সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Wednesday, December 4, 2013

৪০৪ পেজকে হোমপেজে বা অন্য পেজে পাঠিয়ে দিবেন কিভাবে

যখন কোন সাইটে কোন কিছু খুজে পাওয়া যায় না তখন একটা লেখা আসে ৪০৪ মানে পেজটি পাওয়া যায়নি।এটা ২০১৩ সালে ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে।এটাকে এরর পেজ বলে।এটাকে অনেকে খুব সুন্দর ভাবে দেখায় আবার কেউ এটাকে হোমপেজে নিয়ে যায়।আমি আজ দেখাব কিভাবে আপনার হোমপেজকে কোন নির্দিষ্ট পেজে পাঠিয়ে দেবেন।যখন কেউ আপনার ব্লগে এমন কোন পেজের বা পাতার আবেদন করবে যেটি সেখানে নেই বা খুজে পাওয়া যাচ্ছে না তখন সে নিজে নিজে পাঁচ সেকেন্ড পর আপনার ঠিক করা পাতায় নিয়ে যাবে।এটাকে আপনি আপনার নিজের মত করে সেট করে নিতে পারেন।


কিভাবে অন্য পেজে নিয়ে যাবেন?

কাস্টম পেজ সেট করার জন্য প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।


তারপর Settings > Search Preferences > Custom page Not Found এ যান এখানে Set এ ক্লিক করুন এবার নিচের কোডগুলো পেস্ট করুন।
Sorry page not found.Search another page.
<script type = "text/javascript">
BSPNF_redirect = setTimeout(function() {
location.pathname= "/"
}, 5000);</script>

এবার লাল কালার এর জায়গায় আপনার নিজের লেখা দিন।
pathname এর / এর জায়গায় আপনার কোন পেজের অ্যাড্রেস দিতে পারেন তবে অ্যাড্রেস দেয়ার সময় পেজ বা পাতার / এর পরের টুকু দিবেন অথবা এখানে পরিবর্তন করার দরকার নেই তাহলে এটা এমনিতেই আপনার হোমপেজে পাঁচ সেকেন্ড পরে চলে আসবে।
আর ৫০০০ এর জায়গায় কত সেকেন্ড পর অন্য পজে নিতে চান সেটা দেন এখানে মিলি সেকেন্ডে দেয়া আছে।
এবার সেভ করুন এবং দেখুন কেমন হলো।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।