এরর পেজ সব সময় খুব ভালো ভাবে তৈরি করতে হয়।কারন কেউ যদি কিছু খোজ করে না পায় তবে এমনিতে বিরক্ত লাগে তারপর যদি পেজ টা খারাপ লাগে তাহলে আরো বিরক্তি লাগে। সেক্ষেত্রে এরর পেজটা যদি একটু ভালো হয় মানে ভিজিটর দেখে যাতে বিরক্তি বোধ না করে ঠিক সেভাবে ডিজাইন করতে হবে।এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে এরর পেজকে অন্য পেজে পাঠিয়ে দেবেন।আজ দেখাব কিভাবে এরর পেজের টাইটেল পরিবর্তন করবেন।এরর পেজ আসলে সাধারনত পেজের টাইটেল আসে।এরর পেজের জন্য আলাদা কোন টাইটেল আসে না।
দেখুন নিচে ঊদাহরন দেয়া হলো।
কিভাবে পরিবর্তন করবেনঃ
প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।Template এ ক্লিক করুন।এবার টেমপ্লেট কে আগে ব্যাকআপ রাখুন।
Edit HTML এ ক্লিক করুন।
ডিফল্ট টেমপ্লেটের জন্য নিচের কোডটুকু খুজুন।
<title><data:blog.pageTitle/></title>
আর যদি কাস্টম টেমপ্লেট হয় তবে নিচের কোডটুকু খুজুন।
<b:if cond='data:blog.pageType == "item"'> <title><data:blog.pageName/> | <data:blog.title/></title> <b:else/> <title><data:blog.pageTitle/></title> </b:if>
উপরের কোডগুলো সাধারনত skin ট্যাগের উপরে থাকে বা টেমপ্লেটের প্রথম দিকে থাকে।
কোডগুলো খুজে পেলে নিচের কোড দ্বারা পরিবর্তন করুন।
<title>
<b:if cond='data:blog.pageType == "index"'>
<data:blog.pageTitle/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType != "error_page"'>
<data:blog.pageName/> | <data:blog.title/>
<b:else/>
Page Not Found | <data:blog.title/>
</b:if>
</b:if>
</title>
এবার Page Not Found লেখাকে আপনার নিজের মত পরিবর্তন করে নিতে পারেন।
পরিবর্তন করা হলে সেভ করুন আবার আপনার ৪০৪ পেজে যেয়ে দেখুন।আশা করি সব ঠিক থাকলে সফল ভাবে আপনি পেরেছেন।ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।