সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Saturday, June 21, 2014

ব্লগার অ্যাকাউন্ট এর কিছু সীমাবদ্ধতা

ফ্রীতে ব্লগিং করার জন্য ব্লগার সবথেকে বেশি ব্যবহার করা হয়।কারন এটা একদম ফ্রী এবং এতে অনেক বেশি সুবিধা দিয়ে থাকে।অন্যান্য ব্লগিং প্লাটফর্ম এর থেকে ব্লগার বেশি সুবিধা দিয়ে থাকে। ব্লগার খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়।
তবে এত কিছুর মাঝে ও এর বেশ কিছু সীমাবদ্ধতা আছে যে গুলো সবার চোখে ধরা পড়ে না।আজ এই সীমাবদ্ধতা নিয়েই লিখবো।

অ্যাকাউন্ট এর সীমাবদ্ধতাঃ

  1. ব্লগের সংখ্যাঃ একটি অ্যাকাউন্ট এ সর্বোচ্চ ১০০টি ব্লগ তৈরি করা যাবে।
  2. প্রোফাইল তথ্যের দৈর্ঘ্য (ব্যক্তিগত তথ্যে)ঃ ব্যক্তিগত তথ্যে ১২০০ অক্ষর যোগ করা যাবে।
  3. অতিরিক্ত তথ্য (আগ্রহ এবং পছন্দ)ঃ এখানে আপনি ২০০০ অক্ষর যোগ করতে পারবেন।
ব্লগের সীমাবদ্ধতাঃ
  1. পোস্ট সংখ্যাঃ এটার কোন লিমিট নেই যত খুশি তত লেখা প্রকাশ করতে পারবেন।
  2. পেজ সংখ্যাঃ স্হায়ী ভাবে সর্বোচ্চ ২০ টি পেজ তৈরি করতে পারবেন।তার বেশি না।
  3. লেখার সাইজঃ লেখা আপনি আপনার ইচ্ছামত বড় করতে পারেবন এতে কোন বাধা নেই। তবে এত বড় করবেন না যেন সাইজ অনেক বড় হয়ে যায়।
  4. পেজের সাইজঃ প্রতিটা আলাদা আলাদা পেজের সাইজ হবে ১MB সর্বোচ্চ।তবে এর থেকে বড় হলে একটা এরর মেসেজ আসবে (006 please contact Blogger support) 
  5. ব্লগের টাইটেল সাইজঃ লেখার টাইটেল যতবড় ইচ্ছা দিতে পারবেন।তবে সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর জন্য ৭০ অক্ষর এর বেশি দেয়া ঠিক না।
  6. ব্লগের বিবরণঃ ব্লগের বিবরণ ৫০০ অক্ষর এর ভিতর লিখতে হবে।
  7. লেবেল সংখ্যাঃ প্রতিটা লেখায় ২০ টি লেবেল ব্যবহার করা যাবে।

মিডিয়া সীমাবদ্ধতাঃ

ব্লগে যে সকল ছবি এবং ভিডিও পোস্ট করা হয় সেগুলো গুগল পিকাসাতে আপলোড হয় এখানে ১জিবি ফ্রী জায়গা পাওয়া যায়।
  1. ছবির সংখ্যাঃ ব্লগে পিকাসায় ১ জিবি জায়গা পাবেন।তবে গুগল প্লাস এ সাইন আপ থাকলে ১৫ জিবি জায়গা পাবেন।
  2. ছবির সাইজঃ যেকোন সাইজের ছবি ব্যবহার করা যাবে তবে এমন ছবি ব্যবহার করবেন না যে পেজ লোড হতে বেশি সময় লাগে।আর মোবাইল থেকে যদি ছবি আপলোড করা হয় তবে যেন ২৫০kb এর বেশি হবে না।

ব্লগারের সীমাবদ্ধতাঃ

  1. টিম মেম্বারঃ প্রতিটা ব্লগে ১০০ জন মেম্বার যোগ করতে পারবেন সর্বোচ্চ। 
  2. মন্তব্যের সংখ্যাঃ যত খুশি কমেন্ট করতে পারবে। 

ব্লগের অ্যাকাউন্ট বহিস্কারঃ

ব্লগার হচ্ছে গুগল এর একটি সেবা এর একটি শক্ত নিয়ম রয়েছে।কেউ যদি তাদের পলিসি ভঙ্গ করে তবেই গুগল তাদের অ্যাকাউন্ট বহিস্কার করে দেয়।বহিস্কার করার জন্য গুগল কোন নোটিস ও দেয় না।আর যে অ্যাকাউন্ট বহিস্কার করা হবে সেটাতে আপনি বা কেউ ঠুকতে পারবে না।

শেষ কথাঃ যাই হোক যেটুকুই সীমাবদ্ধতা আছে ব্লগারের এটা তেমন একটা বেশি না।তাই ব্লগার নিয়ে কাজ করুন আর আমাদের সাথে থাকুন।লেখাটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

1 মন্তব্য:

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।