সদ্যপ্রাপ্ত
আসিতেছে...
Showing posts with label ইন্টারনেট মার্কেটিং. Show all posts
Showing posts with label ইন্টারনেট মার্কেটিং. Show all posts

Tuesday, May 27, 2014

কিভাবে CommentLuv সক্রিয় ব্লগ খুজবেন

প্রতিটা সাইটের জন্য ব্যাকলিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।যারা কোন সাইট পরিচালনা করেন তারা অবশ্যই জানেন এটা কেন এত গুরুত্বপূর্ণ।তারপর ও একটু বলি ব্যাকলিঙ্ক যে সাইট এর যত বেশি সেই সাইট কে সার্চ ইজ্ঞিন গুলো তত বেশি প্রাধান্য দিয়ে থাকে।তাই প্রতিটা সাইটের অ্যাডমিন চাই তার সাইটের ব্যাকলিঙ্ক বাড়াতে।শুধু মাত্র ব্যাকলিঙ্ক এর কাজ এর জন্য অনেক পোষ্ট হয়ে থাকে ওডেস্ক,ফ্রিলান্সার ইত্যাদি জায়গায়।
commentluv comment,কিভাবে CommentLuv ব্লগ খুজবেন

CommentLuv কি ?
CommentLuv হলো একটি প্রিমিয়াম কমেন্ট সার্ভিস তবে ভয় পেয়েন না আপনাকে টাকা দিতে হবে না।এটা যে সকল ব্লগে থাকে তাদের CommentLuv টাকা দিতে হয়।এই কমেন্ট লাভ থেকে আপনি ভালো মানের ব্যাকলিঙ্ক পেতে পারেন।এর মুল সুবিধা হলো আপনি যখন আপনার সাইটের অ্যাড্রেস দিয়ে কমেন্ট করবেন তখন কমেন্ট এর নিচে আপনার সাইটের নতুন একটা লেখা লিঙ্ক থাকবে যা আসলেই খুব সুন্দর এতে করে কেউ আগ্রহী হয়ে আপনার সাইটে ভিসিট করতে ও আসবে।

কিভাবে CommentLuv ব্লগ খুজবেনঃ

*এটা আপনি কোন সফটওয়্যার বাদেই করতে পারেন।এর জন্য গুগল এ নিচের লেখাটুকু দিয়ে সার্চ করুন।
“This blog uses premium CommentLuv”
*আপনি যদি শুধু টেক সাইট খুজতে চান।তবে নিচের টি দিয়ে সার্চ দেন।
tech  “This blog uses premium CommentLuv”
*আপনি আপনার নিজের ইচ্ছামত কিওয়ার্ড দিতে চাইলে নিচের নিয়ম ফলো করেন।
blog tips and tricks "This blog uses premium CommentLuv" -"The version of CommentLuv on this site is no longer supported."
এখানে লাল কালারের জায়গায় আপনার নিজের ইচ্ছামত কিওয়ার্ড দিয়ে সার্চ করুন।

কিছু CommentLuv সাইটের তালিকা দেয়া হলোঃ
  • www.itechdestiny.com
  • www.wonderoftech.com
  • misterfong.com
  • just-ask-kim.com
  • www.socialwebcafe.com
  • www.manitouheights.com
  • www.itscolumn.com
  • www.smartbloggerz.com
  • www.techsling.com
  • scrapsofmygeeklife.com
  • weblogbetter.com
  • www.techsling.com
  • pledgingforchange.com
  • kikolani.com
  • www.manitouheights.com
  • www.web2andmore.net
  • sem-group.net
  • marketsecrets.biz
  • www.thereflectivewriter.com
  • www.lawmacs.com
  • slymarketing.com
  • level343.com
  • profitonknowledge.com
আশা করি আপনার কাজে লাগবে।অন্যদের সাথে শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।
ভালো থাকবেন আর আমাদের সাথে থাকুন।

লিখেছেন AdminMay 27, 2014

Tuesday, May 13, 2014

ফেসবুক পোস্টকে কিভাবে ব্লগ পোস্টের মাঝে বসাবেন

আজ আমি শেখাবো কিভাবে কোন ফেসবুক স্ট্যাটাসকে ব্লগের পোস্টের মাঝে বসাবেন।আমাদের নানা কারনেই ফেসবুক স্ট্যাটাসকে ব্লগে বসাতে হয় যারা জানেন না তারা কিভাবে বসাবেন।খুব সহজেই আপনি এই লেখাটা পড়ে এই কাজ টা করতে পারবেন।

কিভাবে করবেনঃ
১।প্রথমে যে স্ট্যাটাসটি আপনি ব্লগে বসাতে চান সেই স্ট্যাটাসটিতে যান।
২।স্ট্যাটাস এর উপরদিকে ডান পাশে দেখুন একটা নিন্মমুখী তীর বাটন আছে।
embed post,facebook post embed,ফেসবুক পোষ্ট ব্লগে বসান,embeded post

