সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, November 3, 2013

ব্লগারে মন্তব্য সেট করবেন কিভাবে

আপনার ব্লগে মন্তব্য সেটাপ নিয়ে বিস্তারিত লেখা হয়েছে এখানে।মন্তব্য খুব ভাল একটি সিস্টেম।কিন্তু বর্তমানে অধিক সাইট তাদের সাইটে মন্তব্য অপশনটি রাখছে না।কারন ইদানিং স্পাম বেড়ে গেছে।তারপর ও মন্তব্য থাকবে।ব্লগে স্পাম প্রতিরোধ করা যায়। আমি এখানে বিস্তারিত লিখবো।

মন্তব্য সেট করবেন যেভাবেঃ 

>প্রথমে আপনার ব্লগে লগিন করুন।সেটিং এ যান >>Posts And Comments এ যান।



এবার দেখুন এক নং অপশনে মোট চারটি অপশন আছে।
১।Embedded:: এটি যদি সিলেক্ট করেন তাহলে ব্লগের পোস্টের নিচে কমেন্ট অপশন থাকবে।এখানে সরাসরি কমেন্ট করা যাবে।নিচের ছবির মত।

Embedded Comments


২।Full Comment:: যদি এটি সিলেক্ট করেন তাহলে পোস্টের নিচে কমেন্ট করার অপশন থাকবে তবে সেটি একটি লিঙ্ক আকারে কাজ করবে মানে সেটিতে কেউ ক্লিক করলে আরেকটি পেজে নিয়ে যাবে যেখানে কমেন্ট করার অপশন থাকবে।

৩।Popup Window:: এটি সিলেক্ট করলে কমেন্টের অপশন থাকেবে ঠিক Full Comments এর মত।এখানে ক্লিক করলে আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে।সেখানে কমেন্ট করা যাবে।


৪।Never: এটি সিলেক্ট করলে আপনার ব্লগে কেউ কমেন্ট করতে পারবে না।

কে কে ব্লগে কমেন্ট করতে পারবেঃ

এবার দেখুন উপরের ছবির ২ নং অপশন এ চারটি সাবঅপশন আছে।
>এখানে Anyone দিলে ব্লগে সবাই মন্তব্য করতে পারবে।
>Registered User দিলে শুধু মাত্র যারা এই ব্লগে যারা জয়েন আছে তারা মন্তব্য করতে পারবে। 
>User with Google Acconts দিলে যাদের গুগলে অ্যাকাউন্ট আছে তারা মন্তব্য করতে পারবে।
>Only members of This blog সিলেক্ট করলে এই ব্লগের মেম্বাররা মন্তব্য করতে পারবে। 

মন্তব্যে স্পাম প্রতিরোধ করাঃ

এবার উপরের ছবিতে ৩ নং অপশন দেখুন এখানে তিনটি অপশন আছে।
>Always সিলেক্ট করলে ব্লগে যারা মন্তব্য করবে তাদের মন্তব্য গুলো আপনাকে বেচে বেচে প্রকাশ করতে হবে।
>Sometimes সিলেক্ট করলে এখানে আপনি সেট করে দিতে পারবেন কতদিন পরে কেউ মন্তব্য করলে সেগুলো আপনাকে প্রকাশ করতে হবে।
> Never এটি সিলেক্ট করলে কেউ মন্তব্য করার সাথে সাথে তা প্রকাশ হবে। আপনাকে প্রকাশ করতে হবে না।

মন্তব্য বার্তাঃ

ব্লগে যখন কমেন্ট করতে যাবে কেউ তখন সে একটি বার্তা দেখতে পারবে যেটি আপনি সেট করে দেবেন। 
এটি সেট করতে আপনি নিচের দিকে দেখুন Comment Form message লেখা আছে।এখানে Add এ ক্লিক করুন আর আপনি যে বার্তাটি দিতে চান সেটি লিখে সেভ করুন। 

কমেন্ট ব্যাকলিঙ্কঃ

এটি হলো যখন কেউ এখানে ক্লিক করবে তখন সে আপনার লেখাটি অন্য কোথাও পোস্ট করতে পারবে।
এর ফলে কেউ এই লেখাটি অন্য কোথাও পোস্ট করলে আপনি একটি ব্যাকলিঙ্ক পাবেন।

এটি সেটাপ করতে উপরের ছবির ৪ নং অপশনে হাইড লেখা আছে এখানে শো করে দিন তারপর সেটাপ করুন।ব্যস হয়ে গেল। 

আশা করি বুঝতে পেরেছেন কোন প্রশ্ন থাকলে মন্তব্য করুন বা আমার সাথে যোগাযোগ করুন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।