সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Tuesday, December 24, 2013

ব্লগারের টেমপ্লেটকে ব্যাকআপ রাখবেন কিভাবে (ভিডিও সহ)

ব্লগারকে নতুন ভাবে সাজাতে আমরা প্রায়ই টেমপ্লেট এডিট করে থাকি।তাছাড়া নতুন কোন বৈশিষ্ট্য যোগ করার জন্য ও টেমপ্লেট এডিট করে থাকি।এই এডিট করার সময় যদি কোন কারনে ভুল হয়ে থাকে তাহলে সাইটের ডিজাইন এলোমেলো দেখা যেতে পারে বা এডিট করার পর ও যদি কোন কাজ না হয় সেক্ষেত্রে আবার নতুন করে সব ঠিক করতে হয়।যেটা আসলে অনেক সময় অপচয় করায়।আর এই কারনে যখন টেমপ্লেট এডিট করা হয় তার আগে টেমপ্লেট ব্যাকআপ রাখা হয় যাতে করে কোন প্রকার ভুল হলে খুব সহজে আবার পূর্বের জায়গায় ফিরে যেতে পারি।টেমপ্লেট ব্যাকআপ রাখলে আপনার অনেক সময় বাচবে।

কিভাবে টেমপ্লেট ব্যাকআপ রাখবেনঃ
যখন টেমপ্লেট এডিট করার দরকার হবে তখন এডিট করার আগে টেমপ্লেট ব্যাকআপ রাখবেন।ব্যাকআপ রাখতে....
প্রথেমে আপনার ব্লগে লগিন করুন।
তারপর Template এ ক্লিক করুন।
এবার ডানপাশের উপরে দেখুন Backup/Restore লেখা আছে এখানে ক্লিক করুন।
ব্যাকআপ,টেমপ্লেট ব্যাকআপ রাখা,ব্লগের টেমপ্লেট ব্যাকআপ,backup,template backup,blogger template backup
একটা পপআপ বার আসবে।
ব্যাকআপ,টেমপ্লেট ব্যাকআপ রাখা,ব্লগের টেমপ্লেট ব্যাকআপ,backup,template backup,blogger template backup

এবার Download full templates এ ক্লিক করুন।এখানে Save Template টি সিলেক্ট করে ok করুন।এবার আপনার টেমপ্লেটটি ব্যাকআপ রাখা হয়েছে।

পূর্বের জায়গায় ফিরে যাবেন কিভাবেঃ
আপনি এডিট করার পর যদি কোন সমস্যা হয় বা আপনি নিজে আগের অবস্হায় ফিরে যেতে চান তাহলে আপনাকে যা করতে হবে।এজন্য
Template>backup/Restore এবার ব্রাউজ করে আগে যে টেমপ্লেটটি ব্যাকআপ রাখা হলো সেটা সিলেক্ট করে ওপেন করেন তারপর আপলোড এ ক্লিক করুন।একটু সময় লাগবে আপলোড হতে ব্যস এবার আগের জায়গায় ফিরে গেলেন।বুঝতে সমস্যা হলে নিচে ভিডিও দেয়া আছে দেখে নিতে পারেন।



ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।কোন সমস্যা হলে মন্তব্য করবেন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।