সদ্যপ্রাপ্ত
আসিতেছে...
Showing posts with label Blogger টিপস. Show all posts
Showing posts with label Blogger টিপস. Show all posts

Wednesday, July 9, 2014

ব্লগার থেকে কোন ব্লগকে কিভাবে ডিলিট করবেন

একটি ব্লগার অ্যাকাউন্ট এ মোট ১০০ টি ব্লগ তৈরি করা যায়।যারা নতুন,ব্লগার নিয়ে কাজ করে তারা অনেক সময় অনেক ব্লগ তৈরি করে শেখার জন্য পরে সেটি আর ভালো লাগে না এবং ডিলিট করে দিতে চায়। কিন্তু ঠিকভাবে না জানার ফলে আর ডিলিট করতে পারে না।অনেকেই বলে ভাইয়া আমি ব্লগ ডিলিট করবো কিভাবে।আজকের লেখাটি তাদের জন্য যারা কোন ব্লগকে ডিলিট করতে চান।

বি দ্রঃ আপনি যে ব্লগটি ডিলিট করবেন তার সকল ডাটা আপনি চিরতরে হারিয়ে ফেলবেন পুনরায় এই ডাটা আর ফিরে পাবেন না।তাই ডিলিট করার আগে সব ডাটা সংরক্ষণ করুন।

কিভাবে ডিলিট করবেন?

  • প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন। 
  • Settings থেকে Other এ  যান।
  • এখানে Delete Blog লেখাতে ক্লিক করুন।
    delete blog,how to delete blogger blog,deleted blog
  • এবার একটি পপআপ বার আসবে।
    delete blog,how to delete blogger blog,deleted blog
  • Download Blog লেখাতে ক্লিক করলে ব্লগের সব ডাটা সেভ হয়ে থাকবে।আপনি ডাটা গুলো সেভ করে রাখুন।
  • Delete This Blog লেখাতে ক্লিক করে ব্লগটি ডিলিট করে দিন।

কি ভাবছেন আপনার ব্লগটি এখনও আছে? হ্যা আছে তো!ব্লগের ড্যাশবোর্ড এ গেলে Deleted Blog এ আপনার ডিলিট হওয়া ব্লগটি পাবেন আপনি চাইলে ফেরত ও আনতে পারেন।
delete blog,how to delete blogger blog,deleted blog
এটা আবার কেমন কথা ফেরত আনা যাবে তাহলে ডিলিট হলো কোথায়?
আসলে আপনি ডিলিট করার সাথে সাথেই আপনার ব্লগটি ডিলিট হবে না।এর জন্য আপনাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।ব্লগারের সার্ভার ৯০ দিন পর পর আপডেট করা হয়।তাই আপনাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।যদি ডিলিট করতে চান তাহলে এই ৯০ দিনের ভিতর আর ফেরত আনবেন না।আর ডিলিট না করতে চাইলে এই ৯০ দিনের ভিতর ফেরত আনতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন।যদি আমার এই লেখা আপনার সামান্যতম কাজে লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

লিখেছেন AdminJuly 09, 2014

Sunday, July 6, 2014

কিভাবে ব্লগারে লেখক যোগ করবেন অথবা অনেককে আমন্ত্রণ করবেন

আপনি যদি মনে করে থাকেন আপনি একটি ব্লগ করবেন সেখানে অনেক লেখক থাকবে তারা লেখা প্রকাশ করবে,মন্তব্য গুলো যাচাই করবে তাহলে আপনি অনেককে আপনার ব্লগে আমন্ত্রণ করতে পারেন।এরা ব্লগে লেখা তো দিতেই পারবে এবং আপনি চাইলে তারা এডমিন ও হতে পারে।

লেখক যা পারবেনঃ 

  1. নিজে লেখা প্রকাশ করতে পারবে ও নিজের লেখা এডিট করতে পারবে।
  2. অন্যান্য লেখা দেখতে এবং কিছু সেটিং পরিবর্তন করতে পারবে।
  3. মোবাইলের মাধ্যমে লেখা প্রকাশ করতে পারবে।
  4. চাইলে নিজে ব্লগের মেম্বারশিপ বাতিল করতে পারবে।

অ্যাডমিন যা পারেঃ

একজন অ্যাডমিন ব্লগের সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে।লেখা প্রকাশ করা কমেন্ট দেখা,সেটিং পরিবর্তন করা,কোন লেখক যোগ করা,টেমপ্লেট এডিট ইত্যাদি সব ধরনের কাজ সে করতে পারবে।

