সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Thursday, March 20, 2014

ব্লগ বা সাইটের জন্য গুগল ড্রাইভ দিয়ে কন্টাক্ট ফর্ম তৈরি করুন

আওতাধীন:

আমরা প্রায় প্রতিটা সাইটেই একটা কন্টাক্ট পেজ দেখতে পাই।এটা প্রতিটা সাইটের জন্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়।এটা আপনার সাথে যোগাযোগের একটা মাধ্যম।এর মাধ্যমে আপনার সাইটের ভিজিটররা আপনার সাথে যোগাযোগ করতে পারবে।


আমরা যারা ব্লগার নিয়ে কাজ করি তারা অনেকে, অনেক কোডিং ব্যবহার করে তাদের সাইটে কন্টাক্ট পেজ তৈরি করে যা অনেক সময় সাপেক্ষ।
আর গুগল থাকতে কেন বা এত কোডিং ব্যবহার করবেন।আজ আমি দেখাব কিভাবে গুগল ড্রাইভ দিয়ে আপনার সাইটের জন্য কন্টাক্ট পেজ তৈরি করবেন।তাহলে শুরু করা যাক।

কিভাবে কন্টাক্ট পেজ তৈরি করবেন?

  • প্রথমে গুগল ড্রাইভে যান।
  • এবার লাল বাটন 'Create' এ ক্লিক করুন এবং "Form" সিলেক্ট করুন।
  • আলাদা একটা পেজ ওপেন হবে।
  • এখানে টাইটেল দিন এবং একটা থিম পছন্দ করুন।
  •  এবার Ok তে ক্লিক করুন।
  • তারপর আপনি কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য সব ফাকা জায়গা পূরন করুন।
  1. "Question Title" এর জায়গায় কিছু দেবার দরকার নেই।
  2. "Help Text" এর জায়গায় নাম,ইমেইল ইত্যাদি দিতে পারেন।
  3. "Question Type" এর জায়গায় এটা কি ধরনের প্রশ্ন সেটা উল্লেখ করতে হবে।এখানে "text" থাকলে হালকা লেখার জন্য।আর "Paragraph Text"থাকলে সেটা বিস্তারিত লেখার জন্য।নিচের ছবিটা খেয়াল করুন।
  • উপরের সব তথ্য দেয়া হয়ে গেলে Done করুন।
  • এভাবে আপনি Add Item এ ক্লিক করে অনেক গুলো ফর্ম নিতে পারবেন।
  • সবকিছু ঠিক মত লেখা হলে "EDIT' মেনু থেকে "Embed" এ ক্লিক করে এইচটিএমএল কোড গুলো কপি করে আপনার সাইটের যেকোন জায়গায় বসিয়ে দিন।তবে আলাদা পেজ নিয়ে এটা বসালে ভালো হয়।
কি পেরেছেন তো।একদম সোজা তাইনা?
আর যদি আপনার বুঝতে কোন সমস্যা হয়ে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

3 মন্তব্য:

  1. সুন্দর পোস্ট । ভিজিট > www.asobondhu.blogspot.com

    ReplyDelete
  2. আমি আগেই করছি , কিন্তু ভাল কিছু সাড়া পাইতেছি না । আমার সাইট

    ReplyDelete
  3. এরপর সংযোজিত তথ্যগুলি কিভাবে, কোথাই পাব বিস্তারিত জানালে উপকারিত হবো।

    ReplyDelete

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।