ব্লগার একটি ডিফল্ট ন্যাভিগেশন বার আসে।এই ব্লগার navigration বার অধিকাংশ টেমপ্লেট এ থাকে না।
কিন্তু আপনি যদি ব্লগের ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করেন তাহলে নিচের মত একটি navigation বার দেখতে পাবেন।এই navigration বার একটু চেষ্টা করলে রিমুভ করা যাই। আমি আপনাদের দেখাব কিভাবে এটি রিমুভ করা যাই।
- প্রথমে ব্লগার অ্যাকাউন্ট এ লগিন করুন।
- টেমপ্লেট এ যান।
৩. এবার edit html এ যান।
৪.proceed এ যান।
৫.ctrl+f চেপে নিচের কোড টুকু খুজুন।
]]></b:skin>
৬.এবার নিচের কোড দ্বারা রিপ্লেস করুন
#navbar-iframe,#navbar { display: none !important; }
]]></b:skin>
৭.এবার সেভ করুন ।আপনার ব্লগটি দেখুন ।
ভালো লাগলে কমেন্ট করবেন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।