সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Tuesday, May 27, 2014

কিভাবে CommentLuv সক্রিয় ব্লগ খুজবেন

প্রতিটা সাইটের জন্য ব্যাকলিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।যারা কোন সাইট পরিচালনা করেন তারা অবশ্যই জানেন এটা কেন এত গুরুত্বপূর্ণ।তারপর ও একটু বলি ব্যাকলিঙ্ক যে সাইট এর যত বেশি সেই সাইট কে সার্চ ইজ্ঞিন গুলো তত বেশি প্রাধান্য দিয়ে থাকে।তাই প্রতিটা সাইটের অ্যাডমিন চাই তার সাইটের ব্যাকলিঙ্ক বাড়াতে।শুধু মাত্র ব্যাকলিঙ্ক এর কাজ এর জন্য অনেক পোষ্ট হয়ে থাকে ওডেস্ক,ফ্রিলান্সার ইত্যাদি জায়গায়।
commentluv comment,কিভাবে CommentLuv ব্লগ খুজবেন

CommentLuv কি ?
CommentLuv হলো একটি প্রিমিয়াম কমেন্ট সার্ভিস তবে ভয় পেয়েন না আপনাকে টাকা দিতে হবে না।এটা যে সকল ব্লগে থাকে তাদের CommentLuv টাকা দিতে হয়।এই কমেন্ট লাভ থেকে আপনি ভালো মানের ব্যাকলিঙ্ক পেতে পারেন।এর মুল সুবিধা হলো আপনি যখন আপনার সাইটের অ্যাড্রেস দিয়ে কমেন্ট করবেন তখন কমেন্ট এর নিচে আপনার সাইটের নতুন একটা লেখা লিঙ্ক থাকবে যা আসলেই খুব সুন্দর এতে করে কেউ আগ্রহী হয়ে আপনার সাইটে ভিসিট করতে ও আসবে।

কিভাবে CommentLuv ব্লগ খুজবেনঃ

*এটা আপনি কোন সফটওয়্যার বাদেই করতে পারেন।এর জন্য গুগল এ নিচের লেখাটুকু দিয়ে সার্চ করুন।
“This blog uses premium CommentLuv”
*আপনি যদি শুধু টেক সাইট খুজতে চান।তবে নিচের টি দিয়ে সার্চ দেন।
tech  “This blog uses premium CommentLuv”
*আপনি আপনার নিজের ইচ্ছামত কিওয়ার্ড দিতে চাইলে নিচের নিয়ম ফলো করেন।
blog tips and tricks "This blog uses premium CommentLuv" -"The version of CommentLuv on this site is no longer supported."
এখানে লাল কালারের জায়গায় আপনার নিজের ইচ্ছামত কিওয়ার্ড দিয়ে সার্চ করুন।

কিছু CommentLuv সাইটের তালিকা দেয়া হলোঃ
  • www.itechdestiny.com
  • www.wonderoftech.com
  • misterfong.com
  • just-ask-kim.com
  • www.socialwebcafe.com
  • www.manitouheights.com
  • www.itscolumn.com
  • www.smartbloggerz.com
  • www.techsling.com
  • scrapsofmygeeklife.com
  • weblogbetter.com
  • www.techsling.com
  • pledgingforchange.com
  • kikolani.com
  • www.manitouheights.com
  • www.web2andmore.net
  • sem-group.net
  • marketsecrets.biz
  • www.thereflectivewriter.com
  • www.lawmacs.com
  • slymarketing.com
  • level343.com
  • profitonknowledge.com
আশা করি আপনার কাজে লাগবে।অন্যদের সাথে শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।
ভালো থাকবেন আর আমাদের সাথে থাকুন।