কিভাবে লেখক যোগ অথবা আমন্ত্রণ করবেনঃ

ব্লগে লেখক যোগ করা অথবা আমন্ত্রণ করা একদম সহজ।নিচের ধাপগুলো ফলো করলেই পারবেন।
  1. প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
  2. Setting এ যান এখানে গেলেই Basic ট্যাবটি আসবে।
  3. Permission অপশন থেকে Add Authors লিঙ্কটিতে ক্লিক দিন এবার একটি বক্স দেখতে পারছেন এটাতে পানি যাদের কে লেখক হিসাবে যোগ করতে চান বা আমন্ত্রণ করতে চান তাদের ইমেইল দিন।প্রত্যেকটি ইমেইলের মাঝে কমা (,) দিতে হবে।
  4. ইমেইল গুলো সব দেয়া হলে এবার Invite authors এ ক্লিক করুন। 
  5. যাদের কে আমন্ত্রণ করা হলো তাদের সবাই একটি করে ইমেইল পাবে।তারা সেই ইমেইল টি কনফার্ম করলেই ব্লগের লেখক হয়ে যাবে।
বি দ্রঃ যাদেরকে আমন্ত্রণ করা হবে তাদের সবাইকে গুগল এর অ্যাকাউন্ট থাকতে হবে অন্যথায় সে লেখক হতে পারবে না।

লেখক নিয়ন্ত্রণ করবেন কিভাবেঃ

যারা ব্লগে লেখক হিসাবে যোগ হবে তাদের কে চাইলে অ্যাডমিন বাতিল ও করতে পারে।সকল ক্ষমতা অ্যাডমিন রাখে।
কোন লেখক ডিলিট করতে Permission সেকশন থেকে লেখকের ইমেইলের পাশের ক্রস অথবা ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করতে পারেন।

যদি কোন লেখককে অ্যাডমিন করতে চান তাহলে Author লেখার উপর ক্লিক করলেই অ্যাডমিন লেখা আসবে এটাতে ক্লিক করে ok করে দিলেই সে অ্যাডমিন হয়ে যাবে।

তাহলে তো দেখলেন কিভাবে খুব সহজে ব্লগে লেখক যোগ অথবা আমন্ত্রণ করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

লিখেছেন AdminJuly 06, 2014

Friday, June 27, 2014

ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য যেসকল দক্ষতা প্রয়োজন

progamming language,blogger template develop,blogger template designব্লগারের টেমপ্লেট তৈরি করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকে কিন্তু তারা জানে না আসলে ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য কি কি জানা প্রয়োজন।ব্লগার দিয়ে ও অনেক ভালো মানের সাইট তৈরি করা যায় যদি সে রকম জানা থাকে।আজ আমি বলবো কি কি দক্ষতা লাগবে ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য।

টেমপ্লেট ডিজাইন করার জন্য কি কি দক্ষতা লাগবেঃ

টেমপ্লেট ডিজাইন করার জন্য আপনাকে কিছু কম্পিউটার প্রোগাম জানা লাগবে।প্রোগাম ছাড়া আপনি কখনোই ব্লগারের টেমপ্লেট ডিজাইন করতে পারবেন না।আপনাকে নিচের প্রোগাম গুলো জানা লাগবে।

  1. এইচটিএমএলঃ অবশ্যই এইচটিএমএল অথবা এইচটিএমএল৫ জানা লাগবে।কারন প্রতিটা সাইটের মূল প্রোগাম থাকে এইচটিএমএল।এটি ছাড়া আপনি কখনোই সাইট ডিজাইন/ডেভেলপ করতে পারবেন না।তাই প্রথমেই এইচটিএমএল শিখে নিন এটা শিখার জন্য www.w3schools.com ব্যবহার করতে পারেন।
  2. সিএসএসঃ CSS or Cascading Style sheet ব্যবহার করা হয় একটা সাইটের ডিজাইন কে আকর্ষণীয় করে তোলার জন্য।সিএসএস ছাড়া কখনোই একটি সাইটকে সুন্দর করতে পারবেন না এটা ছাড়া ডিজাইন কখনোই সুন্দর হবে না।তাই এটা শিখে ফেলুন জলদি।
  3. এক্সএমএলঃ যেহেতু ব্লগার পিএইচপি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না তাই আপনাকে এক্সএমএল ব্যবহার করতে হবে।এটা সম্পর্কে আপনাকে মোটামুটি ধারনা থাকতে হবে।
  4. জাভাস্ক্রিপ/জেকুয়েরিঃ বাড়তি ফিচার যোগ করার জন্য অবশ্যই এটা জানা লাগবে। এটা ছাড়া কখনোই ভালো মানের ব্লগার টেমপ্লেট ডিজাইন করা সম্ভব না।একজন প্রফেশনাল ডেভেলপার হতে হলে এ দুটো জানা থাকতেই হবে।
  5. ফটোশপঃ প্রত্যেক প্রফেশনাল ডেভেলপার অথবা ডিজাইনার প্রথমে তাদের টেমপ্লেট কে ফটোশপে ডিজাইন করে তারপর এটার প্রোগামিং করে।তাই আপনাকে একজন প্রোফেশনাল ডেভেলপার অথবা ডিজাইনার হতে হলে ফটোশপের উপর ভালো দক্ষতা থাকতে হবে।
শিখবেন কোথা থেকেঃ
এত গুলো জিনিস শিখতে বললাম যে আপনাকে এবার হয়তো ভাবছেন কোথা থেকে শিখবেন এগুলো আপনাকে ভাবতে হবে না আমি আপনাকে এগুলো শিখার সাইটের নাম বলে দিচ্ছি।
  1. www.w3schools.com
  2. www.jquery.com 
  3. www.codeschool.com
  4. www.lynda.com
  5. www.tutsplus.com
  6. www.code.org
  7. www.codecademy.com
  8. www.youtube.com

