সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Monday, January 6, 2014

ব্লগারে কিভাবে মেটা ট্যাগ যোগ করবেন

মেটা ট্যাগ যোগ করে সার্চ ইজ্ঞিন থেকে ব্লগে প্রচুর ভিজিটর আনতে পারেন যেমন গুগল,ইয়াহু,বিং,আস্ক ইত্যাদি।মেটা ট্যাগ সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মেটা ট্যাগ এমন একটি এইচটিএমএল ট্যাগ যেটা সমস্ত সার্চ ইজ্ঞিন সাইটকে আপনার সাইট সম্পর্কে ধারনা দেবে।যার উপর নির্ভর করে আপনার সাইটকে তারা তাদের সার্চ রেজাল্টে দেখাবে।
মেটা ট্যাগের মাধ্যমে আপনার সাইটের কিছু তথ্য দেয়া যাবে।সার্চ ইঞ্জিনকে বিশেষ ধরণের কিছু নির্দেশনাও দেয়া যায় মেটা ট্যাগ দিয়ে।আজ আমরা জানবো কিভাবে এই মেটা ত্যাগ দেয়া যায়।


কিভাবে মেটা ট্যাগ দেয়া যায়ঃ 
মেটা ট্যাগ দেয়ার জন্য প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
তারপর Template>Edit Template এ যান।এবার নিচের কোডটুকু খুজুন।
<b:include data='blog' name='all-head-content'/>

এবার নিচের কোডগুলো উপরের কোডের নিচে বসিয়ে দিন।
<meta content='DESCRIPTION HERE' name='description'/>
<meta content='KEYWORDS HERE' name='keywords'/>
<meta content='AUTHOR NAME HERE' name='author'/>

এখন সেভ করার আগে Description Here এর জায়গায় সাইটের/ব্লগের বিস্তারিত তথ্য দিন।এটি দুই থেকে তিন লাইনের মধ্যে দিবেন।
KEYWORDS HERE এর জায়গায় সাইটের/ব্লগের কীওয়ার্ড দিন।
AUTHOR NAME এর জায়গায় আপনার নাম দিন।

এবার সেভ করুন।ব্যস আপনি সফল ভাবে মেটা ট্যাগ যোগ করতে পেরেছেন।

2 মন্তব্য:

  1. "অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি পোস্ট . শেয়ার করার জন্য" .

    ReplyDelete
  2. "ধন্যবাদ অনেক সুন্দর ভাবে বুঝানুর জন্য। আমি মেটা ট্যাগ .যোগ যোগ করেছি আমার সাইটে। কিন্তু সার্চ রেজালতে সেই কি ওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমার সাইট এর রেজাল্ট আসেনা কেন জানালে উপক্রিত হব। আমার সাইট www.technologyrbd.blogspot.com " .

    ReplyDelete

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।