সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Tuesday, February 11, 2014

জিমেইলে আসা যাওয়া যে কোন ফাইলকে গুগল ড্রাইভে সেভ করুন

আওতাধীন:

সম্প্রতি গুগল তাদের অফিসিয়াল ব্লগে জানিয়েছে যে,এখন থেকে যে কেউ তার জিমেইলে আসা বা যে সকল ছবি পাঠানো হয়েছে সে সকল ছবি গুগল ড্রাইভে সেভ করা যাবে।এটা তারা একটা GIF ছবির মাধ্যমে জানিয়েছে।আর এই ছবিটা দেখলেই দেখতে পাবেন যখন জিমেইলে কোন ছবি আসবে তখন এই ছবির উপর মাউস রাখলেই দুইটা অপশন দেখা যাবে একটা ডাউনলোড এবং আরেকটা গুগল ড্রাইভে সেভ করার আইকন।এই আইকনের উপর ক্লিক করে আপনি সে ছবিটি সেভ করে রাখতে পারবেন।নিচে ছবিটা দেয়া হলো।


তাছাড়া ছবিটা বড় করলেও এই অপশন দেখতে পারবেন।এটা আসলেই অনেক ভালো একটা জিনিস।

এই বৈশিষ্ট্য আপনার Android এবং অ্যাপেল ফোনেও উপভোগ করতে পারবেন।

আরো কিছু বাড়তি সুবিধা ও তারা যোগ করেছে সেটা হলো,যখন ছবির উপর মাউস রাখা হবে এবং ক্লিক দেয়া হবে তখন নিচের কয়েকটি ফোল্ডার আসবে (যা আপনি আগে থেকে তৈরি করে রেখেছেন) এই ফোল্ডার গুলোতে আপনি আলাদা ভাবে ছবি সেভ করে রাখতে পারবেন।



এটা করার ফলে আপনার ছবিটি সুরক্ষিত এবং অনেক সার্ভারে থাকবে যার ফলে আপনার ছবিটি হারানোর ভয় থাকবে না।এবং আপনি যেখানেই থাকুন না কেন চাইলেই ছবিটা দেখতে পারবেন।

আশা করি ভালোই লাগছে।ভালো থাকবেন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।