সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Friday, December 13, 2013

ব্লগারে ফেসবুক কমেন্ট বক্স যোগ করবেন কিভাবে

আজ আমি একটি খুব সুন্দর লেখা দেব আশা করি সবার খুব ভালো লাগবে।
ফেসবুক কমেন্ট বক্স যোগ করবেন কিভাবে আপনার ব্লগে।কমেন্ট সিস্টেম টা খুব ভালো একটা জিনিস যার মাধ্যমে যেকোন লেখায় বা পোস্টে মন্তব্য করা যায়।আর কমেন্ট সিস্টেমের মধ্যে ফেসবুক কমেন্ট সিস্টেমটা খুব ভালো লাগে আমার তার পর গুগল প্লাস।কারন যখন কেউ আপনার কোন পোস্টে মন্তব্য করবে তার ফেসবুক, দিয়ে তখন তার যত ফেসবুক বন্ধু আছে তারা সবাই দেখতে পারবে সে একটি মন্তব্য করেছে এবং লেখাটি শেয়ার হয়ে যাবে।আর তাই অনেকটা কমেন্ট করলেই আপনার ব্লগের সার্চ ইঞ্জিন হয়ে যাবে।ভালো একটা সিস্টেম এটা আপনার ব্লগের পরিচিতি বাড়াতে অনেকটা কাজে আসবে।তাহলে দেখে নেয়া যাক কিভাবে যোগ করবেন।

কিভাবে যোগ করবেনঃ 
১। প্রথমে আপনার ব্লগে যান তারপর Dashboard>Settings>Posts And Comments>
এবার Comment Location এ Hide সিলেক্ট করুন তারপর Save Settings এ ক্লিক করে সেভ করুন।


২। এবার ফেসবুক অ্যাপ তৈরি করার পালা https://developers.facebook.com/apps এই লিঙ্কে যান।তারপর Create New App এ ক্লিক করুন।


এবার নাম দিন তারপর Continue এ ক্লিক করুন।


এবার সিকিউরিটি কোডগুলো দেন তারপর Submit এ ক্লিক করুন।

এবার App ID টি সিলেক্ট করুন।তারপর আপনার ব্লগে লগিন করে Template>Edit HTML এ ক্লিক করুন।
ট্যাগের নিচে নিচের কোডটুকু পেস্ট করুন।এবার <head> এর নিচে নিচের কোডটুকু বসিয়ে দিন।
<meta content='YOUR_FACEBOOK_APPLICATION_ID'   property='fb:app_id'/>

এবার Your_Facebook_APPLICATION_ID এর জায়গায় আপনার ফেসবুক অ্যাপ আইডি টি দিন।

এবার ফেসবুক কমেন্ট যোগ করার পালা।
এবার নিচের যে কোন একটি কোড খুজে বের করুন।
<div class='post-footer-line post-footer-line-3'>

যদি না পান তবে নিচেরটি খুজুন।
<p class='post-footer-line post-footer-line-3'>

এটিও যদি না পান তবে নিচেরটি খুজুন।
<data:post.body/>

এবার নিচের কোডগুলো উপরের যেকোন একটির নিচে বসিয়ে দিন।

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id="fb-root"></div>
<script>(function(d){
 var js, id = 'facebook-jssdk'; if (d.getElementById(id)) {return;}
 js = d.createElement('script'); js.id = id; js.async = true;
 js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1";
 d.getElementsByTagName('head')[0].appendChild(js);
}(document));</script>
<fb:comments width='450' colorscheme='light' expr:title='data:post.title' expr:href='data:post.canonicalUrl' expr:xid='data:post.id'/>
</b:if>

এবার ৪৫০ এর জায়গায় আপনার পছন্দমত কমেন্ট বক্স সাইজ দিতে পারেন।Light এর জায়গার Dark দিতে পারেন।

এবার <html এটিকে নিচের কোডটুকু দ্বারা পরিবর্তন করুন।

<html xmlns:fb="https://www.facebook.com/2008/fbml"

ব্যস আপনার সব কাজ শেষ।এবার আপনার ব্লগের কমেন্ট বক্স তৈরি এবার সেভ করতে পারেন।আর দেখুন এটি হয়েছে কিনা।

মন্তব্যকে কিভাবে নিয়ন্ত্রণ করবেনঃ

মন্তব্য নিয়ন্ত্রণ করা একেবারে সহজ।আপনি যখনি ফেসবুকে লগিন করবেন তখনই যদি কোন মন্তব্য থাকে আপনাকে জানিয়ে দেবে।তাছাড়া আপনার ব্লগের কোন লেখাতে গেলে(আপনি ফেসবুকে লগিন থাকাকালীন) আপনি নিচের মত সেট করে নিতে পারেন।


আপনার নিএর মত সেট করা হলে সেভ করুন।আর উপভোগ করুন দারুন একটি কমেন্ট সিস্টেম।

মন্তব্য সংখ্যা আকারে দেখাবেন কিভাবেঃ
নিচের কোড গুলো বসিয়ে আপনি মন্তব্য কে সংখ্যা আকারে দেখাতে পারেন।একটা লিঙ্ক সহকারে দেখা যাবে কয়টি মন্তব্য আছে লেখাটিতে।তাহলে নিচের কোডটুকু <data:post.body/> এর নিচে বসিয়ে দেন।

<b:if cond='data:post.isFirstPost'>  
<script>(function(d){
 var js, id = 'facebook-jssdk'; if (d.getElementById(id)) {return;}
 js = d.createElement('script'); js.id = id; js.async = true;
 js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1";
 d.getElementsByTagName('head')[0].appendChild(js);
}(document));</script>
</b:if>
<a expr:href='data:post.url + "#fb-root"'><fb:comments-count expr:href='data:post.canonicalUrl'></fb:comments-count> comments</a>

এবার সেভ করেন।