সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, March 26, 2014

টেক সাইট Mashable এর মত কমেন্ট সিস্টেম যোগ করুন

এর আগে আমি ফেসবুক এবং গুগল কমেন্ট সিস্টেম কিভাব যোগ করবেন সেটা দেখিয়েছি।আজ দেখাব কিভাবে বিখ্যাত সাইট Mashable এর মত কমেন্ট সিস্টেম যোগ করবেন।
comment,mashable,কমেন্ট সিস্টেম,কমেন্ট

Mashable কি তা মনে হয় না আবার নতুন করে বলতে হবে।
আপনি যদি তারা একটা কমেন্ট সিস্টেম যোগ করেছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে।কেন ভালো লেগেছে তাও বলছি।

ভালো লাগার কারনঃ
  1. এটা ব্যবহার করলে আলাদা ভাব ফেসবুক বা গুগল কমেন্ট ব্যবহার করা লাগবে না।
  2. এতে আছে চার ধরনের লগিন সিস্টেম।
  3. ডিজাইন খুব সুন্দর।
  4. ইন্সটল করা খুবই সহজ।
  5. রিপ্লে, লাইক,শেয়ার অপশন আছে।
  6. ছবি দেয়া যাবে।
  7. এডিট বার আছে।
  8. কমেন্ট শেয়ার করা যাবে।
এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে।আশা করি আপনার কাছে ও খুবই ভালো লাগবে।

কিভাবে যোগ করবেন?
এটা যোগ করা একদম সহজ।এর জন্য আপনাকে অনেক কস্ট করা লাগবে না।নিচের ধাপ গুলো ফলো করুন।
  • প্রথমে এখানে যান।
  •  নিচের ফর্মের মত আসবে সব গুলো পূরন করুন।


comment,mashable,কমেন্ট সিস্টেম,কমেন্ট

  • ইউজার নেম,পাসওয়ার্ড,ইমেইল দিন।তারপর Next করুন।
  • আরেকটি আলাদা পেজ আসবে।নিচের ছবির মত।
comment,mashable,কমেন্ট সিস্টেম,কমেন্ট


  • এখানে আপনার নাম এবং সাইট অ্যাড্রেস দিয়ে ফিনিস করুন।
  • এবার আসল পেজে আসবে।এখান থেকে আপনাকে কমেন্ট সিস্টেম যোগ করতে হবে।
comment,mashable,কমেন্ট সিস্টেম,কমেন্ট
  • এই পেজে আপনার সাইট লিঙ্ক দিন তারপর নিচ থেক দেখুন ওয়ার্ডপ্রেস,থাম্বলর,এবং জুমলার লোগো আছে আপনার সাইট যদি এই তিনটার মধ্যে হয় তাহলে সেখানে ক্লিক করুন।আর ব্লগারে বা এইচটিএমএল সাইটে যোগ করার জন্য কাস্টম সিলেক্ট করে Step 2! তে ক্লিক করুন।
  • এবার আপনার সাইটে যোগ করার জন্য কিছু কোড পাবেন।
  • কোড গুলো সব কপি করুন।
  • এবার আপনার ব্লগে যান তারপর Layout>Add A Gadget>Select HTML/Javascript 
  • আপনি যে কোডটুকু কপি করেছেন সেটুকু পেস্ট করুন এবং লেয়ারটি ঠিক পোস্টের নিচে বসিয়ে দিন।
  • ব্যস সেভ করুন।
 করণীয়ঃএই কমেন্ট সিস্টেম ভালো ভাবে কাজ করার জন্য আগের সব কমেন্ট সিস্টেম বন্ধ করে দিন।
আশা করি বুঝতে পেরেছেন আর কোন সমস্যা হলে কমেন্ট করবেন।ভালো থাকুন।


আপনার জন্য আরো টিপসঃ

  1. ব্লগারে গুগল প্লাস কমেন্ট বক্স যোগ করবেন কিভাবে
  2. ফেসবুক কমেন্ট সিস্টেম যোগ করুন

