কিছু কিছু সময় আমরা চাই যে কোন একটি গ্যাজেট কে শুধু আমরাই(এডমিনরা) দেখবো।কিন্তু সেটা
করা হয় না কিছু সমস্যার কারনে বা কোডিং না জানার কারনে।আর তাই আমি দেখাব কিভাবে কোন একটি গ্যাজেটকে কিভাবে শুধুমাত্র নিজের দেখার মত করবেন।এটা করলে আপনিই শুধু সেই গ্যাজেটটি দেখতে পারবেন, ব্লগের ভিজিটররা সেটা দেখতে পারবেনা।আপনি লগিন করা থাকলে শুধু দেখতে পারবেন।
কিভাবে করবেনঃ
আপনার ব্লগের লগিন করে Template>Edit Html এ যান।আপনি যে গ্যাজেটটি অন্যদের দেখাতে চান না সেটার নাম দিয়ে খোজ করেন।এবার পেলে নিচের কোডের মত করে লাল কালারের কোড টুকু বসিয়ে দিন।
<b:widget id='HTML1' locked='false' title='' type='HTML'>
<b:includable id='main'>
<span class='item-control blog-admin'>
<!-- only display title if it's non-empty -->
<b:if cond='data:title != ""'>
<h2 class='title'><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<data:content/>
</div>
<b:include name='quickedit'/>
</span>
</b:includable>
</b:widget>
এখানে অনেক কম লেখা আছে যাই হোক একটা গ্যাজেটে অনেক কোডিং থাকে আমি শুধু আসল টুকু দিয়েছি।আপনার কাজ হলো <b:includable id='main'> এর পরে <span class='item-control blog-admin'> এই কোড টুকু বসিয়ে দেয়া তারপর </b:includable> এই কোডের আগে </span> ট্যাগ দিয়ে শেষ করা।এবার সেভ করতে পারেন।
এবার আপনি আপনার ব্লগে ভিসিট করেন তাহলে দেখবেন অবশ্যই সেই গ্যাজেটটি দেখা যাচ্ছে না।তবে অবশ্যই লগ আউট থাকতে হবে অথবা অন্য কোন ব্রাউজার এ ওপেন করে দেখেন।
আশা করি কোন সমস্যা হবে না।কমেন্ট করতে ভুলবেন না।