আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা প্রায় সবায় কমবেশি ফেসবুক পেজ সম্বন্ধে জানি।ফেসবুকে বর্তমানে ১ বিলিয়ন এর বেশি ব্যবহারকারী আছে।কিন্তু পেজ কতটি আছে তা নির্দিষ্ট করে বলা যাবে না।এটা বলা যায় কাদের ফ্যান সংখ্যা বেশি।ফেসবুকে অনেক পেজ আছে যাদের লাখ লাখ ফ্যান আছে।
তাদের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান আছে Facebook for Every Phone এটি ফেসবুকে নিজস্ব পেজ।তাছাড়া আরো আছে Eminem ,Rihanna ,এবং Harry Potter এর পেজ।
ফেসবুকের পেজের মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা আপনার পরিচিতিকে আরো বাড়াতে পারেন।বর্তমান যুগটা হয়ে গেছে অনলাইন ভিত্তিক এখানে যে বেশি উন্নত বাস্তবে ও সে তত বেশি উন্নত।
এখানে দেখুন শেষের দুইটি অপশন এ একদম সীমিত কিছু দেয়া যাবে।তাই এই দুটি বাদে অন্য যেকোন টি সিলেক্ট করুন।
এবার সিলেক্ট করার পর পেজের নাম এবং বিভাগ নির্বাচিত করুন।একটা জিনিস মাথায় রাখবেন পেজের নাম অবশ্যই ভালো করে বুঝে শুনে দিন কারন ফ্যান সংখ্যা যখন ১০০ হয়ে যাবে তখন পেজের নাম আর পরিবর্তন করতে পারবেন না (তাই সাবধান)।
এবার Get Started এ ক্লিক করুন।আরেকটি পেজ আসবে এখানে আপনার পেজের বিস্তারিত লিখুন,ওয়েব লিঙ্ক দিন এবং পেজের ইউজার নেম দিন তারপর সেভ করুন।
এবার আপনার পেজের ছবি দিন।ছবি দেয়া হলে তারপর Skip এ ক্লিক করুন।
তারপর আবার Skip এ ক্লিক করুন তারপর সেভ করুন।এবার আপনার পেজ হয়ে গেছে।
এবার আপনার পেজটি দেখুন কেমন হয়েছে।
আশা করি ভালোই হয়েছে।
আগামীতে পেজ নিয়ে আরো কিছু লেখা হবে সাথে থাকুন ভালো থাকুন।
তাদের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান আছে Facebook for Every Phone এটি ফেসবুকে নিজস্ব পেজ।তাছাড়া আরো আছে Eminem ,Rihanna ,এবং Harry Potter এর পেজ।
ফেসবুকের পেজের মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা আপনার পরিচিতিকে আরো বাড়াতে পারেন।বর্তমান যুগটা হয়ে গেছে অনলাইন ভিত্তিক এখানে যে বেশি উন্নত বাস্তবে ও সে তত বেশি উন্নত।
পেজের সুবিধাঃ
সাধারণত নিজের প্রোফাইলে ৫০০০ এর বেশি বন্ধু বানানো যায়।কিন্তু আপনি পেজে অনেক ফ্যান যোগ করতে পারবেন এটার কোন সীমা নাই যত খুশি তত।আর আপনি পেজের মাধ্যমে ব্যবসায়ের,বা অন্য কোন কাজের প্রচার চালাতে পারেন।
কিভাবে পেজ তৈরি করবেনঃ
পেজ তৈরি করার জন্য প্রথমে এখানে যান ।তারপর দেখুন এখানে মোট ছয়
ধরনের পেজের নাম আছে।আপনার পছন্দ মত যেকোন একটি সিলেক্ট করুন।ভয় করুন না পরে আপনি পরিবর্তন করতে পারবেন।পেজের মধ্যে পার্থক্যঃ
এখানে বিভিন্ন ধরনের পেজ আছে আপনি হয়তো জানেন না কোন ধরনের পেজে কি করা যায়।আসলে সব পেজের কাজ এক না।নিচের ছবিটা দেখুন আপনার ধারনা আসবে।
এখানে দেখুন শেষের দুইটি অপশন এ একদম সীমিত কিছু দেয়া যাবে।তাই এই দুটি বাদে অন্য যেকোন টি সিলেক্ট করুন।
এবার সিলেক্ট করার পর পেজের নাম এবং বিভাগ নির্বাচিত করুন।একটা জিনিস মাথায় রাখবেন পেজের নাম অবশ্যই ভালো করে বুঝে শুনে দিন কারন ফ্যান সংখ্যা যখন ১০০ হয়ে যাবে তখন পেজের নাম আর পরিবর্তন করতে পারবেন না (তাই সাবধান)।
এবার Get Started এ ক্লিক করুন।আরেকটি পেজ আসবে এখানে আপনার পেজের বিস্তারিত লিখুন,ওয়েব লিঙ্ক দিন এবং পেজের ইউজার নেম দিন তারপর সেভ করুন।
এবার আপনার পেজের ছবি দিন।ছবি দেয়া হলে তারপর Skip এ ক্লিক করুন।
তারপর আবার Skip এ ক্লিক করুন তারপর সেভ করুন।এবার আপনার পেজ হয়ে গেছে।
এবার আপনার পেজটি দেখুন কেমন হয়েছে।
আশা করি ভালোই হয়েছে।
আগামীতে পেজ নিয়ে আরো কিছু লেখা হবে সাথে থাকুন ভালো থাকুন।
, "অনেক চমৎকার ভাবে বুঝিয়েছে Facebook . পেজ সম্পর্কে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।" .
ReplyDelete