লিখেছেন AdminMarch 26, 2014

Monday, March 24, 2014

কিভাবে ফাইল আপলোড করে আয় করবেন

আওতাধীন:

আজ আমি অনেক সুন্দর একটা লেখা আপনাদের উপহার দেব।এই লেখার মাধ্যমে আমি দেখাব কিভাবে আপনি কোন ফাইল আপলোড করেও ইনকাম করতে পারবেন।এর আগে আমি ফেসবুক ব্যবহার করে আয় করার পদ্ধতি দেখিয়েছি।

ইন্টারনেটে আয় করা কোন সহজ ব্যাপার না এটা অনেক কঠিন একটা বিষয়।ইন্টারনেটে আয় করার জন্য আপনাকে অনেক জানার দরকার আছে।কিন্তু প্রায় সবাই চায় ইন্টারনেটে এসেই আগে টাকা আয় করতে।তবে আমি যে বিষয় টা আলোচনা করবো এটা অনেক সহজ একটা বিষয়।এর মাধ্যমে আপনি সহজেই টাকা আয় করতে পারবেন।তবে অবশ্যই ভালো মানের কাজ শিখুন এবং ভালো কোন কাজ করুন।

কিভাবে ফাইল আপলোড করে আয় করা যায়?

একটা প্রশ্ন থেকে যায় আপনি ফাইল আপলোড করবেন কিন্তু এর জন্য সেই সাইট কেন আপনাকে টাকা দেবে আসলে তারা আপনাকে এমনিতে তো আর টাকা দেবে না।অবশ্যই আপনাকে তাদের জন্য কাজ করতে হবে কাজটা হলো,আপনি যে ফাইলটি আপলোড করবেন সেটি অন্যদের দ্বারা ডাউনলোড করাতে হবে।এখান থেকে আপনি ডাউনলোড প্রতি টাকা পাবেন।এর জন্য আপনি আপনার বন্ধুদের আমন্ত্রণ করতে পারেন,ফেসবুক বা অন্য কোন সাইটে ফাইলটি শেয়ার করতে পারেন।ফাইল যত বেশি ডাউনলোড হবে আপনার আয় তত বেশি।

কোথায় আপলোড করবেন?

ফাইল আপলোড করার জন্য অনেক সাইট আছে তবে সবাই টাকা দেয় না।আমি নিচে বেশকিছু সাইটের লিঙ্ক দিচ্ছি এগুলোতে ফাইল আপলোড করলে আপনি ভালো মানের টাকা পেতে পারেন।
  1. docstoc.com
  2. Uploading.com 
  3. Depositfiles.com
  4. crocko.com
  5. sharecash.org
  6. uploadboy.com
উপরের সাইটের যেকোন একটাতে ফাইল আপলোড করুন তারপর শেয়ার করুন এবার যত বেশি ডাউনলোড তত বেশি আয়।
আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। 

লিখেছেন AdminMarch 24, 2014

Sunday, March 23, 2014

কিভাবে ফেসবুক ব্যবহার করে টাকা আয় করবেন

টাকা আয় করা বুষয়ে এটাই আমার প্রথম লেখা।এই লেখাতে আমি বলবো কিভাবে ফেসবুক ব্যবহার করে টাকা আয় করা যায়।

ফেসবুক সবচেয়ে বড় সোস্যাল সাইট।এখানে প্রতিদিন লোক জয়েন্ট করছে।এটা বিশাল একটা নেটওয়ার্ক প্রায় লোকই ফেসবুক ব্যবহার করে।কিন্তু এই ফেসবুক ব্যবহার করে যদি আপনার কোন উপকার হয় তাহলে ভালো না!
আমি এখানে আমার নিজের মত করে লিখব আপনাদের কারো আলাদা কোন মত থাকলে কমেন্টে জানাতে পারেন।

কিভাবে আয় করবেন?

