সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, November 3, 2013

ফেসবুকে আপনার পরিচিতি বাড়াবেন যেভাবে

ফেসবুক এখন আর শুধু বিনোদনের জন্য না।ফেসবুক এখন হয়ে গেছে একটা যোগাযোগের
মাধ্যম।ফেসবুকে এখন অনেক বন্ধু।ফেসবুকে বন্ধুত্ব করার একটা সীমা আছে সেটা হলো ৫০০০ হাজার।যেটা কম না অনেক বেশি।তার পর ও অনেকের হয় না তাদের আরও বন্ধু চাই।
ফেসবুকে আপনি কিভাবে আরো বেশি বন্ধু বানাবেন,কিভাবে ফলোয়ার বাড়াবেন।সেটি নিয়েই এই লেখাটি।

কিভাবে আরো বেশি পরিচিত হবেনঃ

১।নিয়মিত পোস্ট করুনঃ 
ফেসবুকে পরিচিত হবার সবথেকে ভালো মাধ্যম হলো পোস্ট করা।তবে পোস্ট করতে কিছু জিনিস মাথায় রাখতে হবে।কারন যেন তেন পোস্ট করলেই লাইক পাওয়া যাই না। 
ক) অবশ্যই এমন কিছু পোস্ট করতে হবে যেটাতে আপনার বন্ধুরা লাইক করবে,কমেন্ট করবে,শেয়ার করবে।যেমন সাম্প্রতিক ঘটনাকে নিয়ে বিশ্লষন,ফান জাতীয়,কোন ভালো ছবি,আপনার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ইত্যাদি। 
খ)পোস্ট করার সময় আপনার বন্ধুদের ট্যাগ করুন।ট্যাগ করার ক্ষেত্রে যে বন্ধুর বেশি ফ্রেন্ড লিস্ট আছে তাদের বেশি প্রাধান্য দিন।
গ) পোস্টের মাঝে হ্যাশট্যাগ ব্যবহার করুন।হ্যাশট্যাগ নিয়ে আশা করি পরে আলোচনা করবো।
ঘ)আপনার পোস্টে যারা মন্তব্য করেছে তাদের মন্তব্যের উত্তর দিন বা ব্যাক দিন।এতে করে বন্ধুরা আপনার পোস্টে মন্তব্য করতে আগ্রহী হবে। 

২।গ্রুপে নিয়মিত হোনঃ 

ফেসবুকে অসংখ্য গ্রুপ আছে।যেখানে অনেক মেম্বার আছে সেখানে যোগ দেন।তবে যেসব গ্রুপ হেল্প করার জন্য ব্যবহার করা হয় সেসব গ্রুপে মেম্বার হোন। 

ক) গ্রুপে নিয়মিত পোস্ট করুন সেই গ্রুপের শর্ত মেন। 
খ) যারা সাহায্য চাই তাদের যতদুর পারেন সাহায্য করার চেষ্টা করেন।
গ) আপনার পোস্টে কেউ মন্তব্য করলে তার মুল্য দেন। 
ঘ) পারলে নিজে একটি গ্রুপ খুলুন এবং সেখানে অনেক মেম্বার যোগ করেন।এবং আপনার বন্ধুদের বলুন মেম্বার যোগ করতে ।

৩।এভেন্ট এ যোগ দিনঃ

বিভিন্ন ইভেন্ট আছে যেখানে অনেক মেম্বার আছে সেখানে যোগ দিন এবং গ্রুপের মত সেখানে কাজ করেন।

৪।বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।

যোগাযোগ রাখাও পরিচিতির একটি অংশ। আপনাকে যারা চেনে না বা আপনি যাদের চেনেন না ফেসবুকে তারা ও আপনার বন্ধু আছে তাই তাদের সাথে আলোচনা করুন।তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।
আপনার বন্ধুদের বলুন আপনাকে তাদের ফ্রেন্ড এর কাছে সাজেস্ট করতে। 

৫।বিভিন্ন সাইটে আপনার লিঙ্ক শেয়ার করুন।

আপনার যদি নিজস্ব সাইট থাকে সেখানে আপনার লিঙ্ক শেয়ার করুন।যদি না থাকে তাহলে অন্য কোন সাইটে আপনার লিঙ্ক শেয়ার করুন। 

৬।গ্রুপের কার্যক্রমে যোগ দিনঃ

বিভিন্ন গ্রুপ আছে যারা বাস্তবে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।তাদের বিভিন্ন কর্মসুচীতে যোগ দিন।তাহলে তাদের সাথে আপনার পরিচিতি বাড়বে।

মোট কথা ফেসবুকে গঠনমূলক কিছু করুন।তাহলে দেখবেন আপনার পরিচিতি অনেক বেড়ে গেছে।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।