আমার যতদুর মনে ব্যাকআপ শব্দটা সিনেমার শুটিং এবং প্রেমের মাঝে বেশি শোনা যায়।তবে যারা ইন্টারনেটের জগতে আছে তারা ও এই শব্দটার সাথে কম বেশি পরিচিত।আর আমি আজ শব্দটাই নিয়ে লিখবো তবে শুধুমাত্র যারা ব্লগার তাদের জন্য।
ব্যাকআপ কি?
ব্যাকআপ শব্দের অর্থ সংরক্ষণ।এখানে ব্যাকআপ বলতে বুঝায় আপনি ব্লগে যত লেখা লিখেছেন এবং যত কমেন্ট হয়েছে সুগুলো নিজের কম্পিউটারে সংরক্ষণ করে রাখা।এর মাধ্যমে আপনি ব্লগের সব লেখা এবং কমেন্টকে সামনের কথা ভেবে নিজের কাছে রেখে দেয়া।
ব্যাকআপ কেন করবেন?
ব্যাকআপ করা হয় বেশ কিছু কারনে তার মধ্যে মুল কারন গুলো হলো।- সাইট যদি হ্যাকিং হয় সে কথা ভেবে।
- এক ব্লগ থেকে অন্য ব্লগে সাইট সরিয়ে নেবার জন্য।
- সাইটের নিরাপত্তার জন্য।
আপনি যে ফাইলটি ব্যাকআপ করবেন সেটি এক্সএমএল ফরম্যাটে হবে।সাইট কে ব্যাকআপ রাখার জন্য নিচের নিয়ম ফলো করুন।
- ব্লগের যান।
- সেটিং এ যান।
- Other এ যান।
- এবার Export Blog এ ক্লিক করুন।
- একটা পপআপ বার আসবে।
- এবার Download Blog এ ক্লিক করুন।
লেখাটি ভালো লাগলে কমেন্ট করবেন।ভালো থাকবেন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।