বেশ কিছু মাধ্যমে আপনি ফেসবুক থেকে টাকা আয় করতে পারেন।আমি তার মধ্যে কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো।নিচে একে একে দেয়া হলো।

নিজস্ব পণ্য বিক্রয় করেঃ 
এটা একটা বড় মাধ্যম।আপনার যদি কোন নিজস্ব পণ্য থাকে তাহলে আপনি সেগুলো ফেসবুকের মাধ্যমে বিক্রয় করে সেখান থেকে আয় করতে পারেন।এর জন্য আপনি ফেসবুক পেজ ,গ্রুপ,নিজের প্রোফাইল ব্যবহার করতে পারেন।
রেফারেল লিঙ্কের মাধ্যমেঃ
রেফারেল লিঙ্কের মাধ্যমে আয় করতে হলে আপনাকে ইবে,আমাজন,বা অন্য কোন জায়গার রেজিস্টার করে সেখানকার রেফারেল লিঙ্ক ফেসবুকে শেয়ার করতে হবে।এবং এর মাধ্যমে যারা জয়েন্ট করবে তাদের থেকে আপনি আয় করতে পারবেন।এটা খুব সুন্দর একটা পদ্ধতি।
বিজ্ঞাপন প্রচার করেঃ
ফেসবুক থেকে সবচেয়ে বেশি লোক আয় করে এই মাধ্যমে।ধরেন আপনার একটা পেজ আছে সেখানে অনেক লাইক আছে তো আপনাকে কেউ তার পেজের জন্য লাইক চাইল আপনি আপনার পেজে তার পেজে লাইক দেবার জন্য অনুরোধ করলেন কিংবা আপনার নিজের সাইটের বিজ্ঞাপন দিয়ে ও ভালো আয় করতে পারেন।তবে এর জন্য আপনার একটা ভালো পেজ থাকতে হবে।
ডাউনলোড লিঙ্ক শেয়ার করেঃ
এটা সবচেয়ে সহজ মাধ্যম ফেসবুক থেকে টাকা আয় করার জন্য।এর জন্য আপনাকে তেমন বেশি কিছু জানতে ও হবে না।প্রথমে কোন সাইটে একটা ফাইল আপলোড করেন(যেখানে ফাইল আপলোড করে তা ডাউনলোড এর মাধ্যমে টাকা দেয়) এবার সেই ফাইল ডাউনলোড করার জন্য আপনার বন্ধুদের আমন্ত্রণ করুন।এবার এই ফাইল টি যত বেশিবার ডাউনলোড হবে সে হারে আপনি টাকা পাবেন।এই পদ্ধতিতে অনেকেই টাকা আয় করে থাকে।আপনি ও পারেন।

শেষ কথাঃ

তবে এই টাকা আয় করার জন্য প্রথমে আপনাকে একটা পেজ বানাতে হবে এবং সেখানে অনেক লাইক থাকতে হবে বা কোন গ্রুপ তৈরি করতে হবে যেখানে অনেক মেম্বার থাকবে। আশা করি আপনার লেখাটি ভালো লাগবে আর যদি কোন কিছু ভূল হয়ে থাকে তাহলে ধরিয়ে দিবেন।


লিখেছেন AdminMarch 23, 2014

Thursday, March 20, 2014

ব্লগ বা সাইটের জন্য গুগল ড্রাইভ দিয়ে কন্টাক্ট ফর্ম তৈরি করুন

আওতাধীন:

আমরা প্রায় প্রতিটা সাইটেই একটা কন্টাক্ট পেজ দেখতে পাই।এটা প্রতিটা সাইটের জন্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়।এটা আপনার সাথে যোগাযোগের একটা মাধ্যম।এর মাধ্যমে আপনার সাইটের ভিজিটররা আপনার সাথে যোগাযোগ করতে পারবে।

আমরা যারা ব্লগার নিয়ে কাজ করি তারা অনেকে, অনেক কোডিং ব্যবহার করে তাদের সাইটে কন্টাক্ট পেজ তৈরি করে যা অনেক সময় সাপেক্ষ।
আর গুগল থাকতে কেন বা এত কোডিং ব্যবহার করবেন।আজ আমি দেখাব কিভাবে গুগল ড্রাইভ দিয়ে আপনার সাইটের জন্য কন্টাক্ট পেজ তৈরি করবেন।তাহলে শুরু করা যাক।

কিভাবে কন্টাক্ট পেজ তৈরি করবেন?

