সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, November 6, 2013

কিভাবে আপনার পোস্টের আইডি নাম্বার বের করবেন

প্রতিটি পোস্টের একটি আলাদা আইডি থাকে যাকে সর্ট লিঙ্ক বলে ।যেটি হয়তো আপনার কাজে লাগবে।অনেক সময় এটি কাজে লাগে।এটি CSS কোডিং এ কাজে লাগে।আমি দেখাব কিভাবে এই গোপন সর্ট লিঙ্কটি পাবেন।

কিভাবে পাবেনঃ

>প্রথমে আপনার ব্লগে লগিন করুন। এবার ড্যাশবোর্ড এ যান।
>এবার Posts এ যান। এখানে সব পোস্ট দেখতে পারবেন। 
>যে পোস্টের আইডি পেতে চান সেটির এডিট এ ক্লিক করুন।

post id

>এবার একটি এডিট বক্স আসবে। 
>উপরের দিকে খেয়াল করুন postID==XXXXXXXXXXXXXXXXXXX এই  লেখাটি যেখানে আছে সেটি আপনার পোস্টের আইডি। এখানে XXXXXXXXXXXXXXXXXXX হলো আপনার পোস্টের আইডি।

এটি মোট ১৯ সংখ্যার হয়ে থাকে। যদি ঠিক থাকে তাহলে এটি সঠিক আইডি নাম্বার।

এটি যদি আপনার কাজে লাগে তাহলে আমার লেখাটি সার্থক হবে।এটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। 
ভালো থাকবেন।আমাদের সাথে থাকবেন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।