সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, March 22, 2020

গুগল নিয়ে আসলো করোনা ভাইরাস ওয়েবসাইট

অনেক জল্পনা কল্পনার পর গুগল তাদের করোনা ভাইরাস ওয়েবসাইট চালু করলো। বেশ কিছুদিন যাবত অনেক পত্র পত্রিকায় গুগলের করোনা ভাইরাস ওয়েবসাইট নিয়ে লেখালেখি চলছিলো। এমন কি ট্রাম্প সাহেব নিজেও এনিয়ে বলেছেন। এবং শেষ পর্যন্ত গুগল সাইটটি চালু করলো।

google coronavirus website
Coronavirus Website

যাইহোক শেষ পর্যন্ত এটা পরিস্কার যে গুগল করোনা ভাইরাস নিয়ে ওয়েবসাইট তৈরি করলো। কিন্তু এটা তেমন কোন ওয়েবসাইট না যেটা নিয়ে এতদিন আলোচনা হচ্ছিল।

এটা গুগল কোম্পানির একটা সাইট যেটার নাম ভেরিলি বা Verily এবং এটা শুধুমাত্র তৈরি করা হয়েছিলো করোনা ভাইরাসের তথ্য দেয়ার জন্য। এই প্রজেক্টের নাম ছিলো Project Baseline

কি পাবেন এই ওয়েবসাইট থেকে? 

এককথায় বলতে গেলে তথ্য। প্রজেক্ট বেইজলাইন ছিলো শুধুমাত্র আমেরিকার জন্য আর এই ওয়েবসাইটটি সবার জন্য যেখানে শুধুই করোনা ভাইরাস নিয়ে তথ্য দেয়া হবে।

আপনি যদি www.google.com/covid19 এই ওয়েবসাইট এ যান তবে কিভাবে করোনা ভাইরাস নিয়ে সকল তথ্য পাবেন। যেমন করোনা ভাইরাসের লক্ষন, প্রতিকার, চিকিৎসা, ভাইরাস পরিক্ষার জায়গা ইত্যাদি।

আবার গুগল বা বিং এ যদি আপনি করোনা ভাইরাস নিয়ে কিছু খোজ করেন তাহলেও গুগল আপনাকে করোনা ভাইরাসের সকল তথ্য দিবে।

যাইহোক আপনি যদি করোনা ভাইরাস নিয়ে সকল সংবাদ এবং আপডেট তথ্য পেতে যান তবে ভিজিট করুন। করোনা ভাইরাস আইস নামক ওয়েবসাইটে। এখানে প্রতি মুহূর্তে আপনি আপডেট সংবাদ এবং তথ্য পাবেন।







লিখেছেন AdminMarch 22, 2020

Wednesday, July 9, 2014

ব্লগারে কিভাবে সহজে সিএসএস কোড যোগ করবেন

how to add css code in blogger,css code in bloggerভালো কিছু করার জন্য মাঝে মাঝেই সিএসএস কোড ব্যবহার করতে হয় ব্লগের থিমে।সিএসএস সাইটের টেমপ্লেটকে ডেভেলপ করতে হবে এর জন্য কোডিং এ ভালো দক্ষতা লাগবে।আর আজকের এই লেখাটি এই সিএসএস কোড নিয়ে কিভাবে সিএসএস কোডিং ব্যবহার করবেন খুব সহজে।
কোড ছাড়া অবশ্যই ভালো মানের ডিজাইন করতে পারবেন না।তাই আপনাকে ভালো মানের সাইট তৈরি করার জন্য

ব্লগারে সিএসএস কোড দুই ভাবে যোগ করা যায়।আমি আজ দুটির নিয়মই বলবো।এর মধ্যে একটি নিয়ম হলো ডেভেলপার যেভাবে কোডিং ব্যবহার করেন আর একটি সাধারন নিয়মে।

ডেভেলপার দের মত করেঃ

যারা টেমপ্লেট ডিজাইন করেন তারা এইভাবে খুব সহজে সিএসএস কোডিং ব্যবহার করতে পারেন।যারা নতুন তারা ও ব্যবহার করতে পারেন তবে আগে টেমপ্লেটটি ব্যাকআপ করে রাখবেন
এর জন্য প্রথমে ব্লগে প্রবেশ করে Template তারপর Edit HTML এবার ]]>
এই কোডটুকু খুজুন।আর যে কোডিং আপনি লিখবেন সেটা এই কোডের উপরে বসিয়ে দিন।তারপর সেভ করুন।
how to add css code in blogger,css code in blogger

