সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Monday, April 23, 2012

ব্লগস্পট ব্লগে Animated উড়ন্ত Twitter পাখি যোগ করুন

আমি আজ দেখাব কিভাবে আপনার ব্লগে Twitter উড়ন্ত পাখি যোগ করবেন।
পাখিটি সত্যিই মজার।পাখিটি আপনার ব্লগে সবসময় উড়ে বেড়াবে।
ব্লগ ভিসিটর যখন পাখিতে ক্লিক করবে তখন আপনার Twitter পেজ এ চলে যাবে
যাবে।সত্যিই দারুন তাই না ।তাহলে চলুন শুরু করা যাক।


কিভাবে এটি করবেনঃ
১.ব্লগে লগিন করুন।
২.Template ক্লিক করুন ।
৩.ctrl+f প্রেস করে </body> ট্যাগ টুকু খুজুন ।
৪.এবার নিচের কোডগুলো </body> ট্যাগের আগে বসিয়ে দিন।




Your Twitter User Name এর জায়গায় আপনার Twitter ইউজার নেম বসিয়ে দিন।
ব্যাস এবার সেভ করুন।


0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।