপনার ব্লগে সবসময় ভাসমান থাকবে।এটা দেখতে ও সুন্দর।আর হ্যা আমি বলছি বলে আপনি আপনার ব্লগে যেন সার্চ বক্স যোগ করবেন না কারন সার্চ বক্স তখনই যোগ করবেন যখন ব্লগে অনেক পোস্ট থাকবে।কারন যখন কোন ভিজিটর তার কোন দরকারি জিনিস খোজ করবে তখন যদি তিনি তার প্রয়োজনীয় জিনিসটি খুজে না পান তাহলে তিনি বিরক্ত হতে পারে তাই আগে বেশি বেশি পোস্ট দিন তারপর সার্চ বক্স যোগ করবেন।

কিভাবে যোগ করবেনঃ
প্রথমে ব্লগে প্রবেশ করুন।
Layout এ যান।
Add a Gadget এ ক্লিক করুন।
এবার HTML/Javascript সিলেক্ট করুন।
এবার নিচের কোড গুলো কপি করে খালি বক্সে পেস্ট করুন।

<style type='text/css'>
/*<![CDATA[*/
#sbutton {
background: -moz-linear-gradient(center top , #4D90FE 0%, #4787ED 100%) repeat scroll 0pt 0pt transparent;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#4d90fe), color-stop(100%,#4787ed));
background: -webkit-linear-gradient(top, #4d90fe 0%,#4787ed 100%);
background: -o-linear-gradient(top, #4d90fe 0%,#4787ed 100%);
background: -ms-linear-gradient(top, #4d90fe 0%,#4787ed 100%);
background: linear-gradient(top, #4d90fe 0%,#4787ed 100%);background-color: #4d90fe;
border: 1px solid #3079ED;
border-radius: 2px 2px 2px 2px;
color: #FFFFFF;
height: 27px;
min-width: 76px;
padding: 0 21px;padding-bottom: 2px;
}
#sbutton:hover{    background-color: #357AE8;
background-image: -moz-linear-gradient(center top , #4D90FE, #357AE8);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#4d90fe), color-stop(100%,#357ae8));
background: -webkit-linear-gradient(top, #4d90fe 0%,#357ae8 100%);
background: -o-linear-gradient(top, #4d90fe 0%,#357ae8 100%);
background: -ms-linear-gradient(top, #4d90fe 0%,#357ae8 100%);
background: linear-gradient(top, #4d90fe 0%,#357ae8 100%);
border: 1px solid #2F5BB7;
box-shadow: 0 1px 1px rgba(0, 0, 0, 0.1);}
#simg {
background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI13GcbNRYUGHWLFNx4i8Ts-oc-D9wacMnCohrktBIEKJayMnJvaSqSyu9t4WQ436tgx_C6A8ty7vu6vR63CALiG0Bmpo2Fdno1L0n0hLWhRJKqjZw4_W09qMNp1_xym3BwxW7YMBaPeIO/s1600/searchicon.png") no-repeat scroll 0 0 transparent;
display: inline-block;
height: 14px;
margin: 0;
width: 17px;z-index:101;
}#s:hover {box-shadow: 0 1px 2px #C1C1C1 inset;}
#s {border: 1px solid #BCBCBC;border-radius: 4px 4px 4px 4px;font: italic 14px times New Roman;padding: 4px 2px;width: 146px; -moz-transition: width 0.2s ease-in 0s; -webkit-transition: width 0.2s ease-in; -o-transition: width 0.2s ease-in;}
#s:focus {width: 200px;}
.noop-searchbox {
display: block;
position: fixed;
right: 12px;
top: 1%;
max-width: 300px;min-width: 238px;
z-index: 100;
}
/*]]>*/
</style>
<div class='noop-searchbox' id='noop-searchbox'>
<form action='/search' id='noop-searchform' method='get'>
<input id='s' name='q' onblur='if (this.value == "") {this.value = "Search...";}' onfocus='if (this.value == "Search...") {this.value = ""}' type='text' value='Search Here...'/>
<button id='sbutton' type='submit'><span id='simg'></span></button>
</form></div>

সেভ করার আগে আপনার নিজের মত এডিট করে নিতে পারেন।
12px এবং 1% এর জায়গায় আপনার পছন্দমত পজিশন দেন।
Search Here এর জায়গায় আপনি নিজের লেখা দিতে পারেন।তাছাড়া আর যে সকল কালার কোড দেয়া আছে আপনি চাইলে নিজের পছন্দ মত কালার কোড দিতে পারেন।
সব ঠিকঠাক পরিবর্তন করা হলে এবার সেভ করুন।এখন ব্লগে দেখুন ভাসমান সার্চ বক্স যোগ হয়ে গেছে।ভালো থাকবেন আর আমার সাথে থাকুন।