লিখেছেন AdminMay 27, 2014

ব্লগে একাধিক লেখক যোগ করবেন কিভাবে

একটি ভালো মানের ব্লগ চালাতে গেলে একার পক্ষে সম্ভব হয় না।তখন অনেক লেখক যোগ করতে হয়।যাকে বলে একটা টিম ভিত্তিক কাজ করাকিছুদিন আগে এই সাইটের ফেসবুক পেজে একজন জানতে চেয়েছিলো 'কিভাবে একটা ব্লগের সাইট
কে অন্য জিমেইলে যোগ করা যায়'।মুলত এই লেখাটা ঐ বিষয়ের উপর ই লেখা।তবে আগেই বলে রাখি ব্লগের অ্যাডমিন চাইলে অনেক লেখক যোগ করতে পারবে কিন্তু কাউকে অ্যাডমিন বানাতে পারবে না।ব্লগারের এই সার্ভিস নাই।তাই আজকের লেখাটা কিভাবে ব্লগে একাধিক লেখক যোগ করা যায়।
একটি ভালো মানের ব্লগ চালাতে গেলে একার পক্ষে সম্ভব হয় না।তখন অনেক লেখক যোগ করতে হয়।যাকে বলে একটা টিম ভিত্তিক কাজ করা।ব্লগার বাদে অন্য প্লাটফর্মে সাইন আপ অপশন আছে কিন্তু ব্লগারে এটা নাই তবু এখানে একাধিক লেখক যোগ করা যায়।যাকে ব্লগে যোগ করা হবে তিনি সাবস্ক্রিবার এর মর্যাদা পাবেন।

তিনি যা যা করতে পারবেনঃ

১।তিনি নিজে পোষ্ট প্রকাশ করতে পারবেন।
২।মোবাইল এর এসএমএস এর মাধ্যমে পোষ্ট করতে পারবে।
৩।ইমেইল এর মাধ্যমে পোষ্ট করতে পারবে।
৪। নিজের লেখা মুছা,এডিট,ড্রাফট করতে পারবেন।কিন্তু অন্যের লেখা এডিট বা বা ডিলিট করতে পারবে না।
৫।ইচ্ছা হলে তিনি ব্লগ এর সাবস্ক্রিবার বাতিল ও করে দিতে পারে।

কিভাবে লেখক যোগ করবেনঃ

*যাকে লেখক হিসাবে যোগ করবেন তার ইমেইল লাগবে এবং ইমেইল টা অবশ্যই জিমেইল এর হতে হবে এবং তাকে ব্লগারে সাইন আপ করা থাকতে হবে।আপনি ইমেইল সংগ্রহ করার জন্য একটা সাইন আপ পেজ খুলতে পারেন যেখানে কিছু কথা সহ আপনার ইমেইল দিতে পারেন বা একটা কন্টাক্ট পেজ ও তৈরি করতে পারেন।ইমেইল আপনি পাইলে।
* প্রথমে Setting এ যান এখানে Permissions এর নিচে Blog Authors তারপর Add Author এ ক্লিক করুন। এখানে ইমেইল দেয়ার ফর্ম আসবে ইমেইল টাইপ করে বা আপনার জিমেইল কন্টাক্ট থেকে বেছে Invite Authors এ ক্লিক করুন।নিচের ছবিটা দেখুন।

add author,add author to your blog,লেখক যোগ করা,ব্লগে লেখক যোগ করা
*আপনি ইনভাইট করলেই সে ব্লগের লেখক হতে পারবে না এর জন্য তাকে কনফার্ম করতে হবে।ইমেইল এ এর কনফার্ম লিঙ্কে ক্লিক করলে নিচের মত পেজ আসবে।
add author,add author to your blog,লেখক যোগ করা,ব্লগে লেখক যোগ করা
এখান থেকে Accept Invitation এ ক্লিক করে কনফার্ম করতে হবে তারপর সে ব্লগের লেখক হতে পারবে।

এভাবে আপনি আপনার ব্লগে লেখক যোগ করতে পারবেন।তবে যাকে অবশ্যই লেখক হিসাবে যোগ করবেন না।যারা লেখক হতে আগ্রহী এবং যারা লিখতে পারবে তাদেরকেই অ্যাড করবেন।
আশা করি লেখাটি আপনার ভালো লাগছে।
কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট কর জানাবেন।ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন।

