সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, January 8, 2014

ব্লগে ভাসমান সার্চ বক্স যোগ করুন

সার্চ বক্স,search box,search box for blogger,floating search boxকোন কিছু খোজার জন্য ভিজিটররা সার্চ বক্স ব্যবহার করে থাকে।সার্চ বক্স অনেক রকমের অনেকে তাদের সাইটে সুন্দর সার্চ বক্স যোগ করে আবার অনেকে তাদের পছন্দমত সার্চ বক্স যোগ করে থাকে।আজ আমি একটি সার্চ বক্স দেব যেটা আপনার ব্লগে সবসময় ভাসমান থাকবে।এটা দেখতে ও সুন্দর।আর হ্যা আমি বলছি বলে আপনি আপনার ব্লগে যেন সার্চ বক্স যোগ করবেন না কারন সার্চ বক্স তখনই যোগ করবেন যখন ব্লগে অনেক পোস্ট থাকবে।কারন যখন কোন ভিজিটর তার কোন দরকারি জিনিস খোজ করবে তখন যদি তিনি তার প্রয়োজনীয় জিনিসটি খুজে না পান তাহলে তিনি বিরক্ত হতে পারে তাই আগে বেশি বেশি পোস্ট দিন তারপর সার্চ বক্স যোগ করবেন।

কিভাবে যোগ করবেনঃ
প্রথমে ব্লগে প্রবেশ করুন।
Layout এ যান।
Add a Gadget এ ক্লিক করুন।
এবার HTML/Javascript সিলেক্ট করুন।
এবার নিচের কোড গুলো কপি করে খালি বক্সে পেস্ট করুন।

<style type='text/css'>
/*<![CDATA[*/
#sbutton {
background: -moz-linear-gradient(center top , #4D90FE 0%, #4787ED 100%) repeat scroll 0pt 0pt transparent;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#4d90fe), color-stop(100%,#4787ed));
background: -webkit-linear-gradient(top, #4d90fe 0%,#4787ed 100%);
background: -o-linear-gradient(top, #4d90fe 0%,#4787ed 100%);
background: -ms-linear-gradient(top, #4d90fe 0%,#4787ed 100%);
background: linear-gradient(top, #4d90fe 0%,#4787ed 100%);background-color: #4d90fe;
border: 1px solid #3079ED;
border-radius: 2px 2px 2px 2px;
color: #FFFFFF;
height: 27px;
min-width: 76px;
padding: 0 21px;padding-bottom: 2px;
}
#sbutton:hover{    background-color: #357AE8;
background-image: -moz-linear-gradient(center top , #4D90FE, #357AE8);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#4d90fe), color-stop(100%,#357ae8));
background: -webkit-linear-gradient(top, #4d90fe 0%,#357ae8 100%);
background: -o-linear-gradient(top, #4d90fe 0%,#357ae8 100%);
background: -ms-linear-gradient(top, #4d90fe 0%,#357ae8 100%);
background: linear-gradient(top, #4d90fe 0%,#357ae8 100%);
border: 1px solid #2F5BB7;
box-shadow: 0 1px 1px rgba(0, 0, 0, 0.1);}
#simg {
background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI13GcbNRYUGHWLFNx4i8Ts-oc-D9wacMnCohrktBIEKJayMnJvaSqSyu9t4WQ436tgx_C6A8ty7vu6vR63CALiG0Bmpo2Fdno1L0n0hLWhRJKqjZw4_W09qMNp1_xym3BwxW7YMBaPeIO/s1600/searchicon.png") no-repeat scroll 0 0 transparent;
display: inline-block;
height: 14px;
margin: 0;
width: 17px;z-index:101;
}#s:hover {box-shadow: 0 1px 2px #C1C1C1 inset;}
#s {border: 1px solid #BCBCBC;border-radius: 4px 4px 4px 4px;font: italic 14px times New Roman;padding: 4px 2px;width: 146px; -moz-transition: width 0.2s ease-in 0s; -webkit-transition: width 0.2s ease-in; -o-transition: width 0.2s ease-in;}
#s:focus {width: 200px;}
.noop-searchbox {
display: block;
position: fixed;
right: 12px;
top: 1%;
max-width: 300px;min-width: 238px;
z-index: 100;
}
/*]]>*/
</style>
<div class='noop-searchbox' id='noop-searchbox'>
<form action='/search' id='noop-searchform' method='get'>
<input id='s' name='q' onblur='if (this.value == "") {this.value = "Search...";}' onfocus='if (this.value == "Search...") {this.value = ""}' type='text' value='Search Here...'/>
<button id='sbutton' type='submit'><span id='simg'></span></button>
</form></div>

সেভ করার আগে আপনার নিজের মত এডিট করে নিতে পারেন।
12px এবং 1% এর জায়গায় আপনার পছন্দমত পজিশন দেন।
Search Here এর জায়গায় আপনি নিজের লেখা দিতে পারেন।তাছাড়া আর যে সকল কালার কোড দেয়া আছে আপনি চাইলে নিজের পছন্দ মত কালার কোড দিতে পারেন।
সব ঠিকঠাক পরিবর্তন করা হলে এবার সেভ করুন।এখন ব্লগে দেখুন ভাসমান সার্চ বক্স যোগ হয়ে গেছে।ভালো থাকবেন আর আমার সাথে থাকুন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।