৩।"Embed Post" এ ক্লিক করুন।
embed post,facebook post embed,ফেসবুক পোষ্ট ব্লগে বসান,embeded post

৪।এবার আপনার ইচ্ছামত "Width" দিন।
৫।উপরের কোডটুকু কপি করুন।
৬।আপনার নতুন পোষ্ট লেখার জন্য যান।
৭।HTML এ যান।
৮।যেখানে আপনি এটি বসাতে চান সেখানে কোডটুকু পেস্ট করুন।
ব্যস এবার আপনার কাজ হয়ে গেছে।এটি এখন আপনার সব ভিজিটররা দেখতে পারবে।

লিখেছেন AdminMay 13, 2014

Saturday, December 21, 2013

স্কাইপ অ্যাকাউন্ট প্রিমিয়াম করবেন কিভাবে

কেমন আছেন আশা করি ভালো আছেন।আজ দারুন একটা টিপস দেব যেটা মাধ্যমে আপনার ১০৭ ডলার বেচে যাবে।আমরা প্রায় সবাই স্কাইপ ব্যবহার করি।আসলে এটা আমাদের খুবই দরকার।স্কাইপ আমরা সবাই ফ্রী ব্যবহার করি।কিন্তু জানেন কি এটার প্রিমিয়াম আছে যার মুল্য  ১০৭ ডলারের কিছু বেশি।তাছাড়া স্কাইপ দিয়ে মোবাইলে ও কল দেয়া যায় কিন্তু তার জন্য টাকার প্রয়োজন।যেটা সবার দ্বারা সম্ভব না।আমি দেখাব কিভাবে আপনার স্কাইপকে প্রিমিয়াম করবেন তাও আবার ফ্রীতে।আপনি ভাবতে পারেন প্রিমিয়াম আবার ফ্রী হয় নাকি?আসলে একবার চেষ্টা করে দেখেন।না হলে তো আপনার ক্ষতি নাই।আর একবার হয়ে গেলে এক বছরের জন্য আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে যাবেন।

প্রিমিয়াম হলে সুবিধা কি? 

আসলে এটা একটা প্রশ্ন প্রিমিয়াম কেন করেবন?স্কাইপ অ্যাকাউন্ট প্রিমিয়াম হলে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়।সেগুলো হলোঃ
  • ফ্রী গ্রুপ ভিডিও কল করা যাবে।
  • একসাথে অনেকের কাছে ছবি পাঠানো যাবে।
  • আপনাকে ওরা কোন বিজ্ঞাপন দেবে না।
  • আপনার যেকোন অসুবিধায় তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন।
  • মিস কল আলার্ট চালু করতে পারবেন।
তাছাড়া আরো কিছু সুবিধা আছে কিন্তু সেগুলো আমাদের দেশে হবে না। আরো বিস্তারিত জানার জন্য http://www.skype.com/en/premium/ এখানে যান।

কিভাবে প্রিমিয়াম মেম্বার হবেনঃ 
প্রিমিয়াম মেম্বার হবার জন্য প্রথমে https://collaboration.skype.com/promotion/ এখানে যান।
skype,free call,skype premium,premium skype account

ফাঁকা বক্সে আপনার ইমেইল দিন তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
এবার আপনার ইমেইল এ দেখুন একটা মেইল গেছে যদি না যায় একটু দেরি করেন তবে আশা রেখেন অবশ্যই যাবে।ইমেইল টি ওপেন করুন।


এবার উপরের লিঙ্ক এ যান বা Redeem এ ক্লিক করুন।তারপর আপনার স্কাইপ এ লগিন করে ভাউচার কোড গুলো(কালো বক্সের মধ্যে যে কোডগুলো আছে) পেস্ট করুন তারপর Redeem এ ক্লিক করুন।ব্যস এবার আপনাকে ১৫ মিনিট দেরি করতে বলবে।তারপর দেখুন আপনার স্কাইপ প্রিমিয়াম হয়ে গেছে।

skype,free call,skype premium,premium skype account

প্রিমিয়াম হলে আপনার ইমেইলে একটা মেইল যাবে।উপরের মত।তারপর উপভোগ করুন প্রিমিয়াম স্কাইপ অ্যাকাউন্ট।
skype,free call,skype premium,premium skype account

লিখেছেন AdminDecember 21, 2013

Sunday, November 17, 2013

ব্লগে ভাসমান সোস্যাল মিডিয়া শেয়ার বাটন যোগ করুন

ভাসমান শেয়ার বাটন খুব পরিচিত একটি বাটন অনেক সাইটেই এটি দেখা যায়।আজ আমি ভাসমান শেয়ার বাটন যোগ করবেন কিভাবে সেটি দেখাব।এটিতে থাকবে Facebook Like, StumbleUpon, Twitter Share, Digg This, Google+ এবং RSS Feed বাটন।
আপনি চাইলে আরো যোগ করতে পারেন বা এখান থেকে কোনটি বাদও দিতে পারেন।তাহলে নিন যোগ করে।

