অনেকেই ভাবে আমার সাইটে এসে ভিজিটর তার সব কাজ এখান থেকে জানতে পারবে।কিন্তু কেউ কি পারে তা করতে।তবে যেটুকুই পারা যাই তাই কি অনেক না।হ্যা তাই তো অনেক।
আপনার ব্লগে এখন থেকে যারা আসবে তারা আইপি দেখতে পারবে তবে সেটা শুধু মাত্র যে ভিজিটর আসবে তার নিজের কম্পিউটার এর।এতে করে ভিজিটর কে আর আলাদা সাইটে আশা লাগবে না।এক সাইট থেকেই সে এই সেবা টা পাবে।এর জন্য সামান্য কিছু কোড যোগ করতে হবে।
কিভাবে করবেন?
- প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ড এ যান।
- সেখান থেকে Layout এ যান।
- Add A Gadget এ ক্লিক করুন।
- HTML/Javascript এ ক্লিক করুন।
- এবার নিচের কোড গুলো বসিয়ে দিন।
<img src="http://widget.addgadgets.com/ipaddress/" alt="Weather Widget" />এবার সেভ করুন।আর ব্লগে ভিজিট করে দেখুন আপনার নিজের পিসির আইপি দেখা যাচ্ছে।এমন যে পিসি থেকে ভিজিট করবে সেই পিসির আইপি দেখা যাবে।
আশা করি বুঝতে পেরেছেন।কোন সমস্যা হলে মন্তব্য করতে ভুলবেন না।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।