আসুন কয়েক মিনিট সময় নিয়ে জেনে নিই কিভাবে ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করবেন।
হ্যাশট্যাগ কি?
হ্যাশট্যাগ মুলত আপনি যখন কোন লেখা লিখবেন তখন #(হ্যাশ) লিখে তারপর আপনি যে শব্দটি লিখবেন সেই শব্দটিই হ্যাশট্যাগ।হ্যাশট্যাগ হ্যাশ(#) সিম্বল দিয়ে শুরু হয়।
কেন হ্যাশট্যাগ ব্যবহার করবেনঃ
আসলে একটি প্রশ্ন যে কেন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন।দেখুন আপনি যখন আপনার পোস্টের মাঝে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তখন সেটি একটি লিঙ্ক হিসাবে কাজ করবে। ফেসবুকে যখন কেউ আপনার এই ট্যাগ দিয়ে কেউ খোজ করবে তখন আপনার ট্যাগটি সে দেখতে পারবে।এতে করে
ফেসবুকে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার পোস্টটি সার্চ এ খুজে পাওয়া যাবে।
হ্যাশট্যাগ বিষয়ে কিছু তথ্যঃ
>হ্যাশট্যাগে ক্লিক করলে আপনাকে আলাদা আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে যেখানে এই ট্যাগ ভিত্তিক লেখা থাকবে।
>প্রতিটি হ্যাশট্যাগ একটি লিঙ্ক হিসাবে কাজ করবে।
>আপনি অন্যান্য সাইটে ও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।যেমন Instagram,Twitte,Google Plus ইত্যাদি।
হ্যাশট্যাগ বিষয়ে কিছু টিপসঃ
>আপনি আপনার প্রোফাইল বা পেজে হ্যাশটাগ ব্যবহার করতে পারেন।এবং এটি একটি লিঙ্ক হিসাবে শো করবে। আপনার হ্যাশট্যাগটি আপনার বন্ধুরা সবাই দেখতে পারবে।
>আপনি মোবাইল থেকে পোস্ট করার সময় হ্যাশট্যাগ লিখতে পারবেন।কিন্তু মোবাইলে কোন হ্যাশট্যাগ কাজ করবে না।তবে মোবাইল থেকে হ্যাশট্যাগ লিখলে সেটি ডেস্কটপ এ কাজ করবে।
>গ্রুপ বা ইভেন্ট এ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন।
>হ্যাশট্যাগ লিখতে # সিম্বল দিয়ে শব্দ লিখতে হবে তবে মাঝে কোন ফাঁকা রাখা যাবে না।
>যেসকল হ্যাশট্যাগ বেশি ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করুন।
>অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। একটি বা দুটি এতেই যথেষ্ট।
>আপনি যে কোন ভাষাতে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন।
হ্যাশট্যাগ ব্যবহারে নিতিমালাঃ
হ্যাশট্যাগ ব্যবহারে সাধারনত কোন নিতিমালা নেই।তারপর ও কিছু জিনিস জানার থাকে।
>আপনি যদি কোন পোস্ট করার সময় সেটির দেখার অনুমতি শুধু ফ্রেন্ডদের দেন তাহলে শুধু বন্ধুরাই আপনার পোস্টটি দেখতে পারবে।
কিন্তু এখানে যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগ দিয়ে অন্য কেউ কোজ করলে আপনার পোস্টটি দেখতে পারবে না। শুধুমাত্র আপনার বন্ধুরাই সেটি দেখতে পারবে।
>পাবলিক পোস্টে হ্যাশট্যাগ সবাই দেখতে পারবে।
>আর শুধু আপনার দেখা যাবে এমন পোস্টের ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা বা না করা আপনার ইচ্ছা।
>কোন মন্তব্য বা মেসেজ এ হ্যাশট্যাগ ব্যবহার করলে সেটি খোজ করলে কেউ পাবে না।
আশা করি হ্যাশট্যাগ বিষয়ে একটি ভালো ধারনা হবে।আমাদের সাথে থাকুন ভালো থাকুন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।