আজ খুব সুন্দর একটা লেখা দেব এটার মাধ্যমে আপনি খুব সহজেই সাইটের পেজ ভিউ বাড়িয়ে নিতে পারবেন।প্রতিটা সাইটের মুল লক্ষ্য থাকে সাইটের ভিজিটর বাড়ানো।কারন আপনার লক্ষ্য আলাদা থাকতে পারে কিন্তু সেটা ও করতে হবে ভিজিটরদের দিয়ে।আবার অনেক সময় দেখা যায় কেউ সাইটে এসে যদি দেখে এই সাইটটার রাঙ্ক ভালো না তাহলে সেখানে আর থাকে না।তাই সাইটের পেজ ভিউ বাড়ানো খুব প্রয়োজনীয়।
এই মাধ্যমে আপনি অনেক পেজ ভিউ বাড়াতে পারেন তবে যদি আপনার সাইটে অ্যাডসেন্স থাকে তবে আমি বলবো যেন এই পদ্ধতি ব্যবহার না করেন। এই পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনার সাইটটি নতুন হয়।এক্ষেত্রে সাইটের এলেক্সা রাঙ্ক বাড়বে।যাই হোক জেনে নেয়া যাক।
মুলত এই পদ্ধতিটি অনেকটা বিনিময় করার মত।তবে অবশ্যই আপনার পেজ ভিউ বাড়বে।এখানে বেশি সময় দিতে হবে না।
প্রথমে এখানে যান।
একটা অ্যাকাউন্ট করুন।
এবার এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুক পেজের লাইক ও বাড়াতে পারবেন।
যাই হোক এবার আপনি ফেসবুক শেয়ার,লাইক,ফলোয়ার,ইত্যাদির মাধ্যমে আপনার পয়েন্ট বাড়ান।
এবার উপরের দিকে এলেক্সা লেখাতে ক্লিক করুন।
Add a website লেখাতে ক্লিক করে আপনার সাইটটি অ্যাড করে নিন। তারপর আপনার সাইটের জন্য পয়েন্ট দিন এখানে মনে রাখবেন এক পয়েন্ট দিলে আপনাকে ১০টা পেজ ভিউ দিবে তাই যত বেশি পয়েন্ট দিবেন পেজ ভিউ তত বেশি হবে।
ব্যস অ্যাড করা হলে দেখুন আপনার সাইটের পেজ ভিউ কিভাবে বাড়ে।
অনেক ভাল একটা পোস্ট। ধন্যবাদ ভাই, অনেক উপকার করলেন।
ReplyDelete