  • প্রথমে গুগল ড্রাইভে যান।
  • এবার লাল বাটন 'Create' এ ক্লিক করুন এবং "Form" সিলেক্ট করুন।
  • আলাদা একটা পেজ ওপেন হবে।
  • এখানে টাইটেল দিন এবং একটা থিম পছন্দ করুন।
  •  এবার Ok তে ক্লিক করুন।
  • তারপর আপনি কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য সব ফাকা জায়গা পূরন করুন।
  1. "Question Title" এর জায়গায় কিছু দেবার দরকার নেই।
  2. "Help Text" এর জায়গায় নাম,ইমেইল ইত্যাদি দিতে পারেন।
  3. "Question Type" এর জায়গায় এটা কি ধরনের প্রশ্ন সেটা উল্লেখ করতে হবে।এখানে "text" থাকলে হালকা লেখার জন্য।আর "Paragraph Text"থাকলে সেটা বিস্তারিত লেখার জন্য।নিচের ছবিটা খেয়াল করুন।
  • উপরের সব তথ্য দেয়া হয়ে গেলে Done করুন।
  • এভাবে আপনি Add Item এ ক্লিক করে অনেক গুলো ফর্ম নিতে পারবেন।
  • সবকিছু ঠিক মত লেখা হলে "EDIT' মেনু থেকে "Embed" এ ক্লিক করে এইচটিএমএল কোড গুলো কপি করে আপনার সাইটের যেকোন জায়গায় বসিয়ে দিন।তবে আলাদা পেজ নিয়ে এটা বসালে ভালো হয়।
কি পেরেছেন তো।একদম সোজা তাইনা?
আর যদি আপনার বুঝতে কোন সমস্যা হয়ে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

লিখেছেন AdminMarch 20, 2014

Monday, March 17, 2014

ব্লগারের ডাটাকে ব্যাকআপ রাখবেন কিভাবে

আমার যতদুর মনে ব্যাকআপ শব্দটা সিনেমার শুটিং এবং প্রেমের মাঝে বেশি শোনা যায়।তবে যারা ইন্টারনেটের জগতে আছে তারা ও এই শব্দটার সাথে কম বেশি পরিচিত।আর আমি আজ শব্দটাই নিয়ে লিখবো তবে শুধুমাত্র যারা ব্লগার তাদের জন্য।

ব্যাকআপ কি?

ব্যাকআপ শব্দের অর্থ সংরক্ষণ।এখানে ব্যাকআপ বলতে বুঝায় আপনি ব্লগে যত লেখা লিখেছেন এবং যত কমেন্ট হয়েছে সুগুলো নিজের কম্পিউটারে সংরক্ষণ করে রাখা।
এর মাধ্যমে আপনি ব্লগের সব লেখা এবং কমেন্টকে সামনের কথা ভেবে নিজের কাছে রেখে দেয়া।

ব্যাকআপ কেন করবেন?

ব্যাকআপ করা হয় বেশ কিছু কারনে তার মধ্যে মুল কারন গুলো হলো।
  1. সাইট যদি হ্যাকিং হয় সে কথা ভেবে।
  2. এক ব্লগ থেকে অন্য ব্লগে সাইট সরিয়ে নেবার জন্য।
  3. সাইটের নিরাপত্তার জন্য।
কিভাবে ব্যাকআপ করবেন?
আপনি যে ফাইলটি ব্যাকআপ করবেন সেটি এক্সএমএল ফরম্যাটে হবে।সাইট কে ব্যাকআপ রাখার জন্য নিচের নিয়ম ফলো করুন।
  • ব্লগের যান।
  • সেটিং এ যান।
  • Other এ যান।
  • এবার Export Blog এ ক্লিক করুন।
  • একটা পপআপ বার আসবে।
  • এবার Download Blog এ ক্লিক করুন।
 এবার আপনার ব্লগটি আপনার কম্পিউটার এ সেভ হয়ে যাবে।তারপর আপনি আপনার ইচ্ছামত এটি ব্যবহার করতে পারবেন।

লেখাটি ভালো লাগলে কমেন্ট করবেন।ভালো থাকবেন।

লিখেছেন AdminMarch 17, 2014

Wednesday, March 12, 2014

কিভাবে ব্লগে Instagram গ্যাজেট যুক্ত করবেন

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।আজকের লেখায় আপনাকে একজন ফটোগ্রাফার বানানো হবে।কি হবেন তো?

