ব্লগার ৬০ টের বেশি ভাষায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।দিন দিন এর পরিমান ও বাড়ছে।
এখানে আপনি নিজস্ব ভাষায় ব্লগিং করতে পারেন।আপনাকে আপনার ভাষায় রুপান্তর করতে আলাদা কোন কোডিং ব্যবহার করতে হবে না।
এখানে আপনি নিজস্ব ভাষায় ব্লগিং করতে পারেন।আপনাকে আপনার ভাষায় রুপান্তর করতে আলাদা কোন কোডিং ব্যবহার করতে হবে না।
কিভাবে ভাষা পরিবর্তন করবেনঃ
ভাষা পরিবর্তন করতে প্রথমে আপনার ব্লগে লগিন করুন।লগিন করার পর যে পেজ টি আসবে সেটিই ড্যাসবোর্ড বলে।
এবার ডান পাশের যেখানে নোটিফিকেশন থাকে তার ঠিক নিচে English (United kingdom) লেখা আছে এখানে ক্লিক করলে অনেক গুলো ভাষা দেখা যাবে।
এবার এখান থেকে বাংলা পছন্দ করুন।এবার এই পেজটি রিলোড নেবে।এবার দেখুন ড্যাসবোর্ডটি বাংলা হয়ে গেছে।
অভিনন্দন আপনি সফল ভাবে বাংলা করতে পেরেছেন।আশা করি আমার এই লেখাটি আপনার কাজে লেগেছে।আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
শেয়ার করতে ভুলবেন না।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।