"গুগল" আর "অ্যাপেল" দুইটার মধ্যেই যেন একটা যুদ্ধ যুদ্ধ ভাব কে নেবে এক নাম্বার পজিশন।গত বছর অ্যাপেল এক নাম্বার ব্যান্ড ছিলো।
কিন্তু এবছর আর পারল না তাদের কাছ থেকে গুগল এখন এক নাম্বার পজিশনটি কেড়ে নিয়েছে।
BrandZ এক গবেষণার ফল প্রকাশ করেছে আজ যার ফলে এখন গুগল এক নাম্বার পজিশনে চলে এসেছে।গুগল এর ব্যান্ড মুল্য হিসাব করা হয়েছে $158,843,000 এবং অ্যাপেল এর $147,880,000।
এই গবেষণায় তিন নাম্বার এ আছে আইবিএম,তারপর আছে মাইক্রোসফট,McDonald's,কোকাকোলা,ভিসা,AT&T,Marlboro,এবং আরেকটি আমাজন, এরা আছে সেরা দশে।
ভাবছেন আপনার ফেসবুক কয় নাম্বারে,ফেসবুক রাঙ্ক এ বিরাট পরিবর্তন এসেছে,এর রাঙ্ক নাম্বার হলো ২১।
আর সামসাং এখন একক ভাবে ২৯ নাম্বার পজিশনটি দখল করেছে।
এর মধ্যে নতুন আরেকটি সোস্যাল সাইটে ঢুকেছে সেটি হলো লিঙ্কডইন।যার বান্ডিং মুল্য হিসাব করা হয়েছে $12,407,000 এবং এর পজিশন হচ্ছে ৭৮ নাম্বার।
মিলয়ার্ড ব্রাউন আজ যে ১০০ ব্যান্ডিং এর তালিকা প্রকাশ করেছে তার মোট মুল্য হিসাব করেছে ২.৯ ট্রিলিয়ন ডলার।
তিনি এই ফলাফল প্রকাশ করার জন্য ১,৫০,০০০ ব্যান্ড নিয়ে কাজ করেছেন।
একশ দামি ব্যান্ডের তালিকা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।