মোবাইল আমরা প্রায় সবাই ব্যবহার করি।মোবাইল যখন বের করা হয় এটা মানুষের যোগাযোগের জন্য ব্যব্যহার করা হতো।কিন্তু এখন কালের বিবর্তনে মোবাইল আমাদের নিত্যদিনের সঙ্গী।
আমরা মোবাইলে গান শুনি,ভিডিও দেখি,গেম খেলি,ছবি তুলি,নেট চালায় আরোও অনেক কিছু করি।
এই যে আমাদের শখের বশে ছবি তোলা এটা আমরা সবাই করি।তবে এই ছবি কেউ নেটে ছাড়ে কেউ ছাড়ে না।ইন্টারনেটে ছবি আপলোড করার জন্য Instagram খুব ভালো একটা জায়গা।এটা ফেসবুকের একটা আলাদা সাইট এখানে শুধু ছবি এবং ভিডিও আপলোড করা হয়।

যারা ব্লগিং করেন তাদের সবাই সবসময় ব্লগে থাকতে পারেন না।কিন্তু জীবনের মুহূর্ত গুলো তো আর থেমে থাকে না।আর আপনার প্রতিদিনের নানা মুহূর্ত গুলো আপনার ক্যামেরায় বন্দি করেন আর Instagram এ আপলোড করুন।
এই আপলোড করা সব ছবি গুলো আপনার ব্লগে শেয়ার করে দেন।আমি আজ দেখাব কিভাবে এই ছবি গুলো আপনার ব্লগে শেয়ার করবেন।
কিভাবে যোগ করবেন?
  1. প্রথমে এখানে যান।
  2. আপনার Instagram এর ইউজার নেম দেন,ছবির সাইজ দেন,হ্যাশট্যাগ দেন,বর্ডার কালার দেন।
  3. সব কিছু ঠিকঠাক দেয়া হলে Get Code এ ক্লিক করুন।
  4. সব কোডটুকু কপি করুন।
  5. আপনার ব্লগের যান।
  6. Layout এ যান।
  7. Add A Gadget এ ক্লিক করুন।
  8. HTML/Javascript এ ক্লিক করুন।
  9. এবার আপনার কপি করা কোডটুকু পেস্ট করুন। 
  10. তারপর সেভ করুন।
ব্যস আপনার কাজ সব শেষ।এবার ব্লগে যান দেখুন খুব সুন্দর ভাবে Instagram এর ছবি গুলো দেখা যাচ্ছে।
আশা করি এই লেখাটি আপনার ভালো লাগছে।যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি সার্থক। ভালো থাকবেন আমাদের সাথে থাকুন।

লিখেছেন AdminMarch 12, 2014

ব্লগে পোস্ট করার জন্য ছবি আপলোড করবেন কিভাবে

আপনি কি আপনার ব্লগের পোস্টটি খুব সুন্দর ভাবে সাজাতে চান? যদি তাই চান তবে পোস্টের মাঝে ছবি ব্যবহার করুন।তবে ছবি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হবে।

ছবি ব্যবহার করলে লেখাটি অনেক সুন্দর দেখা যায় এবং বোঝানোর জন্য সহজ হয়।তাই লেখার মাঝে ছবি ব্যবহার করতে হয়।
এই লেখাটি যারা নতুন তাদের বেশি কাজে লাগবে যারা জানেন না কিভাবে পোস্টের মাঝে ছবি ব্যবহার করতে হয় বা ব্লগে ছবি পোস্ট করতে হয়।আমি দেখাব কিভাবে ব্লগে ছবি পোস্ট করবেন?