লিখেছেন AdminMay 27, 2014

Wednesday, May 21, 2014

দেখে নিন ২০১৪ সালের ১০০ দামি ব্যান্ড

আওতাধীন:

"গুগল" আর "অ্যাপেল" দুইটার মধ্যেই যেন একটা যুদ্ধ যুদ্ধ ভাব কে নেবে এক নাম্বার পজিশন।গত বছর অ্যাপেল এক নাম্বার ব্যান্ড ছিলো।
কিন্তু এবছর আর পারল না তাদের কাছ থেকে গুগল এখন এক নাম্বার পজিশনটি কেড়ে নিয়েছে।
BrandZ এক গবেষণার ফল প্রকাশ করেছে আজ যার ফলে এখন গুগল এক নাম্বার পজিশনে চলে এসেছে।গুগল এর ব্যান্ড মুল্য হিসাব করা হয়েছে $158,843,000 এবং অ্যাপেল এর $147,880,000।
এই গবেষণায় তিন নাম্বার এ আছে আইবিএম,তারপর আছে মাইক্রোসফট,McDonald's,কোকাকোলা,ভিসা,AT&T,Marlboro,এবং আরেকটি আমাজন, এরা আছে সেরা দশে।
সেরা ১০০ ব্যান্ড,গুগল,সেরা ব্যান্ড

ভাবছেন আপনার ফেসবুক কয় নাম্বারে,ফেসবুক রাঙ্ক এ বিরাট পরিবর্তন এসেছে,এর রাঙ্ক নাম্বার হলো ২১।
আর সামসাং এখন একক ভাবে ২৯ নাম্বার পজিশনটি দখল করেছে।
এর মধ্যে নতুন আরেকটি সোস্যাল সাইটে ঢুকেছে সেটি হলো লিঙ্কডইন।যার বান্ডিং মুল্য হিসাব করা হয়েছে $12,407,000 এবং এর পজিশন হচ্ছে ৭৮ নাম্বার।
মিলয়ার্ড ব্রাউন আজ যে ১০০ ব্যান্ডিং এর তালিকা প্রকাশ করেছে তার মোট মুল্য হিসাব করেছে ২.৯ ট্রিলিয়ন ডলার।
তিনি এই ফলাফল প্রকাশ করার জন্য ১,৫০,০০০ ব্যান্ড নিয়ে কাজ করেছেন।

একশ দামি ব্যান্ডের তালিকা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এটি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।

লিখেছেন AdminMay 21, 2014

Friday, May 16, 2014

এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাবেন কিভাবে

বহু প্রতিক্ষিত এস এস সি/সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে ১৭মে ২০১৪।এ বছর এস এস
সি/সমমান পরীক্ষায় ১৪ লাখের বেশি শিক্ষার্থী অংশ্যগ্রহণ করে।পরীক্ষা শুরু হয় ৯ ফেব্রুয়ারী এবং শেষ হয় ২২শে মার্চ ২০১৪। ১৭ মে একযোগে ওয়েবসাইট,মোবাইল,এবং শিক্ষাপ্রতিষ্ঠান এ ফলাফল প্রকাশ হবে।
মোট দশটি বোর্ড এ একসাথে ফলাফল প্রকাশ করা হবে।

বোর্ড গুলো হলঃ
১।ঢাকা শিক্ষা বোর্ড
২।যশোর শিক্ষা বোর্ড
৩।খুলনা শিক্ষা বোর্ড
৪।রাজশাহী শিক্ষা বোর্ড
৫।চট্টগ্রাম শিক্ষা বোর্ড
৬।বরিশাল শিক্ষা বোর্ড
৭।সিলেট শিক্ষা বোর্ড
৮।কুমিল্লা শিক্ষা বোর্ড
৯।মাদ্রাসা শিক্ষা বোর্ড
১০।ভোকেশোনাল শিক্ষা বোর্ড

 এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাবেন কিভাবেঃ
কয়েকভাবে এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।নিচে এক এক করে সব গুলো পদ্ধতির বিস্তারিত দেওয়া হলো।

