ফেসবুক লাইক খুব সহজেই আপনি আপনার ব্লগে যোগ করে নিতে পারেন।ব্লগে ফেসবুক লাইক বক্স যোগ করতে অনেক সময় সমস্যা হয়। তাই আমি এই পোস্টটি দিলাম।যাতে করে সহযে আপনি এটি করতে পারেন।
কিভাবে যোগ করবেনঃ আপনার ব্লগে লগইন করুন ।
- লেয়ার এ যান।
- Add a Gadget এ ক্লিক করুন।
- Html/Javascript সিলেক্ট করুন।
- নিচের কোডটুকু পেস্ট করে দেন।
<iframe src="//www.facebook.com/plugins/likebox.php?href=http://www.facebook.com/blogtipsnticks&width=300&height=400&colorscheme=light&show_faces=true&border_color&stream=false&header=false&" style="border: none; height: 410px; overflow: hidden; width: 300px;"></iframe>
এবার blogtipsnticks লেখা জায়গায় আপনার পেজের লিঙ্ক দেন এবার সেভ করুন।
টিপসঃ বক্সের সাইজ কমাতে বা বাড়াতে পেজের নামের পর Width এবং Hight পরিবর্তন করে দেন।
এবার আপনি সফল ভাবে আপনার ব্লগে ফেসবুক পেজ বক্স যোগ করতে পেরেছেন।
kaj koranato boss
ReplyDeleteকোড আপডেট করা হয়েছে।এবার দেখুন অবশ্যই কাজ করবে।
Deletena kaj kore na
ReplyDeleteজানিনা আপনি কিভাবে যোগ করছেন এই ব্লগে ও এই কোডের মাধ্যমে ফেসবুক লাইক বক্স দেয়া হয়েছে।আবার চেষ্টা করে দেখুন আশা করি কাজ হবে।
Delete