ব্লগ করতে হলে পেজ তৈরি করা লাগে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই তারপরও যারা নতুন তাদের জন্য বলি।
ব্লগে বা সাইটে গেলে আমরা দেখি তাদের অনেকগুলো আলাদা পেজ আছে যেখানে এক একটা আলাদা সেবা আছে যেমন About me,Contact Us,Privacy Policy ইত্যাদি।অনেকে ভাবে ব্লগারে এই পেজ তৈরি করা যায় না বা তারা ভালো ভাবে পেজ তৈরি করতে পারে না তাই আমার এই লেখাটি।
আশা করি এর পর পেজ তৈরি করতে গেলে কোন রকম ভুল হবে না।
১।প্রথমে ব্লগে প্রবেশ করুন।কিভাবে পেজ তৈরি করবেন?
২।Pages এ ক্লিক করুন।
৩। এবার Blank Pages এ ক্লিক করুন।
৪।আপনার প্রয়োজনীয় বিষয় গুলো লেখুন।
৫। সাধারনত পেজে কমেন্ট এর সিস্টেম রাখে না, কমেন্ট বাতিল বা রাখতে ডান পাশে Options এ ক্লিক করুন।এখানে Reader Comments এর নিচে Allow আছে তার মানে যে কেউ এই পেজে মন্তব্য করতে পারবে যদি এই সিস্টেম না রাখতে চান তাহলে এর নিচে Don't Allow সিলেক্ট করুন।
এটা সিলেক্ট করলে কেউ মন্তব্য করতে পারবে না।
৬।এবার Preview এ ক্লিক করে দেখুন পেজটি কেমন হয়েছে।
৭।সব ঠিক ভাবে লেখা হলে এবার পেজটি প্রকাশ করতে পারেন Publish এ ক্লিক করে।
এবার আপনাকে আপনার সব পেজে নিয়ে যাবে।
৮।এবার আপনি তিনটি অপশন পাবেন।
- Top Tabs: এটা সিলেক্ট করলে পেজ গুলো উপরে দেখা যাবে।
- Side LInks: এটি সিলেক্ট করলে পাশে সাইডবারে দেখা যাবে।
- Don't Show: এটা সিলেক্ট করলে পেজগুলো দেখা যাবে না আপনি কাস্টম ভাবে সব দেখাতে পারবেন।
৯।কোথায় পেজগুলো দেখাতে চান সেটা সিলেক্ট করে Save arrangement বাটনে ক্লিক করুন।
আপনি সফল ভাবে পেজ তৈরি করতে পেরেছেন।আপনাকে স্বাগতম নতুন পেজ তৈরি করার জন্য।
Thanks
ReplyDeleteআমি একটি blog তৈরী করিছি কিন্তু আমি যদি কোন. কিছু post. করি তা সরাসরি প্রথম পেজে চলে যায় আমার প্রশ্ন হলো আমি কি blog এ নতুন কোন folder তৈরি করতে পারবো যেখানে আমার পোস্ট গুলো সবাই দেখতে পারবে।
ReplyDeleteব্লগারে ভাষা চেন্জ করতে পারছিনা কেন? বাংলা আছে ইংরেজি করব কি ভাবে?
ReplyDeleteআমি একটা পেজ খুলতে চাই
ReplyDelete