অল্টার ট্যাগ ছবির জন্য খুবই দরকার।ছবি যেমনই হোক না কেন অল্টার ট্যাগ ব্যবহার করা উচিত।
অল্টার ট্যাগ কিঃ
ব্লগে কোন লেখা দেবার জন্য আমরা সবাই প্রায় ছবি ব্যবহার করি।আলাদা ছবির সাইট ও হতে পারে আবার লেখার মধ্যে ও হতে পারে।এই ছবি গুলো ও সার্চ ইঞ্জিন এ আসে।সেটা কিভাবে আসে।
আপনি যখন কোন ছবিতে অল্টার ট্যাগ ব্যবহার করবেন এবং কেউ যদি ঐ অল্টার ট্যাগ দিয়ে সার্চ করে তাহলে আপনার ছবিটি সার্চে আসবে।আর এই জন্যই অল্টার ট্যাগ জরুরী একটি বিষয়।
কিভাবে ব্যবহার করবেনঃ
অল্টার ট্যাগ ব্যবহার দুই ভাবে করা যায় একটা কোডিং এর মাধ্যমে আর একটা সরাসরি ছবির উপর ক্লিক করে।তবে কোডিং একটু ঝামেলা মত।আপনাকে Html এর ভিতর যেতে হবে তারপর ছবির কোড খুজতে হবে।এই জন্য আমি আলাদা ভাবে দেখাব।
আপনি যখন কোন লেখা লিখবেন তখন এবং পোস্টের মাঝে যে ছবিটি ব্যবহার করবেন সেটি উপর ক্লিক করুন দেখুন কয়েকটি অপশন আসছে এখান থেকে Properties এর উপর ক্লিক করুন।
এখানে দুইটি অপশন আসবে একটি টাইটেল অন্যটি অল্টার ট্যাগ।
টাইটেলঃ আপনার ছবির উপর কেউ যখন কার্সর রাখবে তখন টাইটেল শো করবে।
আর অল্টার ট্যাগ তো আগেই বলেছি।এখানে আপনি আপনার ছবির সাথে মিল রেখে অল্টার ট্যাগ লিখুন এবং স্পেচ দিয়ে লিখবেন। তারপর সেভ করুন।
ব্যস আপনার কাজ হয়ে গেছে আপনার ছবিটি সার্চ করলে পাওয়া যাবে।
আপনার এই টিপসটি নতুনদের জন্য পুর্ন সহায়ক নয়। ছবি দিয়ে বিষয়টি আরও প্রাঞ্জল করা যেত। ধন্যবাদ।
ReplyDeleteআপনাকে অনেক ধন্যবাদ আমার সাইটে আসার জন্য।আমি আশা করি আরও ভালো ভাবে দিতে পারবো।শুধু একটু অপেক্ষা করতে হবে।কারন এই সাইটটি নতুন খুলেছি।
Delete