একটি ভালো সাইটের অনেক গুন থাকে তার মধ্যে একটা হলো সাইটটি লোড হতে কম সময়
লাগবে।সাইট যদি লোড হতে সময় বেশি লাগে তবে সাইটের ভিজিটর বিরক্তবোধ করবে।এতে করে সাইট থেকে তিনি চলে যেতে পারে।আর আপনার ভিজিটর কমে যেতে পারে।যেটা একদম কাম্য নয়।তাই জেনে নিন আপনার সাইটটি লোড হতে কত সময় লাগে।এখন জেনে রাখুন লোড হতে কত সময় লাগে আশা করি পরে আবার কিভাবে লোড টাইম কম করবেন সেটা জানাব।
সাইটের লোড টাইম জানার জন্য প্রথমে গুগল পেজ স্পিড এ যান।
এখানে আপনার সাইটের লিঙ্কটি দিন তারপর দেখুন আপনার সাইট লোড হতে কত সময় লাগে।
এখানে মোবাইল এবং কম্পিউটার দুই ভাবেই দেখাবে।এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার সাইটের লোডিং টাইম কত।
আশা করি কাজে লাগবে।ভালো থাকবেন আমার সাথে থাকুন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।