সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Saturday, April 14, 2012

আপনার ব্লগের “Subscribe to: Posts(Atom)” লিঙ্ক টি ডিলিট করুন

আওতাধীন:

আপনার ব্লগ থেকে "Subscribe to: Posts(Atom)” লিঙ্ক টি ডিলিট করে দিন।আপনি আপনার ব্লগের প্রতিটি পোস্টের নিচে অথবা পেজের নিচে এটি দেখতে পাবেন ।

এটা প্রতিটি পোস্টের নিচে ঠিক এ রকম লেখা থাকে।Subscribe to: Post Comments(Atom)


আর প্রতিটি পেজের নিচে নিচের ছবির মত থাকে।


যেভাবে এটি Hide করবেন।
১.আপনার ব্লগে লগিন করুন।
২.টেমপ্লেট এ যান।

৩. Proceed এ ক্লিক করুন।
৪.এবার Expand Widget Templates লেখাতে টিক দিন।
৫.নিচের কোড টুকু খুজুন এবং রিমুভ করুন।
৬।Finally টেমপ্লেট টি সেভ করুন।
দেখুন রিমুভ হয়ে গেছে  

যেভাবে CSS কোড দ্বারা এটি হাইড করবেন।

১. নিচের কোড টুকু খুজুন ।

]]></b:skin>

২.এবার উপরের কোডের আগে নিচের কোড টুকু বসিয়ে দিন

.blog-feeds{display:none !important;}

ব্যাস আপনার কাজ শেষ এবার টেমপ্লেটটি সেভ করুন।


0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।