মেটা ট্যাগ এবং মেটা ডিসক্রিপশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।দুইটাই অন পেজ অপটিমাইজেশন এর অংশবিশেষ।এটা যোগ করার ফলে ব্লগে অনেক ভিজিটর পেতে পারেন।মেটা ডিসক্রিপশন যোগ করে আপনি আপনার সাইট বা কোন পাতা সম্পর্কে ভিজিটরদের আগেই ধারনা দিতে পারেন।যেমন যখন কেউ কোন সার্চ ইঞ্জিনে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে তখন সে অসংখ্য ফলাফল দেখতে পাবে এবার সে যেটি চাই সেটি সে খুজে সেই পেজে যাবে।যেমন দেখুন আমি Free Antivirus Download দিতে গুগলে সার্চ দিলাম।
এবার দেখুন এখানে সার্চ ফলাফলে অনেক রেজাল্ট আসছে এখানে দেখুন প্রথমে টাইটেল আসছে তার পর একটুখানি বিস্তারিত আসছে এইটুকুই মেটা ডিসক্রিপশন।এটাই কোন ব্যক্তিকে এই পেজে কি আছে সে সম্পর্কে ধারনা দেবে।যেমন নিচের ছবিটা দেখুন।
এখানে দেখুন আমি যতটুকু মেটা ডিসক্রিপশন দিয়েছি ঠিক সেটুকুই সার্চ রেজাল্টে আসছে।
মোট কথা মেটা ডিসক্রিপশন যোগ করে আপনি কোন পাতায় কি আছে সেটা সম্পর্কে একটু ধারনা দিতে পারেন।
কিভাবে যোগ করবেনঃ
প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।Settings>Search Preferences এ যান।এখানে দেখুন Description লেখা আছে।
এবার এই বক্সের মধ্যে আপনি আপনার সাইটের বিস্তারিত লেখুন।এটি আপনার মুল সাইটের এবং পেজের ডিসক্রিপশন।
আলাদা প্রতিটি লেখায় কিভাবে ডিসক্রিপশন দেবেনঃ
যখন কোন পোস্ট দিতে যাবেন দেখবেন ডানপাশে Search Description লেখা আছে।এখানে এই বক্সের মধ্যে আপনি যে ডিসক্রিপশন দেবেন সেটাই সার্চ ফলাফলে দেখা যাবে।এভাবে আপনি যত পোস্ট দেবেন প্রতিটা পোস্টের ডিসক্রিপশন দিয়ে দেবেন।
আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন।
amar blog a permalink ar por search description nai .ami ki vabe add korbo??
ReplyDeleteplz help me...