এর আগে আমি ফেসবুক,গুগল প্লাস এবং ব্লগের নিজস্ব কমেন্ট সিস্টেম নিয়ে লিখছিলাম।আজ আমি জানাব কিভাবে ব্লগের এই কমেন্টে নাম্বার যোগ করা যায়।এই নাম্বার বলতে বুঝায় প্রতিটা কমেন্ট এ দেখা যাবে এটি কত নাম্বার কমেন্ট।এটা খুব কাজের একটা জিনিস।কেউ যদি কমেন্ট করে তাহলে সংখ্যা অনুসারে দেখা যাবে যেমন ১ ২ ৩ ইত্যাদি এবং আপনি বা কেউ রিপ্লে দিলে সেটি পয়েন্ট অনুসারে দেখা যাবে যেমন ১.১ ১.২ ১.৩ ইত্যাদি।আসলেই খুব সুন্দর।এটা আপনি চাইলে আপনার ব্লগের কালার অনুসারে সেট করেও দিতে পারবেন।
কিভাবে যোগ করবেনঃ
- প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
- Template থেকে Edit Template এ যান।
- এবার কোডের মাঝে ক্লিক করে ctrl+f বা F3 চেপে নিচের কোড টুকু খুজুন।
]]></b:skin>
- নিচের কোডগুলো উপরের কোডের উপরে বসিয়ে দিন।
/**Numbered Comments By http://www.blogtipsnticks.com**/
.comments ol {
counter-reset: trackit;
}
.comments ol li {
counter-increment: trackit;
}
.comments ol li:before {
content: counters(trackit, ".");
font-size: 3.5rem;
color: rgba(0, 0, 0, 0.16);
right: 0.3em;
position: absolute;
padding: .2em 0 0 0;
text-shadow:1px 1px 1px white
}
.comment .comment-content{max-width:85%;}
/**Numbered Comments By http://www.blogtipsnticks.com**/
- White লেখা জায়গায় আপনার ব্লগের কালারের সাথে মিল রেখে বা অন্য কোন কালার কোড দিতে পারেন।
- এবার সেভ করুন এবং ব্লগের যে লেখাতে বেশি কমেন্ট আছে সেই লেখাতে যান এবং দেখুন হয়েছে কিনা আশা করি অবশ্যই হবে।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।