সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Monday, April 23, 2012

ব্লগস্পট ব্লগে Animated উড়ন্ত Twitter পাখি যোগ করুন

আমি আজ দেখাব কিভাবে আপনার ব্লগে Twitter উড়ন্ত পাখি যোগ করবেন।
পাখিটি সত্যিই মজার।পাখিটি আপনার ব্লগে সবসময় উড়ে বেড়াবে।
ব্লগ ভিসিটর যখন পাখিতে ক্লিক করবে তখন আপনার Twitter পেজ এ চলে যাবে
যাবে।সত্যিই দারুন তাই না ।তাহলে চলুন শুরু করা যাক।


কিভাবে এটি করবেনঃ
১.ব্লগে লগিন করুন।
২.Template ক্লিক করুন ।
৩.ctrl+f প্রেস করে </body> ট্যাগ টুকু খুজুন ।
৪.এবার নিচের কোডগুলো </body> ট্যাগের আগে বসিয়ে দিন।




Your Twitter User Name এর জায়গায় আপনার Twitter ইউজার নেম বসিয়ে দিন।
ব্যাস এবার সেভ করুন।


লিখেছেন AdminApril 23, 2012

কিভাবে Page Navigation যোগ করবেন

আওতাধীন:

ব্লগে সাধারণত পোস্টের নিচে Older Post--Home--Previous এগুলি থাকে আপনি
এগুলি ডিলিট করে Page Navigation যোগ করতে পারেন।
আপনি যদি Older Post--Home--Previous লিঙ্ক ডিলিট করতে চান তাহলে 
আমার এই পোস্ট টি দেখুন

কিভাবে Page Navigation যোগ করবেন



১.আপনার ব্লগে লগিন করুন।
২.Layout অপশন এ যান.
৩.Add Gadget এ ক্লিক করুন।

নিচের কোড গুলো পেস্ট করে দিন।



এবার সেভ করুন ।
ভালো লাগলে কমেন্ট করবেন।আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।


লিখেছেন AdminApril 23, 2012

ব্লগারে কিভাবে ভাসমান শেয়ার বাটন যোগ করবেন

কেমন আছেন আশা করি ভালোই আছেন।
আমি আজ দেখাব কিভাবে আপনার ব্লগে ভাসমান শেয়ার বাটন যোগ করবেন।

তো চলুন শুরু করি।
১.আপনার ব্লগে লগিন করুন।
২.Layout অপশন এ যান.
৩. Add Gadget এ ক্লিক করুন ।


৪.HTML/Javascript সিলেক্ট করুন।এবং নিচের কোডগুলো পেস্ট করে দিন।



৫.এবার সেভ করুন ।এখন কাজ শেষ আপনার ব্লগ দেখুন।

ভালো লাগলে কমেন্ট করবেন। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ।


লিখেছেন AdminApril 23, 2012

Saturday, April 21, 2012

ব্লগারে Recent Comment যোগ করুন Avatar সহ

কেমন আছেন আশা করি ভাল আছেন।আমি দেখাব কিভাবে আপনি আপনার ব্লগে Recent Comment
গ্যাজেট যুক্ত করবেন Avatar সহ ।নিচের ছবির মত।

তাহলে চলুন শুরু করি

১.প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
২.Layout এ ক্লিক করুন।
৩.এবার Add a Gadget এ ক্লিক করুন।
৪.এবার HTML/JavaScript এ ক্লিক করুন।


৫. নিচের বক্সের মধ্যের কোড গুলো পেস্ট করে দিন

লিখেছেন AdminApril 21, 2012

Wednesday, April 18, 2012

ব্লগস্পট ব্লগের Newer Post--Home--Older Post ডিলিট করুন

আওতাধীন:

ব্লগার ব্লগের প্রতিটি থিমে Newer Post ---Home---Older Post থাকে।আপনি চাইলে এগুলি ডিলিট করে দিতে পারেন । তাহলে চলুন শুরু করি ।


পদ্ধতি ;
১.আপ্নার ব্লগে লগিন করুন 


২.Template এ যান ।
৩.Proceed এ ক্লিক করুন ।
৪.নিচের কোড টুকু খুজুন 


#blog-pager-newer-link { float: left; } #blog-pager-older-link { float: right; } #blog-pager { text-align: center; }

৫.এবার নিচের কোড দ্বারাব Replace করুন।


#blog-pager-newer-link { float: left; display: none; } #blog-pager-older-link { float: right; display: none; } #blog-pager { text-align: center; display: none; }

৬.আপনার টেমপ্লেট টি সেভ করুন।

পদ্ধতি;
যদি উপরের কোড টি না খুজে পান। তাহলে নিচের কোড টি খুজুন ।

.blog-pager-older-link, .home-link,
.blog-pager-newer-link {
background-color: $(content.background.color);
padding: 5px;

