সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, March 12, 2014

কিভাবে ব্লগে Instagram গ্যাজেট যুক্ত করবেন

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।আজকের লেখায় আপনাকে একজন ফটোগ্রাফার বানানো হবে।কি হবেন তো?


মোবাইল আমরা প্রায় সবাই ব্যবহার করি।মোবাইল যখন বের করা হয় এটা মানুষের যোগাযোগের জন্য ব্যব্যহার করা হতো।কিন্তু এখন কালের বিবর্তনে মোবাইল আমাদের নিত্যদিনের সঙ্গী।
আমরা মোবাইলে গান শুনি,ভিডিও দেখি,গেম খেলি,ছবি তুলি,নেট চালায় আরোও অনেক কিছু করি।
এই যে আমাদের শখের বশে ছবি তোলা এটা আমরা সবাই করি।তবে এই ছবি কেউ নেটে ছাড়ে কেউ ছাড়ে না।ইন্টারনেটে ছবি আপলোড করার জন্য Instagram খুব ভালো একটা জায়গা।এটা ফেসবুকের একটা আলাদা সাইট এখানে শুধু ছবি এবং ভিডিও আপলোড করা হয়।

যারা ব্লগিং করেন তাদের সবাই সবসময় ব্লগে থাকতে পারেন না।কিন্তু জীবনের মুহূর্ত গুলো তো আর থেমে থাকে না।আর আপনার প্রতিদিনের নানা মুহূর্ত গুলো আপনার ক্যামেরায় বন্দি করেন আর Instagram এ আপলোড করুন।
এই আপলোড করা সব ছবি গুলো আপনার ব্লগে শেয়ার করে দেন।আমি আজ দেখাব কিভাবে এই ছবি গুলো আপনার ব্লগে শেয়ার করবেন।
কিভাবে যোগ করবেন?
  1. প্রথমে এখানে যান।
  2. আপনার Instagram এর ইউজার নেম দেন,ছবির সাইজ দেন,হ্যাশট্যাগ দেন,বর্ডার কালার দেন।
  3. সব কিছু ঠিকঠাক দেয়া হলে Get Code এ ক্লিক করুন।
  4. সব কোডটুকু কপি করুন।
  5. আপনার ব্লগের যান।
  6. Layout এ যান।
  7. Add A Gadget এ ক্লিক করুন।
  8. HTML/Javascript এ ক্লিক করুন।
  9. এবার আপনার কপি করা কোডটুকু পেস্ট করুন। 
  10. তারপর সেভ করুন।
ব্যস আপনার কাজ সব শেষ।এবার ব্লগে যান দেখুন খুব সুন্দর ভাবে Instagram এর ছবি গুলো দেখা যাচ্ছে।
আশা করি এই লেখাটি আপনার ভালো লাগছে।যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি সার্থক। ভালো থাকবেন আমাদের সাথে থাকুন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।