সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, December 25, 2013

ব্লগারে গুগল প্লাস কমেন্ট বক্স যোগ করবেন কিভাবে

গুগল সবসময় নতুন কিছু দেয়ার চেষ্টা করে।আর আমিও আপনাদেরকে নতুন কিছু এবং ভালো ভাবে জানানোর চেষ্টা করি।এর আগে আমি ফেসবুক কমেন্ট বক্স কিভাবে যোগ করা যায় সেটা দেখিয়েছিলাম।আমার কাছে ফেসবুক কমেন্ট বক্স সবচেয়ে ভালো লাগে তারপর ভালো লাগে গুগল প্লাস কমেন্ট বক্স।আজ দেখাব কিভাবে গুগল প্লাস কমেন্ট বক্স যোগ করবেন।গুগল প্লাস বা ফেসবুক কমেন্ট/মন্তব্য বক্স যোগ করলে অনেক সুবিধা পাওয়া যায়google plus comment,google plus,comment,google,গুগল প্লাস,গুগল প্লাস কমেন্ট ,কমেন্ট,কমেন্ট সিস্টেম যোগ করা,ব্লগার টিপস 
যেমন
১।বাজে কমেন্ট/মন্তব্য করতে পারে না।
২।আপনার সাইটের অনেকটা সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন হয়ে যাবে।
৩।সাইটের পরিচিতি বেড়ে যাবে।
৪।সকল কমেন্টকে/মন্তব্যকে একসাথে ম্যানেজ করতে পারবেন।
কিভাবে যোগ করবেনঃ
গুগল প্লাস কমেন্ট যোগ করার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে আপনার ব্লগটিতে গুগল প্লাস সংযোগ আছে কি না।
প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
এবার Google+ ট্যাবে ক্লিক করুন।
google plus comment,google plus,comment,google,গুগল প্লাস,গুগল প্লাস কমেন্ট ,কমেন্ট,কমেন্ট সিস্টেম যোগ করা,ব্লগার টিপস

যদি গুগল প্লাসের সাথে সংযোগ না থাকেঃ
যদি গুগল প্লাসের সাথে সংযোগ না থাকে তবে নিচের ছবির মত দেখা যাবে।
google plus comment,google plus,comment,google,গুগল প্লাস,গুগল প্লাস কমেন্ট ,কমেন্ট,কমেন্ট সিস্টেম যোগ করা,ব্লগার টিপস

এখন Get Started এ ক্লিক করতে হবে।নিচের পেজটি আসবে।

পলিসিতে টিক দেন তারপর Switch Now এ ক্লিক করুন।এবার আরেকটি পেজ আসবে সেখানে ADD BLOGS অথবা SKIP এ ক্লিক করুন।ব্যস আপনার ব্লগের সাথে গুগল প্লাস সংযোগ দেয়া হলো।

এবার কমেন্ট সেটাপ দেয়ার পালাঃ
প্রথমে Google+ এ ট্যাবে যান।এখন Use Google+ Comments on this blog এ টিক দিন।


google plus comment,google plus,comment,google,গুগল প্লাস,গুগল প্লাস কমেন্ট ,কমেন্ট,কমেন্ট সিস্টেম যোগ করা,ব্লগার টিপস

ব্যস এবার গুগল প্লাস কমেন্ট সিস্টেম আপানার ব্লগে চালু হয়ে গেছে।ব্লগের কোন পোস্টে যেয়ে দেখুন, আশা করি হয়েছে।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।