সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Friday, November 8, 2013

ফেসবুকের সার্চ ইতিহাস ডিলিট করবেন যেভাবে

আমরা প্রায়ই অনেক দরকারে ফেসবুকে খোজ করি।কিন্তু আপনি কি জানেন ফেসবুক সেইসব খোজ করাকে মনে রাখে।আপনি চাইলে সব ইতিহাস কে ডিলিট করে দিতে পারেন।

কিভাবে ডিলিট করবেনঃ

>প্রথমে আপনার প্রোফাইল এ যান।দেখুন এখানে Activity Log বলে লেখা আছে।এখানে ক্লিক করুন।

facebook,facebook profile,ফেসবুক,ফেসবুক ইতিহাস


>এবার দেখুন আপনার Activity Log পাতাটি এসেছে।এবার এখান থেকে দেখুন বাম পাশের নিচের দিকে More লেখা আছে তার উপর আরো একটি More লেখা আছে সেখানে ক্লিক করুন।




>দেখুন নিচের দিকে Search লেখা আছে এখানে ক্লিক করুন।

facebook,facebook profile,ফেসবুক,ফেসবুক ইতিহাস


৪। আপনার সমস্ত খোজ করার ফলাফল দেখা যাবে।এখানে আপনি এতদিন ধরে যা কিছু কোজ করেছেন তার সব কিছু এখানে আছে।এবার আপনি চাইলে সব ডিলিট করে দিতে পারেন।

facebook,facebook profile,ফেসবুক,ফেসবুক ইতিহাস


ডিলিট করার জন্য উপরের দিকে দেখুন Clear Search লেখা আছে এখানে ক্লিক করলে একটি বক্স আসবে Clear Search এ ক্লিক করুন এবার আপনার সব খোজ করার ইতিহাস ডিলিট হয়ে গেছে।

facebook,facebook profile,ফেসবুক,ফেসবুক ইতিহাস



এভাবে আপনি আপনার ফেসবুকের সমস্ত সার্চ ইতিহাস ডিলিট করে দিতে পারেন।
 
আশা করি আপনার লেখাটি ভালো লাগবে।যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না।


0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।