সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, November 17, 2013

ব্লগে ভাসমান সোস্যাল মিডিয়া শেয়ার বাটন যোগ করুন

ভাসমান শেয়ার বাটন খুব পরিচিত একটি বাটন অনেক সাইটেই এটি দেখা যায়।আজ আমি ভাসমান শেয়ার বাটন যোগ করবেন কিভাবে সেটি দেখাব।এটিতে থাকবে Facebook Like, StumbleUpon, Twitter Share, Digg This, Google+ এবং RSS Feed বাটন।
আপনি চাইলে আরো যোগ করতে পারেন বা এখান থেকে কোনটি বাদও দিতে পারেন।তাহলে নিন যোগ করে।

share button,floating share button,social media share button


কিভাবে ভাসমান সোস্যাল মিডিয়া শেয়ার বাটন যোগ করবেনঃ

১; প্রথমে Layout এ যান।

share button,floating share button,social media share button

২; Add A Gadget এ ক্লিক করুন।
৩; এবার একটি নতুন জানালা খোলা হবে সেখান থেকে নিচের দিকে নেমে HTML/JAVASCRIPT বাছাই করুন।

share button,floating share button,social media share button

৪; নিচের কোডটূকু কপি করে খালি বাক্সে পেস্ট করুন।


৫;এবার সেভ করুন।

share button,floating share button,social media share button

আপনি নিজের মত করে সব পরিবর্তন করে নিতে পারেন।
কোন প্রশ্ন থাকলে মন্তব্য করতে ভুলবেন না।আশা করি কাজে লাগবে।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।