সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Thursday, May 15, 2014

কিভাবে স্বয়ংক্রিয় ভাবে ব্লগার থেকে স্পাম কমেন্ট লিঙ্ক সরিয়ে ফেলবেন

প্রায়ই অনেককে বলতে শুনি "কি জ্বালা ভালোর জন্য ব্লগ করি কিন্তু দেখি কিছু আবাল ছেলে বাজে
কমেন্ট,নিজের সাইট লিঙ্ক,নিজের পণ্যের বিজ্ঞাপন দেয় আমার সাইটে।আর কত রিমুভ করবো?" না এখন থেকে আর কস্ট করে ডিলিট করতে হবে ব্লগার নিজেই স্পাম কমেন্ট ধরবে।ব্লগারের নিজস্ব কোন প্লাগিন নেই তো কি হয়েছে সামান্য কিছু কোড ব্যবহার করেই আপনি এটি করতে পারবেন।

কিভাবে করবেন?

আমি এখানে দুইটা পদ্ধতি দেব আপনার যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন।বা দুইটা ও ব্যবহার করতে পারেন।

পদ্ধতি নাম্বার ১ঃ সিএসএস কোড ব্যবহার করে সরিয়ে ফেলা

সার্চ ইজ্ঞিন গুলো এখন অনেক সচেতন হয়ে গেছে তারা কোনটা স্পাম লিঙ্ক তা বুঝতে পারে।কিন্তু কিছু নতুন পোলাপাইন তারা স্পাম বোঝে না যেখানে সেখানে শুধু কমেন্ট করে লিঙ্ক বসাতে চাই।
এর জন্য কিছু কোড ব্যবহার করতে হবে।
আপনার ব্লগে যান Template>>Edit HTML>>Search Skin tag আর এর উপরে নিচের কোডটুকু বসিয়ে দিন।
.comment-content a {
display: none;
}

পদ্ধতি নাম্বার ২ঃ জে কোয়েরি এর মাধ্যমে স্পাম কমেন্ট সরিয়ে ফেলা

কিছু লোক উপরের পদ্ধিতিটাকে ব্যবহার করতে মানা করে কারন ওখানে তো শুধুমাত্র সিএসএস কোড ব্যবহার করে Display: None করে দেয়া হয়েছে।তাই এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে।
Template>>Edit HTML>search tag এন্ড নিচের কোডটুকু বডি ট্যাগের নিচে বসিয়ে দিন।
<!--Stop Blog Comments -->
<script>$('.comment-content a[rel$=nofollow]').replaceWith(function(){return ($(this).text());});
</script>
<!--Stop Blog Comments -->

ব্যস সব ঠিকঠাক বসানো হলে টেমপ্লেট সেভ করুন।আর এখন থেকে স্পাম কমেন্ট নিয়ে আর চিন্তার কোনো কারন নেই।যখন কোন কমেন্ট আসবে এই কোড নিজে নিজে ভেবে দেখবে এটা স্পাম নাকি আর এটা অটোমেটিক স্পাম লিঙ্ক ডিলিট করে দেবে।

আপনার জন্য আরো আছেঃ

কমেন্টে ছবি ভিডিও যোগ করা
কমেন্টে নাম্বার যোগ করা
ব্লু আইছ কমেন্ট থীম 

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।