আজ আমি শেখাবো কিভাবে কোন ফেসবুক স্ট্যাটাসকে ব্লগের পোস্টের মাঝে বসাবেন।আমাদের নানা কারনেই ফেসবুক স্ট্যাটাসকে ব্লগে বসাতে হয় যারা জানেন না তারা কিভাবে বসাবেন।খুব সহজেই আপনি এই লেখাটা পড়ে এই কাজ টা করতে পারবেন।
কিভাবে করবেনঃ
১।প্রথমে যে স্ট্যাটাসটি আপনি ব্লগে বসাতে চান সেই স্ট্যাটাসটিতে যান।
২।স্ট্যাটাস এর উপরদিকে ডান পাশে দেখুন একটা নিন্মমুখী তীর বাটন আছে।
৩।"Embed Post" এ ক্লিক করুন।
৪।এবার আপনার ইচ্ছামত "Width" দিন।
৫।উপরের কোডটুকু কপি করুন।
৬।আপনার নতুন পোষ্ট লেখার জন্য যান।
৭।HTML এ যান।
৮।যেখানে আপনি এটি বসাতে চান সেখানে কোডটুকু পেস্ট করুন।
ব্যস এবার আপনার কাজ হয়ে গেছে।এটি এখন আপনার সব ভিজিটররা দেখতে পারবে।
আপনি এই লেখাটি দেখতে পারেন আশা করি এখানে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
ReplyDeletehttp://www.blogtipsnticks.com/2013/11/blog-post_3.html#.U6-RL0Bb7Mg