সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, July 6, 2014

কিভাবে ব্লগারে লেখক যোগ করবেন অথবা অনেককে আমন্ত্রণ করবেন

আপনি যদি মনে করে থাকেন আপনি একটি ব্লগ করবেন সেখানে অনেক লেখক থাকবে তারা লেখা প্রকাশ করবে,মন্তব্য গুলো যাচাই করবে তাহলে আপনি অনেককে আপনার ব্লগে আমন্ত্রণ করতে পারেন।এরা ব্লগে লেখা তো দিতেই পারবে এবং আপনি চাইলে তারা এডমিন ও হতে পারে।

লেখক যা পারবেনঃ 

  1. নিজে লেখা প্রকাশ করতে পারবে ও নিজের লেখা এডিট করতে পারবে।
  2. অন্যান্য লেখা দেখতে এবং কিছু সেটিং পরিবর্তন করতে পারবে।
  3. মোবাইলের মাধ্যমে লেখা প্রকাশ করতে পারবে।
  4. চাইলে নিজে ব্লগের মেম্বারশিপ বাতিল করতে পারবে।

অ্যাডমিন যা পারেঃ

একজন অ্যাডমিন ব্লগের সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে।লেখা প্রকাশ করা কমেন্ট দেখা,সেটিং পরিবর্তন করা,কোন লেখক যোগ করা,টেমপ্লেট এডিট ইত্যাদি সব ধরনের কাজ সে করতে পারবে।

কিভাবে লেখক যোগ অথবা আমন্ত্রণ করবেনঃ

ব্লগে লেখক যোগ করা অথবা আমন্ত্রণ করা একদম সহজ।নিচের ধাপগুলো ফলো করলেই পারবেন।
  1. প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
  2. Setting এ যান এখানে গেলেই Basic ট্যাবটি আসবে।
  3. Permission অপশন থেকে Add Authors লিঙ্কটিতে ক্লিক দিন এবার একটি বক্স দেখতে পারছেন এটাতে পানি যাদের কে লেখক হিসাবে যোগ করতে চান বা আমন্ত্রণ করতে চান তাদের ইমেইল দিন।প্রত্যেকটি ইমেইলের মাঝে কমা (,) দিতে হবে।
  4. ইমেইল গুলো সব দেয়া হলে এবার Invite authors এ ক্লিক করুন। 
  5. যাদের কে আমন্ত্রণ করা হলো তাদের সবাই একটি করে ইমেইল পাবে।তারা সেই ইমেইল টি কনফার্ম করলেই ব্লগের লেখক হয়ে যাবে।
বি দ্রঃ যাদেরকে আমন্ত্রণ করা হবে তাদের সবাইকে গুগল এর অ্যাকাউন্ট থাকতে হবে অন্যথায় সে লেখক হতে পারবে না।

লেখক নিয়ন্ত্রণ করবেন কিভাবেঃ

যারা ব্লগে লেখক হিসাবে যোগ হবে তাদের কে চাইলে অ্যাডমিন বাতিল ও করতে পারে।সকল ক্ষমতা অ্যাডমিন রাখে।
কোন লেখক ডিলিট করতে Permission সেকশন থেকে লেখকের ইমেইলের পাশের ক্রস অথবা ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করতে পারেন।

যদি কোন লেখককে অ্যাডমিন করতে চান তাহলে Author লেখার উপর ক্লিক করলেই অ্যাডমিন লেখা আসবে এটাতে ক্লিক করে ok করে দিলেই সে অ্যাডমিন হয়ে যাবে।

তাহলে তো দেখলেন কিভাবে খুব সহজে ব্লগে লেখক যোগ অথবা আমন্ত্রণ করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।