সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, March 12, 2014

ব্লগে পোস্ট করার জন্য ছবি আপলোড করবেন কিভাবে

আপনি কি আপনার ব্লগের পোস্টটি খুব সুন্দর ভাবে সাজাতে চান? যদি তাই চান তবে পোস্টের মাঝে ছবি ব্যবহার করুন।তবে ছবি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হবে।


ছবি ব্যবহার করলে লেখাটি অনেক সুন্দর দেখা যায় এবং বোঝানোর জন্য সহজ হয়।তাই লেখার মাঝে ছবি ব্যবহার করতে হয়।
এই লেখাটি যারা নতুন তাদের বেশি কাজে লাগবে যারা জানেন না কিভাবে পোস্টের মাঝে ছবি ব্যবহার করতে হয় বা ব্লগে ছবি পোস্ট করতে হয়।আমি দেখাব কিভাবে ব্লগে ছবি পোস্ট করবেন?

প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ড এ যান এখানে অরেজ্ঞ কালারের NEW POST এ ক্লিক করুন।এখন একটা নতুন লেখা তৈরি করার জন্য একটা এডিটর আসবে।
এবার ছবি আপলোড করার জন্য উপরের টুলবার থেকে ছবি আপলোড করার আইকনে ক্লিক করুন।আপনার বোঝার সুবিধার জন্য নিচে ছবি দেয়া হলো।

এবার একটা পপআপ বার আসবে এখান থেকে Choose Files এ ক্লিক করুন যেটা একদম উপরে আছে।এখান থেকে আপনি যেকোন ফরম্যাটের ছবি পোস্ট করতে পারবেন।তবে আমি JPEG এবং PNG ফাইল আপলোড করতে বলবো।

যাই হোক আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে ওপেন করুন।এবার একটুখানি সময় অপেক্ষা করুন আপনার ছবিটা আপলোড হয়ে গেলে সেটি আপনি ব্লগে ব্যবহার করতে পারবেন।এই ছবিটাসহ আপনি যত ছবি ব্লগে আপলোড করবেন তার সব ছবি গুগলের পিকাসায় আপলোড হয়ে যাবে।

আশা করি আমাদের এই লেখাটি আপনার ভালো লেগেছে।ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।ভালো থাকুন,আমাদের সাথে থাকুন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।