সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, January 22, 2014

গুগল প্লাস অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্খিত মেইল প্রতিরোধ করবেন কিভাবে

আওতাধীন:

ইন্টারনেটকে সমৃদ্ধ করতে গুগলের অবদান অবশ্যই স্বীকার করতে হবে।গুগল প্লাস এবং জিমেইল গুগলের বহূল ব্যবহূত দুইটি পণ্য।সম্প্রতি গুগল তাদের নতুন কিছু বৈশিষ্ট্য চালু করেছে।এখন থেকে যে কেউ আপনার গুগল প্লাস থেকে আপনাকে মেইল করতে পারবে।এমনকি আপনার নাম দিয়ে ও আপনাকে মেইল পাঠাতে পারবে।যা সবাই ভালো চোখে দেখে না।কারন এটার ফলে অনেকেই তাদের উপর হস্তক্ষেপ মনে করে।একজন অপরিচিত লোক যাকে আপনি চেনেন না সে ও আপনাকে মেইল করতে পারবে।

gmail,google plus,google,spam mail,spam

কি কি ক্ষতি হতে পারে আপনারঃ
  • সহজে কেউ আপনাকে মেইল পাঠাতে পারে যা আপনার নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিতে পারে।
  • আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট এ অপরিচিত লোকদের সংখ্যা বেড়ে যেতে পারে।
  • অনেক স্পাম মেইল আসতে পারে।
  • আপনি বিরক্ত হতে পারেন। 
তাছাড়া অনেক সমস্যা হতে পারে।তবে সবার ক্ষেত্রে না যারা অনেক পরিচিত তাদের বেশি সমস্যা হবে।অনেকেই চাই তাদের পরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করতে অক্ষেত্রে এটা হচ্ছে না।
কিভাবে আলাদা করবেনঃ
গুগল এই নিয়মটা চালু করার পর সবার প্রোফাইলে এটা ডিফল্ট ভাবে সেট হয়ে গেছে।কেউ যদি এটা বন্ধ করতে চাই তাহলে তাকে নিচের নিয়ম অনুসারে করতে হবে।

১। প্রথমে আপনার জিমেইলে যান এখান ডানপাশের উপরে সেটিং আইকনে ক্লিক করে সেটিং এ যান।
২।এবার নিচের ছবির মত Email via Google+ এখানে No one করে দিলে আপনাকে কেউ মেইল করতে পারবে না গুগল প্লাস থেকে।

gmail,google plus,google,spam mail,spam

ব্যস এবার আপনি সেভ করতে পারেন।এখন থেকে যে কেউ আপনাকে আর মেইল পাঠাতে পারবে না।

আশা করি আপনি সফল ভাবে পেরেছেন।ভালো থাকবেন আমাদের সাথে থাকুন।


0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।