এবার নিচের কোড দ্বারা Replace  করুন ।

.blog-pager-older-link, .home-link,
.blog-pager-newer-link {
background-color: $(content.background.color);
padding: 5px;
display: none;

ব্যাস আপনার কাজ শেষ ।
এবার Template টি সেভ করুন।

ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। ভাল লাগলে কমেন্ট করবেন।
নিজে জানুন এবং অপরকে জানতে উৎসাহিত করুন।তাই পোস্ট টি শেয়ার করুন।


লিখেছেন AdminApril 18, 2012

Saturday, April 14, 2012

আপনার ব্লগের “Subscribe to: Posts(Atom)” লিঙ্ক টি ডিলিট করুন

আওতাধীন:

আপনার ব্লগ থেকে "Subscribe to: Posts(Atom)” লিঙ্ক টি ডিলিট করে দিন।আপনি আপনার ব্লগের প্রতিটি পোস্টের নিচে অথবা পেজের নিচে এটি দেখতে পাবেন ।

এটা প্রতিটি পোস্টের নিচে ঠিক এ রকম লেখা থাকে।Subscribe to: Post Comments(Atom)


আর প্রতিটি পেজের নিচে নিচের ছবির মত থাকে।


যেভাবে এটি Hide করবেন।
১.আপনার ব্লগে লগিন করুন।
২.টেমপ্লেট এ যান।

৩. Proceed এ ক্লিক করুন।
৪.এবার Expand Widget Templates লেখাতে টিক দিন।
৫.নিচের কোড টুকু খুজুন এবং রিমুভ করুন।
৬।Finally টেমপ্লেট টি সেভ করুন।
দেখুন রিমুভ হয়ে গেছে  

যেভাবে CSS কোড দ্বারা এটি হাইড করবেন।

১. নিচের কোড টুকু খুজুন ।

]]></b:skin>

২.এবার উপরের কোডের আগে নিচের কোড টুকু বসিয়ে দিন

.blog-feeds{display:none !important;}

ব্যাস আপনার কাজ শেষ এবার টেমপ্লেটটি সেভ করুন।


লিখেছেন AdminApril 14, 2012

Friday, April 13, 2012

আপনার ব্লগের navbar টি ডিলিট করুন

আওতাধীন:

ব্লগার একটি ডিফল্ট ন্যাভিগেশন বার আসে।এই ব্লগার navigration বার অধিকাংশ টেমপ্লেট এ থাকে না।
কিন্তু আপনি যদি ব্লগের ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করেন তাহলে নিচের মত একটি navigation বার দেখতে পাবেন।এই navigration বার একটু চেষ্টা করলে রিমুভ করা যাই। আমি আপনাদের দেখাব কিভাবে এটি রিমুভ করা যাই।

তাহলে চলুন শুরু করি।
  1. প্রথমে ব্লগার অ্যাকাউন্ট এ লগিন করুন।
  2. টেমপ্লেট এ যান।

৩. এবার edit html এ যান।
৪.proceed এ যান।
৫.ctrl+f চেপে নিচের কোড টুকু খুজুন।

]]></b:skin>

৬.এবার নিচের কোড দ্বারা রিপ্লেস করুন

#navbar-iframe,#navbar { display: none !important; }
]]></b:skin>

৭.এবার সেভ করুন ।আপনার ব্লগটি দেখুন ।

ভালো লাগলে কমেন্ট করবেন।

লিখেছেন AdminApril 13, 2012

Wednesday, April 11, 2012

আপনার ব্লগের Powered by Blogger লেখাটি রিমুভ করুন খুব সহজে।

আওতাধীন:


যারা গুগল ব্লগের ব্লগ পরিচালনা করেন তারা জানেন Powered by  blogger  লেখাটি সাধারণত ব্লগের থিম এ থাকে। আমি আপনাদের দেখাব কিভাবে সেটি রিমুভ করা যাই।তাহলে আসুন শুরু করা যাক।

প্রথমে আপনার ব্লগে লগিন করুন তারপর 
Login>template>edit html>Proceed
এবার নিচের কোড টুকু খুজুন

<!-- outside of the include in order to lock Attribution widget -->
      <b:section class='foot' id='footer-3' showaddelement='no'>
<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'/>
</b:section>


বুজতে সমস্যা হলে ছবিটি দেখুন।

এবার <b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'/> এই লাইনের ভিতরে true লেখাটি false করে দিন। ঠিক নিচের লাইনের মত
<b:widget id='Attribution1' locked='false' title='' type='Attribution'/>


এবার সেভ করুন।ব্যাস আপনার কাজ শেষ।
আপনার ব্লগের লেআউট এ যান দেখুন সেখানে attribution নামে একটি গ্যাজেট আছে সেটি
রিমুভ করুন এবার আপনার ব্লগ দেখুন powered by blogger লেখাটি চলে গেছে। 
আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে কমেন্ট করবেন আশা করি। 

লিখেছেন AdminApril 11, 2012