টেমপ্লেট ডিজাইনারের মাধ্যমে সিএসএস কোড যোগ করাঃ

সত্যিই অসাধারণ যে, যারা কোন কোডিং জানে না তাদের জন্য ব্লগারে একটি দারুন টুল আছে সেটা হলো "Blogger Template Designer"।এর মাধ্যমে কোন ডেভেলপার ল্যাঙ্গুয়েজ না জেনে ও আপনি দারুন ভাবে সাইটকে ডিজাইন করতে পারবেন।

টেমপ্লেট ডিজাইনারে যাওয়ার জন্য Template>>Customise>>Advance>>Add Css এবার খালি বক্সে আপনার সিএসএস কোড পেস্ট করে দিতে পারেন বা লিখতে পারেন।আপনার কোড আসলেই কাজ করেছে কিনা আপনি নিচের প্রিভিউ বক্সে দেখতে পারবেন।

how to add css code in blogger,css code in blogger
সব কিছু ঠিকঠাক থাকলে Apply To Change এ ক্লিক করে সেভ করুন।এবার ফিরে যে Back to Blogger এ ক্লিক করে ব্লগে ফিরে যেতে পারেন।

আপনাকে স্বাগতম আপনি এখন থেকে একজন ডেভেলপার বা সাধারন মানের ব্লগার ডিজাইনার।আশা করি আমার এই লেখার মাধ্যমে আপনি জেনেছেন কিভাবে খুব সহজে সিএসএস কোড যোগ করবেন।যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

লিখেছেন AdminJuly 09, 2014

ব্লগার থেকে কোন ব্লগকে কিভাবে ডিলিট করবেন

একটি ব্লগার অ্যাকাউন্ট এ মোট ১০০ টি ব্লগ তৈরি করা যায়।যারা নতুন,ব্লগার নিয়ে কাজ করে তারা অনেক সময় অনেক ব্লগ তৈরি করে শেখার জন্য পরে সেটি আর ভালো লাগে না এবং ডিলিট করে দিতে চায়। কিন্তু ঠিকভাবে না জানার ফলে আর ডিলিট করতে পারে না।অনেকেই বলে ভাইয়া আমি ব্লগ ডিলিট করবো কিভাবে।আজকের লেখাটি তাদের জন্য যারা কোন ব্লগকে ডিলিট করতে চান।

বি দ্রঃ আপনি যে ব্লগটি ডিলিট করবেন তার সকল ডাটা আপনি চিরতরে হারিয়ে ফেলবেন পুনরায় এই ডাটা আর ফিরে পাবেন না।তাই ডিলিট করার আগে সব ডাটা সংরক্ষণ করুন।

কিভাবে ডিলিট করবেন?

  • প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন। 
  • Settings থেকে Other এ  যান।
  • এখানে Delete Blog লেখাতে ক্লিক করুন।
    delete blog,how to delete blogger blog,deleted blog
  • এবার একটি পপআপ বার আসবে।
    delete blog,how to delete blogger blog,deleted blog
  • Download Blog লেখাতে ক্লিক করলে ব্লগের সব ডাটা সেভ হয়ে থাকবে।আপনি ডাটা গুলো সেভ করে রাখুন।
  • Delete This Blog লেখাতে ক্লিক করে ব্লগটি ডিলিট করে দিন।

কি ভাবছেন আপনার ব্লগটি এখনও আছে? হ্যা আছে তো!ব্লগের ড্যাশবোর্ড এ গেলে Deleted Blog এ আপনার ডিলিট হওয়া ব্লগটি পাবেন আপনি চাইলে ফেরত ও আনতে পারেন।
delete blog,how to delete blogger blog,deleted blog
এটা আবার কেমন কথা ফেরত আনা যাবে তাহলে ডিলিট হলো কোথায়?
আসলে আপনি ডিলিট করার সাথে সাথেই আপনার ব্লগটি ডিলিট হবে না।এর জন্য আপনাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।ব্লগারের সার্ভার ৯০ দিন পর পর আপডেট করা হয়।তাই আপনাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।যদি ডিলিট করতে চান তাহলে এই ৯০ দিনের ভিতর আর ফেরত আনবেন না।আর ডিলিট না করতে চাইলে এই ৯০ দিনের ভিতর ফেরত আনতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন।যদি আমার এই লেখা আপনার সামান্যতম কাজে লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

