সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, April 11, 2012

আপনার ব্লগের Powered by Blogger লেখাটি রিমুভ করুন খুব সহজে।

আওতাধীন:


যারা গুগল ব্লগের ব্লগ পরিচালনা করেন তারা জানেন Powered by  blogger  লেখাটি সাধারণত ব্লগের থিম এ থাকে। আমি আপনাদের দেখাব কিভাবে সেটি রিমুভ করা যাই।তাহলে আসুন শুরু করা যাক।

প্রথমে আপনার ব্লগে লগিন করুন তারপর 
Login>template>edit html>Proceed
এবার নিচের কোড টুকু খুজুন

<!-- outside of the include in order to lock Attribution widget -->
      <b:section class='foot' id='footer-3' showaddelement='no'>
<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'/>
</b:section>


বুজতে সমস্যা হলে ছবিটি দেখুন।

এবার <b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'/> এই লাইনের ভিতরে true লেখাটি false করে দিন। ঠিক নিচের লাইনের মত
<b:widget id='Attribution1' locked='false' title='' type='Attribution'/>


এবার সেভ করুন।ব্যাস আপনার কাজ শেষ।
আপনার ব্লগের লেআউট এ যান দেখুন সেখানে attribution নামে একটি গ্যাজেট আছে সেটি
রিমুভ করুন এবার আপনার ব্লগ দেখুন powered by blogger লেখাটি চলে গেছে। 
আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে কমেন্ট করবেন আশা করি। 

1 মন্তব্য:

  1. অনেক সুন্দর একটা জিনিস সিখলাম। e shopping

    ReplyDelete

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।