আশা করি আপনার অনেক কাজে লাগবে।যদি এটা আপনার কোন কাজে লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না।ভালো থাকবেন। 




লিখেছেন AdminJune 27, 2014

Saturday, June 21, 2014

ব্লগার অ্যাকাউন্ট এর কিছু সীমাবদ্ধতা

ফ্রীতে ব্লগিং করার জন্য ব্লগার সবথেকে বেশি ব্যবহার করা হয়।কারন এটা একদম ফ্রী এবং এতে অনেক বেশি সুবিধা দিয়ে থাকে।অন্যান্য ব্লগিং প্লাটফর্ম এর থেকে ব্লগার বেশি সুবিধা দিয়ে থাকে। ব্লগার খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়।
তবে এত কিছুর মাঝে ও এর বেশ কিছু সীমাবদ্ধতা আছে যে গুলো সবার চোখে ধরা পড়ে না।আজ এই সীমাবদ্ধতা নিয়েই লিখবো।

অ্যাকাউন্ট এর সীমাবদ্ধতাঃ
  1. ব্লগের সংখ্যাঃ একটি অ্যাকাউন্ট এ সর্বোচ্চ ১০০টি ব্লগ তৈরি করা যাবে।
  2. প্রোফাইল তথ্যের দৈর্ঘ্য (ব্যক্তিগত তথ্যে)ঃ ব্যক্তিগত তথ্যে ১২০০ অক্ষর যোগ করা যাবে।
  3. অতিরিক্ত তথ্য (আগ্রহ এবং পছন্দ)ঃ এখানে আপনি ২০০০ অক্ষর যোগ করতে পারবেন।
ব্লগের সীমাবদ্ধতাঃ
  1. পোস্ট সংখ্যাঃ এটার কোন লিমিট নেই যত খুশি তত লেখা প্রকাশ করতে পারবেন।
  2. পেজ সংখ্যাঃ স্হায়ী ভাবে সর্বোচ্চ ২০ টি পেজ তৈরি করতে পারবেন।তার বেশি না।
  3. লেখার সাইজঃ লেখা আপনি আপনার ইচ্ছামত বড় করতে পারেবন এতে কোন বাধা নেই। তবে এত বড় করবেন না যেন সাইজ অনেক বড় হয়ে যায়।
  4. পেজের সাইজঃ প্রতিটা আলাদা আলাদা পেজের সাইজ হবে ১MB সর্বোচ্চ।তবে এর থেকে বড় হলে একটা এরর মেসেজ আসবে (006 please contact Blogger support) 
  5. ব্লগের টাইটেল সাইজঃ লেখার টাইটেল যতবড় ইচ্ছা দিতে পারবেন।তবে সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর জন্য ৭০ অক্ষর এর বেশি দেয়া ঠিক না।
  6. ব্লগের বিবরণঃ ব্লগের বিবরণ ৫০০ অক্ষর এর ভিতর লিখতে হবে।
  7. লেবেল সংখ্যাঃ প্রতিটা লেখায় ২০ টি লেবেল ব্যবহার করা যাবে।

মিডিয়া সীমাবদ্ধতাঃ

ব্লগে যে সকল ছবি এবং ভিডিও পোস্ট করা হয় সেগুলো গুগল পিকাসাতে আপলোড হয় এখানে ১জিবি ফ্রী জায়গা পাওয়া যায়।
  1. ছবির সংখ্যাঃ ব্লগে পিকাসায় ১ জিবি জায়গা পাবেন।তবে গুগল প্লাস এ সাইন আপ থাকলে ১৫ জিবি জায়গা পাবেন।
  2. ছবির সাইজঃ যেকোন সাইজের ছবি ব্যবহার করা যাবে তবে এমন ছবি ব্যবহার করবেন না যে পেজ লোড হতে বেশি সময় লাগে।আর মোবাইল থেকে যদি ছবি আপলোড করা হয় তবে যেন ২৫০kb এর বেশি হবে না।