লিখেছেন AdminJuly 09, 2014

Sunday, July 6, 2014

কিভাবে ব্লগারে লেখক যোগ করবেন অথবা অনেককে আমন্ত্রণ করবেন

আপনি যদি মনে করে থাকেন আপনি একটি ব্লগ করবেন সেখানে অনেক লেখক থাকবে তারা লেখা প্রকাশ করবে,মন্তব্য গুলো যাচাই করবে তাহলে আপনি অনেককে আপনার ব্লগে আমন্ত্রণ করতে পারেন।এরা ব্লগে লেখা তো দিতেই পারবে এবং আপনি চাইলে তারা এডমিন ও হতে পারে।

লেখক যা পারবেনঃ 

  1. নিজে লেখা প্রকাশ করতে পারবে ও নিজের লেখা এডিট করতে পারবে।
  2. অন্যান্য লেখা দেখতে এবং কিছু সেটিং পরিবর্তন করতে পারবে।
  3. মোবাইলের মাধ্যমে লেখা প্রকাশ করতে পারবে।
  4. চাইলে নিজে ব্লগের মেম্বারশিপ বাতিল করতে পারবে।

অ্যাডমিন যা পারেঃ

একজন অ্যাডমিন ব্লগের সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে।লেখা প্রকাশ করা কমেন্ট দেখা,সেটিং পরিবর্তন করা,কোন লেখক যোগ করা,টেমপ্লেট এডিট ইত্যাদি সব ধরনের কাজ সে করতে পারবে।

কিভাবে লেখক যোগ অথবা আমন্ত্রণ করবেনঃ

ব্লগে লেখক যোগ করা অথবা আমন্ত্রণ করা একদম সহজ।নিচের ধাপগুলো ফলো করলেই পারবেন।
  1. প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
  2. Setting এ যান এখানে গেলেই Basic ট্যাবটি আসবে।
  3. Permission অপশন থেকে Add Authors লিঙ্কটিতে ক্লিক দিন এবার একটি বক্স দেখতে পারছেন এটাতে পানি যাদের কে লেখক হিসাবে যোগ করতে চান বা আমন্ত্রণ করতে চান তাদের ইমেইল দিন।প্রত্যেকটি ইমেইলের মাঝে কমা (,) দিতে হবে।
  4. ইমেইল গুলো সব দেয়া হলে এবার Invite authors এ ক্লিক করুন। 
  5. যাদের কে আমন্ত্রণ করা হলো তাদের সবাই একটি করে ইমেইল পাবে।তারা সেই ইমেইল টি কনফার্ম করলেই ব্লগের লেখক হয়ে যাবে।
বি দ্রঃ যাদেরকে আমন্ত্রণ করা হবে তাদের সবাইকে গুগল এর অ্যাকাউন্ট থাকতে হবে অন্যথায় সে লেখক হতে পারবে না।

লেখক নিয়ন্ত্রণ করবেন কিভাবেঃ

যারা ব্লগে লেখক হিসাবে যোগ হবে তাদের কে চাইলে অ্যাডমিন বাতিল ও করতে পারে।সকল ক্ষমতা অ্যাডমিন রাখে।
কোন লেখক ডিলিট করতে Permission সেকশন থেকে লেখকের ইমেইলের পাশের ক্রস অথবা ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করতে পারেন।

যদি কোন লেখককে অ্যাডমিন করতে চান তাহলে Author লেখার উপর ক্লিক করলেই অ্যাডমিন লেখা আসবে এটাতে ক্লিক করে ok করে দিলেই সে অ্যাডমিন হয়ে যাবে।

তাহলে তো দেখলেন কিভাবে খুব সহজে ব্লগে লেখক যোগ অথবা আমন্ত্রণ করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

লিখেছেন AdminJuly 06, 2014

Wednesday, July 2, 2014

ব্লগারে চালু হলো নতুন ফিচার Compaigns

ব্লগারে চালু হলো নতুন একটি ফিচার Compaigns.এখন থেকে এটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার ব্লগকে সবার সামনে তুলে ধরতে পারবেন।এই ট্যাব টি গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ করবে।যখনি আপনি এই ট্যাবে ক্লিক করবেন তখন নিচের মত একটি পেজ আসবে।
compaigns,blogger new feature compaigns
এবার আপনি Start now এ ক্লিক করলে আপনাকে একবারে গুগল অ্যাডওয়ার্ডস এ নিয়ে যাবে।এখান থেকে আপনি আপনার অ্যাড টি তৈরি করতে পারবেন।আপনার অ্যাড টি তৈরি করা হয়ে গেলে আপনি ব্লগার থেকেই এর সব  কিছু দেখতে পারেবন।

লিখেছেন AdminJuly 02, 2014