ভাসমান শেয়ার বাটন খুব পরিচিত একটি বাটন অনেক সাইটেই এটি দেখা যায়।আজ আমি ভাসমান শেয়ার বাটন যোগ করবেন কিভাবে সেটি দেখাব।এটিতে থাকবে Facebook Like, StumbleUpon, Twitter Share, Digg This, Google+ এবং RSS Feed বাটন।
আপনি চাইলে আরো যোগ করতে পারেন বা এখান থেকে কোনটি বাদও দিতে পারেন।তাহলে নিন যোগ করে।
কিভাবে ভাসমান সোস্যাল মিডিয়া শেয়ার বাটন যোগ করবেনঃ
১; প্রথমে Layout এ যান।২; Add A Gadget এ ক্লিক করুন।
৩; এবার একটি নতুন জানালা খোলা হবে সেখান থেকে নিচের দিকে নেমে HTML/JAVASCRIPT বাছাই করুন।
৪; নিচের কোডটূকু কপি করে খালি বাক্সে পেস্ট করুন।
৫;এবার সেভ করুন।
আপনি নিজের মত করে সব পরিবর্তন করে নিতে পারেন।
কোন প্রশ্ন থাকলে মন্তব্য করতে ভুলবেন না।আশা করি কাজে লাগবে।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।