পদ্ধতি নাম্বার একঃ সরাসরি শিক্ষা বোর্ড এর ওয়েব সাইট থেকে।
সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকে ফলাফল পাওয়া যাবে।সাইট গুলো নিচে দেওয়া হলো।

পদ্ধতি নাম্বার দুইঃ মোবাইল এসএমএস এর মাধ্যমে
মোবাইল এসএমএস এর মাধ্যমে খুব সহজেই এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।এস এস সি/সমমান ফলাফল পাওয়া জন্য আপনাকে যেভাবে এসএমএস করতে হবে।
প্রথমে SSC আর মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নাম্বার বছর (২০১৪)লিখে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ
SSCDha1234562013 send to 16222
DakhilMad1234562013 send to 16222
SSCTec1234562013 send to 16222

বোর্ডের প্রথম তিন অক্ষর
* Dhaka = Dha *Barisal = Bar *Chittagong = Chi *Comilla = Com *Dinajpur = Din *Jessore = Jes *Rajshahi = Raj *Sylhet = Syl *Technical(VOC) = Tec *Madrasah = Mad

পদ্ধতি নাম্বার তিনঃ নিচে থেকে আপনি ফলাফল পাবেন।

লিখেছেন AdminMay 16, 2014

Thursday, May 15, 2014

কিভাবে স্বয়ংক্রিয় ভাবে ব্লগার থেকে স্পাম কমেন্ট লিঙ্ক সরিয়ে ফেলবেন

প্রায়ই অনেককে বলতে শুনি "কি জ্বালা ভালোর জন্য ব্লগ করি কিন্তু দেখি কিছু আবাল ছেলে বাজে
কমেন্ট,নিজের সাইট লিঙ্ক,নিজের পণ্যের বিজ্ঞাপন দেয় আমার সাইটে।আর কত রিমুভ করবো?" না এখন থেকে আর কস্ট করে ডিলিট করতে হবে ব্লগার নিজেই স্পাম কমেন্ট ধরবে।ব্লগারের নিজস্ব কোন প্লাগিন নেই তো কি হয়েছে সামান্য কিছু কোড ব্যবহার করেই আপনি এটি করতে পারবেন।

কিভাবে করবেন?

আমি এখানে দুইটা পদ্ধতি দেব আপনার যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন।বা দুইটা ও ব্যবহার করতে পারেন।

পদ্ধতি নাম্বার ১ঃ সিএসএস কোড ব্যবহার করে সরিয়ে ফেলা

সার্চ ইজ্ঞিন গুলো এখন অনেক সচেতন হয়ে গেছে তারা কোনটা স্পাম লিঙ্ক তা বুঝতে পারে।কিন্তু কিছু নতুন পোলাপাইন তারা স্পাম বোঝে না যেখানে সেখানে শুধু কমেন্ট করে লিঙ্ক বসাতে চাই।
এর জন্য কিছু কোড ব্যবহার করতে হবে।
আপনার ব্লগে যান Template>>Edit HTML>>Search Skin tag আর এর উপরে নিচের কোডটুকু বসিয়ে দিন।
.comment-content a {
display: none;
}

পদ্ধতি নাম্বার ২ঃ জে কোয়েরি এর মাধ্যমে স্পাম কমেন্ট সরিয়ে ফেলা

কিছু লোক উপরের পদ্ধিতিটাকে ব্যবহার করতে মানা করে কারন ওখানে তো শুধুমাত্র সিএসএস কোড ব্যবহার করে Display: None করে দেয়া হয়েছে।তাই এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে।
Template>>Edit HTML>search tag এন্ড নিচের কোডটুকু বডি ট্যাগের নিচে বসিয়ে দিন।
<!--Stop Blog Comments -->
<script>$('.comment-content a[rel$=nofollow]').replaceWith(function(){return ($(this).text());});
</script>
<!--Stop Blog Comments -->

