সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Friday, May 16, 2014

এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাবেন কিভাবে

বহু প্রতিক্ষিত এস এস সি/সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে ১৭মে ২০১৪।এ বছর এস এস
সি/সমমান পরীক্ষায় ১৪ লাখের বেশি শিক্ষার্থী অংশ্যগ্রহণ করে।পরীক্ষা শুরু হয় ৯ ফেব্রুয়ারী এবং শেষ হয় ২২শে মার্চ ২০১৪। ১৭ মে একযোগে ওয়েবসাইট,মোবাইল,এবং শিক্ষাপ্রতিষ্ঠান এ ফলাফল প্রকাশ হবে।
মোট দশটি বোর্ড এ একসাথে ফলাফল প্রকাশ করা হবে।

বোর্ড গুলো হলঃ
১।ঢাকা শিক্ষা বোর্ড
২।যশোর শিক্ষা বোর্ড
৩।খুলনা শিক্ষা বোর্ড
৪।রাজশাহী শিক্ষা বোর্ড
৫।চট্টগ্রাম শিক্ষা বোর্ড
৬।বরিশাল শিক্ষা বোর্ড
৭।সিলেট শিক্ষা বোর্ড
৮।কুমিল্লা শিক্ষা বোর্ড
৯।মাদ্রাসা শিক্ষা বোর্ড
১০।ভোকেশোনাল শিক্ষা বোর্ড

 এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাবেন কিভাবেঃ
কয়েকভাবে এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।নিচে এক এক করে সব গুলো পদ্ধতির বিস্তারিত দেওয়া হলো।

পদ্ধতি নাম্বার একঃ সরাসরি শিক্ষা বোর্ড এর ওয়েব সাইট থেকে।
সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকে ফলাফল পাওয়া যাবে।সাইট গুলো নিচে দেওয়া হলো।

পদ্ধতি নাম্বার দুইঃ মোবাইল এসএমএস এর মাধ্যমে
মোবাইল এসএমএস এর মাধ্যমে খুব সহজেই এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।এস এস সি/সমমান ফলাফল পাওয়া জন্য আপনাকে যেভাবে এসএমএস করতে হবে।
প্রথমে SSC আর মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নাম্বার বছর (২০১৪)লিখে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ
SSCDha1234562013 send to 16222
DakhilMad1234562013 send to 16222
SSCTec1234562013 send to 16222

বোর্ডের প্রথম তিন অক্ষর
* Dhaka = Dha *Barisal = Bar *Chittagong = Chi *Comilla = Com *Dinajpur = Din *Jessore = Jes *Rajshahi = Raj *Sylhet = Syl *Technical(VOC) = Tec *Madrasah = Mad

পদ্ধতি নাম্বার তিনঃ নিচে থেকে আপনি ফলাফল পাবেন।

1 মন্তব্য:

  1. সত্যি এটা একটা সুন্দর পোস্ট বিশেষ করে শিক্ষাথীদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই পোষ্টটি করার জন্য।

    ReplyDelete

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।