share button,floating share button,social media share button


কিভাবে ভাসমান সোস্যাল মিডিয়া শেয়ার বাটন যোগ করবেনঃ

১; প্রথমে Layout এ যান।

share button,floating share button,social media share button

২; Add A Gadget এ ক্লিক করুন।
৩; এবার একটি নতুন জানালা খোলা হবে সেখান থেকে নিচের দিকে নেমে HTML/JAVASCRIPT বাছাই করুন।

share button,floating share button,social media share button

৪; নিচের কোডটূকু কপি করে খালি বাক্সে পেস্ট করুন।


৫;এবার সেভ করুন।

share button,floating share button,social media share button

আপনি নিজের মত করে সব পরিবর্তন করে নিতে পারেন।
কোন প্রশ্ন থাকলে মন্তব্য করতে ভুলবেন না।আশা করি কাজে লাগবে।

লিখেছেন AdminNovember 17, 2013

Sunday, November 3, 2013

ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানুন

আসুন কয়েক মিনিট সময় নিয়ে জেনে নিই কিভাবে ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করবেন।

হ্যাশট্যাগ কি?

হ্যাশট্যাগ মুলত আপনি যখন কোন লেখা লিখবেন তখন #(হ্যাশ) লিখে তারপর আপনি যে শব্দটি লিখবেন সেই শব্দটিই হ্যাশট্যাগ।হ্যাশট্যাগ হ্যাশ(#) সিম্বল দিয়ে শুরু হয়।


কেন হ্যাশট্যাগ ব্যবহার করবেনঃ

আসলে একটি প্রশ্ন যে কেন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন।দেখুন আপনি যখন আপনার পোস্টের মাঝে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তখন সেটি একটি লিঙ্ক হিসাবে কাজ করবে। ফেসবুকে যখন কেউ আপনার এই ট্যাগ দিয়ে কেউ খোজ করবে তখন আপনার ট্যাগটি সে দেখতে পারবে।এতে করে
ফেসবুকে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার পোস্টটি সার্চ এ খুজে পাওয়া যাবে। 

হ্যাশট্যাগ বিষয়ে কিছু তথ্যঃ

>হ্যাশট্যাগে ক্লিক করলে আপনাকে আলাদা আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে যেখানে এই ট্যাগ ভিত্তিক লেখা থাকবে। 
>প্রতিটি হ্যাশট্যাগ একটি লিঙ্ক হিসাবে কাজ করবে।
>আপনি অন্যান্য সাইটে ও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।যেমন Instagram,Twitte,Google Plus ইত্যাদি।

হ্যাশট্যাগ বিষয়ে কিছু টিপসঃ

>আপনি আপনার প্রোফাইল বা পেজে হ্যাশটাগ ব্যবহার করতে পারেন।এবং এটি একটি লিঙ্ক হিসাবে শো করবে। আপনার হ্যাশট্যাগটি আপনার বন্ধুরা সবাই দেখতে পারবে। 
>আপনি মোবাইল থেকে পোস্ট করার সময় হ্যাশট্যাগ লিখতে পারবেন।কিন্তু মোবাইলে কোন হ্যাশট্যাগ কাজ করবে না।তবে মোবাইল থেকে হ্যাশট্যাগ লিখলে সেটি ডেস্কটপ এ কাজ করবে। 
>গ্রুপ বা ইভেন্ট এ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন।
>হ্যাশট্যাগ লিখতে # সিম্বল দিয়ে শব্দ লিখতে হবে তবে মাঝে কোন ফাঁকা রাখা যাবে না। 
>যেসকল হ্যাশট্যাগ বেশি ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করুন। 
>অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। একটি বা দুটি এতেই যথেষ্ট। 
>আপনি যে কোন ভাষাতে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। 

হ্যাশট্যাগ ব্যবহারে নিতিমালাঃ

হ্যাশট্যাগ ব্যবহারে সাধারনত কোন নিতিমালা নেই।তারপর ও কিছু জিনিস জানার থাকে। 

>আপনি যদি কোন পোস্ট করার সময় সেটির দেখার অনুমতি শুধু ফ্রেন্ডদের দেন তাহলে শুধু বন্ধুরাই আপনার পোস্টটি দেখতে পারবে।
কিন্তু এখানে যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগ দিয়ে অন্য কেউ কোজ করলে আপনার পোস্টটি দেখতে পারবে না। শুধুমাত্র আপনার বন্ধুরাই সেটি দেখতে পারবে।
>পাবলিক পোস্টে হ্যাশট্যাগ সবাই দেখতে পারবে।
>আর শুধু আপনার দেখা যাবে এমন পোস্টের ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা বা না করা আপনার ইচ্ছা।
>কোন মন্তব্য বা মেসেজ এ হ্যাশট্যাগ ব্যবহার করলে সেটি খোজ করলে কেউ পাবে না। 

আশা করি হ্যাশট্যাগ বিষয়ে একটি ভালো ধারনা হবে।আমাদের সাথে থাকুন ভালো থাকুন। 

লিখেছেন AdminNovember 03, 2013