ব্যস সব ঠিকঠাক বসানো হলে টেমপ্লেট সেভ করুন।আর এখন থেকে স্পাম কমেন্ট নিয়ে আর চিন্তার কোনো কারন নেই।যখন কোন কমেন্ট আসবে এই কোড নিজে নিজে ভেবে দেখবে এটা স্পাম নাকি আর এটা অটোমেটিক স্পাম লিঙ্ক ডিলিট করে দেবে।

আপনার জন্য আরো আছেঃ

কমেন্টে ছবি ভিডিও যোগ করা
কমেন্টে নাম্বার যোগ করা
ব্লু আইছ কমেন্ট থীম 

লিখেছেন AdminMay 15, 2014

Tuesday, May 13, 2014

ফেসবুক পোস্টকে কিভাবে ব্লগ পোস্টের মাঝে বসাবেন

আজ আমি শেখাবো কিভাবে কোন ফেসবুক স্ট্যাটাসকে ব্লগের পোস্টের মাঝে বসাবেন।আমাদের নানা কারনেই ফেসবুক স্ট্যাটাসকে ব্লগে বসাতে হয় যারা জানেন না তারা কিভাবে বসাবেন।খুব সহজেই আপনি এই লেখাটা পড়ে এই কাজ টা করতে পারবেন।

কিভাবে করবেনঃ
১।প্রথমে যে স্ট্যাটাসটি আপনি ব্লগে বসাতে চান সেই স্ট্যাটাসটিতে যান।
২।স্ট্যাটাস এর উপরদিকে ডান পাশে দেখুন একটা নিন্মমুখী তীর বাটন আছে।
embed post,facebook post embed,ফেসবুক পোষ্ট ব্লগে বসান,embeded post

৩।"Embed Post" এ ক্লিক করুন।
embed post,facebook post embed,ফেসবুক পোষ্ট ব্লগে বসান,embeded post

৪।এবার আপনার ইচ্ছামত "Width" দিন।
৫।উপরের কোডটুকু কপি করুন।
৬।আপনার নতুন পোষ্ট লেখার জন্য যান।
৭।HTML এ যান।
৮।যেখানে আপনি এটি বসাতে চান সেখানে কোডটুকু পেস্ট করুন।
ব্যস এবার আপনার কাজ হয়ে গেছে।এটি এখন আপনার সব ভিজিটররা দেখতে পারবে।

লিখেছেন AdminMay 13, 2014

Thursday, May 1, 2014

ভিজিটরদের আইপি দেখান খুব সহজেই

অনেকেই ভাবে আমার সাইটে এসে ভিজিটর তার সব কাজ এখান থেকে জানতে পারবে।কিন্তু কেউ কি পারে তা করতে।তবে যেটুকুই পারা যাই তাই কি অনেক না।হ্যা তাই তো অনেক।

আপনার ব্লগে এখন থেকে যারা আসবে তারা আইপি দেখতে পারবে তবে সেটা শুধু মাত্র যে ভিজিটর আসবে তার নিজের কম্পিউটার এর।এতে করে ভিজিটর কে আর আলাদা সাইটে আশা লাগবে না।এক সাইট থেকেই সে এই সেবা টা পাবে।এর জন্য সামান্য কিছু কোড যোগ করতে হবে।

কিভাবে করবেন?

  • প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ড এ যান।
  • সেখান থেকে Layout এ যান।
  • Add A Gadget এ ক্লিক করুন।
  • HTML/Javascript এ ক্লিক করুন।
  • এবার নিচের কোড গুলো বসিয়ে দিন।
 <img src="http://widget.addgadgets.com/ipaddress/" alt="Weather Widget" />
এবার সেভ করুন।আর ব্লগে ভিজিট করে দেখুন আপনার নিজের পিসির আইপি দেখা যাচ্ছে।এমন যে পিসি থেকে ভিজিট করবে সেই পিসির আইপি দেখা যাবে।
আশা করি বুঝতে পেরেছেন।কোন সমস্যা হলে মন্তব্য করতে ভুলবেন না।


লিখেছেন AdminMay 01, 2014