সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, December 15, 2013

ছবি সহকারে রিলেটেড পোস্ট যোগ করুন By LinkWithin

রিলেটেড পোস্ট,related posts,related articleএকজন ভিজিটর যদি আপনার ব্লগে আসার সাথে সাথে চলে যায় তাহলে আপনার ব্লগ রাঙ্কিং এ নিচে নেমে যাবে।তাই ব্লগে যখনি কেউ আসবে আপনি চেষ্টা করবেন সে যেন আপনার ব্লগে কিছু সময় দেয়।যেন তাকে ব্যস্ত রাখা যায়।আর একটি লেখা পড়ার সাথে সাথে সে যেন এমন আরেকটি লেখা খুজে পায় তার চেষ্টা করতে হবে।আর এর জন্য রিলেটেড পোস্ট গ্যাজেট খুব কাজে লাগে।এটার মাধ্যমে ভিজিটর একই ধরনের আরো অনেক লেখা পাবে।সেখান থেকে সে আগ্রহ বোধ করলে আরো লেখা পড়বে এবং আপনার ব্লগে কিছুটা সময় কাজে লাগাবে।আমি যেটি দেব এটার মাধ্যমে ছবি ও সাথে কিছুটা লেখা দেখা যাবে।এটা Linkwithin এর তৈরি করা।

কি কি আছে? 
  1. এটাতে রিলেটেড পোস্ট দেখা যাবে ছবি সহকারে।
  2. অটো পোস্টের নিচে রিলেটেড পোস্ট দেখা যাবে।
  3. ব্লগের পেজ ভিউ বাড়বে।
  4. এটা বিনামূল্যে পাওয়া যায়।
  5. সহজে যোগ করা যাবে।
কিভাবে যোগ করবেনঃ
এটা যোগ করার জন্য প্রথমে Linkwithin এ যান।
এবার নিচের ছবিটা ফলো করেন।

রিলেটেড পোস্ট,related posts,related article

ইমেইল,ব্লগের অ্যাড্রেস দেন।তারপর প্লাটফর্ম থেকে ব্লগার সিলেক্ট করুন,Width এ যে কয়টি রিলেটেড পোস্ট দেখাতে চান সে সংখ্যাটি নির্বাচন করুন।
এবার Get Widget এ ক্লিক করুন।

রিলেটেড পোস্ট,related posts,related article

তারপর Install Widget এ ক্লিক করুন।এবার আরেকটি আলাদা পেজ আসবে।

রিলেটেড পোস্ট,related posts,related article

এখানে কোন ব্লগে এটি সেটাপ করবেন সেটা নির্বাচন করুন,টাইটেল দেন।তারপর Add Widget এ ক্লিক করুন।
ব্যস এবার আপনার ব্লগে সফল ভাবে রিলেটেড পোস্ট যোগ করা হয়েছে।ব্লগে যেয়ে দেখুন সেখানে এটা সুন্দর ভাবে বসে গেছে।