Mashable কি তা মনে হয় না আবার নতুন করে বলতে হবে।
আপনি যদি তারা একটা কমেন্ট সিস্টেম যোগ করেছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে।কেন ভালো লেগেছে তাও বলছি।
ভালো লাগার কারনঃ
- এটা ব্যবহার করলে আলাদা ভাব ফেসবুক বা গুগল কমেন্ট ব্যবহার করা লাগবে না।
- এতে আছে চার ধরনের লগিন সিস্টেম।
- ডিজাইন খুব সুন্দর।
- ইন্সটল করা খুবই সহজ।
- রিপ্লে, লাইক,শেয়ার অপশন আছে।
- ছবি দেয়া যাবে।
- এডিট বার আছে।
- কমেন্ট শেয়ার করা যাবে।
কিভাবে যোগ করবেন?
এটা যোগ করা একদম সহজ।এর জন্য আপনাকে অনেক কস্ট করা লাগবে না।নিচের ধাপ গুলো ফলো করুন।
- প্রথমে এখানে যান।
- নিচের ফর্মের মত আসবে সব গুলো পূরন করুন।
- ইউজার নেম,পাসওয়ার্ড,ইমেইল দিন।তারপর Next করুন।
- আরেকটি আলাদা পেজ আসবে।নিচের ছবির মত।
- এখানে আপনার নাম এবং সাইট অ্যাড্রেস দিয়ে ফিনিস করুন।
- এবার আসল পেজে আসবে।এখান থেকে আপনাকে কমেন্ট সিস্টেম যোগ করতে হবে।
- এই পেজে আপনার সাইট লিঙ্ক দিন তারপর নিচ থেক দেখুন ওয়ার্ডপ্রেস,থাম্বলর,এবং জুমলার লোগো আছে আপনার সাইট যদি এই তিনটার মধ্যে হয় তাহলে সেখানে ক্লিক করুন।আর ব্লগারে বা এইচটিএমএল সাইটে যোগ করার জন্য কাস্টম সিলেক্ট করে Step 2! তে ক্লিক করুন।
- এবার আপনার সাইটে যোগ করার জন্য কিছু কোড পাবেন।
- কোড গুলো সব কপি করুন।
- এবার আপনার ব্লগে যান তারপর Layout>Add A Gadget>Select HTML/Javascript
- আপনি যে কোডটুকু কপি করেছেন সেটুকু পেস্ট করুন এবং লেয়ারটি ঠিক পোস্টের নিচে বসিয়ে দিন।
- ব্যস সেভ করুন।
আশা করি বুঝতে পেরেছেন আর কোন সমস্যা হলে কমেন্ট করবেন।ভালো থাকুন।