লিখেছেন AdminJanuary 08, 2014

Tuesday, January 7, 2014

ব্লগে নতুন থিম ইন্সটল করবেন কিভাবে

নানা কারনে আমরা ব্লগে প্রায়ই নতুন থিম ইন্সটল করি বা করতে হয়।যারা নতুন তারা অনেকেই জানে না কিভাবে থিম ইন্সটল করবেন।আর তাই তাদের জন্য এই লেখাটি।
ব্লগের যে সকল ডিফল্ট থিম থাকে সেখানে অল্প কিছু বৈশিষ্ট্য থাকে তাছাড়া অনেকের এই ডিজাইন ভালো লাগে না তখন তারা নতুন কোন থিম ইন্সটল করে।অনেক সাইট আছে যারা ফ্রী থিম দেয় আবার প্রিমিয়াম থিম ও আছে,আপনার পছন্দ মত কোন এক জায়গা থেকে একটি থিম ডাউনলোড করে নিন।থিম ইন্সটল করার আগে আপনার পছন্দ মত থিম সিলেক্ট করবেন।
কিভাবে থিম ইন্সটল করবেনঃ
থিম ইন্সটল করার জন্য প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
এবার Template  এ যান,ডান পাশে দেখুন Backup/Restore লেখা আছে।এখানে ক্লিক করুন।

ইন্সটল,থিম ইন্সটল,theme install,blogger theme install,blogger theme install

এবার নিচের মত একটি পপআপ পেজ আসবে।
এবার আগে টেমপ্লেটটি ব্যাকআপ করে রাখুন
ইন্সটল,থিম ইন্সটল,theme install,blogger theme install,blogger theme install
এখানে Browse এ ক্লিক করে আপনি আগে থেকে যে থিমটি ডাউনলোড করেছেন সেইটার ভিতরে দেখুন .XML এক্সটেনশন এ একটা ফাইল আছে সেটা সিলেক্ট করুন তারপর আপলোড করুন।
একটু খানি সময় আপেক্ষা করুন দেখুন হয়ে যাবে।তারপর আপনার ইচ্ছামত এডিট করে নিবেন।

থিম আপলোড করার আগে যে থিমটা ডাউনলোড করবেন সেটা আনজিপ করে নিবেন।তা নাহলে আপনি ।এক্সএমএল এর ফাইলটি খুজে পাবেন না।
আশা করি পেরেছেন ভালো থাকবেন।


লিখেছেন AdminJanuary 07, 2014

Monday, January 6, 2014

ব্লগারে কিভাবে মেটা ট্যাগ যোগ করবেন

মেটা ট্যাগ যোগ করে সার্চ ইজ্ঞিন থেকে ব্লগে প্রচুর ভিজিটর আনতে পারেন যেমন গুগল,ইয়াহু,বিং,আস্ক ইত্যাদি।মেটা ট্যাগ সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মেটা ট্যাগ এমন একটি এইচটিএমএল ট্যাগ যেটা সমস্ত সার্চ ইজ্ঞিন সাইটকে আপনার সাইট সম্পর্কে ধারনা দেবে।যার উপর নির্ভর করে আপনার সাইটকে তারা তাদের সার্চ রেজাল্টে দেখাবে।
মেটা ট্যাগের মাধ্যমে আপনার সাইটের কিছু তথ্য দেয়া যাবে।সার্চ ইঞ্জিনকে বিশেষ ধরণের কিছু নির্দেশনাও দেয়া যায় মেটা ট্যাগ দিয়ে।আজ আমরা জানবো কিভাবে এই মেটা ত্যাগ দেয়া যায়।

কিভাবে মেটা ট্যাগ দেয়া যায়ঃ 
মেটা ট্যাগ দেয়ার জন্য প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
তারপর Template>Edit Template এ যান।এবার নিচের কোডটুকু খুজুন।
<b:include data='blog' name='all-head-content'/>

এবার নিচের কোডগুলো উপরের কোডের নিচে বসিয়ে দিন।
<meta content='DESCRIPTION HERE' name='description'/>
<meta content='KEYWORDS HERE' name='keywords'/>
<meta content='AUTHOR NAME HERE' name='author'/>

এখন সেভ করার আগে Description Here এর জায়গায় সাইটের/ব্লগের বিস্তারিত তথ্য দিন।এটি দুই থেকে তিন লাইনের মধ্যে দিবেন।
KEYWORDS HERE এর জায়গায় সাইটের/ব্লগের কীওয়ার্ড দিন।
AUTHOR NAME এর জায়গায় আপনার নাম দিন।

এবার সেভ করুন।ব্যস আপনি সফল ভাবে মেটা ট্যাগ যোগ করতে পেরেছেন।

লিখেছেন AdminJanuary 06, 2014