ব্লগারের সীমাবদ্ধতাঃ

  1. টিম মেম্বারঃ প্রতিটা ব্লগে ১০০ জন মেম্বার যোগ করতে পারবেন সর্বোচ্চ। 
  2. মন্তব্যের সংখ্যাঃ যত খুশি কমেন্ট করতে পারবে। 

ব্লগের অ্যাকাউন্ট বহিস্কারঃ

ব্লগার হচ্ছে গুগল এর একটি সেবা এর একটি শক্ত নিয়ম রয়েছে।কেউ যদি তাদের পলিসি ভঙ্গ করে তবেই গুগল তাদের অ্যাকাউন্ট বহিস্কার করে দেয়।বহিস্কার করার জন্য গুগল কোন নোটিস ও দেয় না।আর যে অ্যাকাউন্ট বহিস্কার করা হবে সেটাতে আপনি বা কেউ ঠুকতে পারবে না।

শেষ কথাঃ যাই হোক যেটুকুই সীমাবদ্ধতা আছে ব্লগারের এটা তেমন একটা বেশি না।তাই ব্লগার নিয়ে কাজ করুন আর আমাদের সাথে থাকুন।লেখাটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

লিখেছেন AdminJune 21, 2014

Tuesday, June 10, 2014

ব্লগারে সর্বাধিক মন্তব্য করা পোস্টগুলো দেখাবেন কিভাবে

এর আগে আমি দেখিয়েছি কিভাবে ব্লগে সর্বাধিক পঠিত পোস্ট গ্যাজেট যোগ করা যায়।আজ দেখাব কিভাবে ব্লগে সর্বাধিক কমেন্ট করা পোস্ট দেখাবেন।
এটা একটা খুব কার্যকরী গ্যাজেট।ব্লগে পাঠক ধরে রাখার জন্য এটা অনেক কাজে দেবে।যে সকল পোস্ট এ মন্তব্য বেশি আছে এই গ্যাজেটের মাধ্যমে সেগুলো প্রথমে রাখা যাবে।তাহলে কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে এটা যোগ করবেন।

এটা একটা গ্যাজেট আর গ্যাজেট গুলো সাইডবার বা ফুটারে দিতে হয়।
প্রথমে আপনার ব্লগের প্রবেশ করুন।Layout>Add A Gadget>HTML/Javascript এ যান।এবার নিচের কোড গুলো কপি করে ফাঁকা বক্সে পেস্ট করুন।

<!-- Popular posts with comment count Start -->
<script type="text/javascript">
function getYpipePP(feed) {
 document.write('<ol style="">');
 var i;
 for (i = 0; i < feed.count ; i++)
 {
var href = "'" + feed.value.items[i].link + "'";
var pTitle = feed.value.items[i].title;
var pComment = " \(" + feed.value.items[i].commentcount + "\)";
var pList = "<li>" + "<a href="+ href + '" target="_blank">' + pTitle;
 document.write(pList);
 document.write(pComment); //to remove comment count delete this line
 document.write('</a></li>');
 }
 document.write('</ol>');
 }
 </script>
 <script src="http://pipes.yahoo.com/pipes/pipe.run?
 YourBlogUrl=http://www.blogtipsnticks.com/
 &ShowHowMany=10
 &_id=390e906036f48772b2ed4b5d837af4cd
 &_callback=getYpipePP
 &_render=json"
type="text/javascript"></script>
<span style="font-size: 80%; float:right;"><a href="http://www.blogtipsnticks.com/2014/06/how-to-display-most-commented-posts-in-blogger.html">Make your own</a></span>
<!-- Popular posts with comment count End -->

কোড টুকু পেস্ট করা হয়ে গেলে এবার এই সাইটের জায়গায় আপনার নিজের সাইটের লিঙ্ক দিন।http://www.blogtipsnticks.com এর জায়গায় আপনার সাইট লিঙ্ক দিন।
এবার সেভ করুন।তারপর আপনার ব্লগে ভিসিট করে দেখুন আশা করি কাজ হয়েছে।

এই লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে বন্ধুদের জানিয়ে দিন শেয়ার করে।

আর হ্যা এখন থেকে আপনি ও এই ব্লগে লিখতে পারেন।

লিখেছেন AdminJune 10, 2014