প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ড এ যান এখানে অরেজ্ঞ কালারের NEW POST এ ক্লিক করুন।এখন একটা নতুন লেখা তৈরি করার জন্য একটা এডিটর আসবে।
এবার ছবি আপলোড করার জন্য উপরের টুলবার থেকে ছবি আপলোড করার আইকনে ক্লিক করুন।আপনার বোঝার সুবিধার জন্য নিচে ছবি দেয়া হলো।

এবার একটা পপআপ বার আসবে এখান থেকে Choose Files এ ক্লিক করুন যেটা একদম উপরে আছে।এখান থেকে আপনি যেকোন ফরম্যাটের ছবি পোস্ট করতে পারবেন।তবে আমি JPEG এবং PNG ফাইল আপলোড করতে বলবো।

যাই হোক আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে ওপেন করুন।এবার একটুখানি সময় অপেক্ষা করুন আপনার ছবিটা আপলোড হয়ে গেলে সেটি আপনি ব্লগে ব্যবহার করতে পারবেন।এই ছবিটাসহ আপনি যত ছবি ব্লগে আপলোড করবেন তার সব ছবি গুগলের পিকাসায় আপলোড হয়ে যাবে।

আশা করি আমাদের এই লেখাটি আপনার ভালো লেগেছে।ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।ভালো থাকুন,আমাদের সাথে থাকুন।

লিখেছেন AdminMarch 12, 2014

Monday, March 3, 2014

ব্লগারে পোস্ট রেটিং সিস্টেম যোগ করবেন কিভাবে

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।অনেক দিন পর মনে হচ্ছে লিখতে বসেছি।আশা করি আজও বরাবরের মত ভালো কিছু দিতে পারবো।

আপনার ব্লগের পোস্ট/লেখাটি কত ভালো সেটা বোঝা যাবে যখন ভিজিটররা সেটা ভালো ভাবে নেবে এবং সেটার রেটিং ভালো দেবে।অর্থাৎ কোন লেখার ভালো না মন্দ সেটা নির্ধারন করবে ভিজিটররা।কিন্তু ব্লগারে এটা করতে হলে আপনাকে একটু ভিন্ন রাস্তা বের করতে হবে।এর জন্য কিছু কোড যোগ করতে হবে।আজ আমি দেখাব কিভাবে ব্লগে পোস্ট রেটিং সিস্টেম যোগ করবেন।

কিভাবে যোগ করবেনঃ
পোস্ট রেটিং সিস্টেম যোগ করার জন্য প্রথমে এখানে যান।এখান থেকে ব্লগার সিলেক্ট করুন।এটি আপনি আপনার ব্লগার,ওয়ার্ডপ্রেস,থাম্বলর ইত্যাদি সাইটে যোগ করতে পারবেন।নিচের ছবির মত দেখা যায় এখান থেকে ব্লগার সিলেক্ট করুন।

এবার বাম পাশে এডিট করার জন্য অপশন আছে এখান থেকে আপনার পছন্দ মত এডিট করে নিন।এখন থেকে স্টাইল থিম কালার ইত্যাদি সেট করে নিন।নিচের ছবির মত।

সব ঠিকঠাক থাকলে আপনি সাইন আপ করেন বা ফেসবুক,গুগল বা লিঙ্কডইন দিয়ে সাইন ইন করেন।
সাইনইন করা শেষ হলে এবার একটা অরেজ্ঞ কালারের বাটন আসবে।এখান থেকে যোগ করুন।অথবা যদি কোন সমস্যা হয় তবে "Show Source Code" এ ক্লিক করুন।এবার সোর্স কোডগুলো আপনি যেখানে এটা বসাতে চান সেখানে এটা বসিয়ে দিন।

আশা করি বুঝতে পেরেছেন।যদি বুঝতে কোন সমস্যা হয় কমেন্টে জানাবেন।
ভালো থাকবেন।

লিখেছেন AdminMarch 03, 2014