সদ্যপ্রাপ্ত
আসিতেছে...
Showing posts with label ইন্টারনেট টিপস. Show all posts
Showing posts with label ইন্টারনেট টিপস. Show all posts

Friday, May 16, 2014

এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাবেন কিভাবে

বহু প্রতিক্ষিত এস এস সি/সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে ১৭মে ২০১৪।এ বছর এস এস
সি/সমমান পরীক্ষায় ১৪ লাখের বেশি শিক্ষার্থী অংশ্যগ্রহণ করে।পরীক্ষা শুরু হয় ৯ ফেব্রুয়ারী এবং শেষ হয় ২২শে মার্চ ২০১৪। ১৭ মে একযোগে ওয়েবসাইট,মোবাইল,এবং শিক্ষাপ্রতিষ্ঠান এ ফলাফল প্রকাশ হবে।
মোট দশটি বোর্ড এ একসাথে ফলাফল প্রকাশ করা হবে।

বোর্ড গুলো হলঃ
১।ঢাকা শিক্ষা বোর্ড
২।যশোর শিক্ষা বোর্ড
৩।খুলনা শিক্ষা বোর্ড
৪।রাজশাহী শিক্ষা বোর্ড
৫।চট্টগ্রাম শিক্ষা বোর্ড
৬।বরিশাল শিক্ষা বোর্ড
৭।সিলেট শিক্ষা বোর্ড
৮।কুমিল্লা শিক্ষা বোর্ড
৯।মাদ্রাসা শিক্ষা বোর্ড
১০।ভোকেশোনাল শিক্ষা বোর্ড

 এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাবেন কিভাবেঃ
কয়েকভাবে এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।নিচে এক এক করে সব গুলো পদ্ধতির বিস্তারিত দেওয়া হলো।

পদ্ধতি নাম্বার একঃ সরাসরি শিক্ষা বোর্ড এর ওয়েব সাইট থেকে।
সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকে ফলাফল পাওয়া যাবে।সাইট গুলো নিচে দেওয়া হলো।

পদ্ধতি নাম্বার দুইঃ মোবাইল এসএমএস এর মাধ্যমে
মোবাইল এসএমএস এর মাধ্যমে খুব সহজেই এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।এস এস সি/সমমান ফলাফল পাওয়া জন্য আপনাকে যেভাবে এসএমএস করতে হবে।
প্রথমে SSC আর মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নাম্বার বছর (২০১৪)লিখে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ
SSCDha1234562013 send to 16222
DakhilMad1234562013 send to 16222
SSCTec1234562013 send to 16222

বোর্ডের প্রথম তিন অক্ষর
* Dhaka = Dha *Barisal = Bar *Chittagong = Chi *Comilla = Com *Dinajpur = Din *Jessore = Jes *Rajshahi = Raj *Sylhet = Syl *Technical(VOC) = Tec *Madrasah = Mad

পদ্ধতি নাম্বার তিনঃ নিচে থেকে আপনি ফলাফল পাবেন।

লিখেছেন AdminMay 16, 2014

Monday, January 13, 2014

খুব সহজে সাইটের পেজ ভিউ বাড়িয়ে নিন এলেক্সা রাঙ্কও বাড়বে

আজ খুব সুন্দর একটা লেখা দেব এটার মাধ্যমে আপনি খুব সহজেই সাইটের পেজ ভিউ বাড়িয়ে নিতে পারবেন।প্রতিটা সাইটের মুল লক্ষ্য থাকে সাইটের ভিজিটর বাড়ানো।কারন আপনার লক্ষ্য আলাদা থাকতে পারে কিন্তু সেটা ও করতে হবে ভিজিটরদের দিয়ে।আবার অনেক সময় দেখা যায় কেউ সাইটে এসে যদি দেখে এই সাইটটার রাঙ্ক ভালো না তাহলে সেখানে আর থাকে না।তাই সাইটের পেজ ভিউ বাড়ানো খুব প্রয়োজনীয়।

এই মাধ্যমে আপনি অনেক পেজ ভিউ বাড়াতে পারেন তবে যদি আপনার সাইটে অ্যাডসেন্স থাকে তবে আমি বলবো যেন এই পদ্ধতি ব্যবহার না করেন। এই পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনার সাইটটি নতুন হয়।এক্ষেত্রে সাইটের এলেক্সা রাঙ্ক বাড়বে।যাই হোক জেনে নেয়া যাক।
মুলত এই পদ্ধতিটি অনেকটা বিনিময় করার মত।তবে অবশ্যই আপনার পেজ ভিউ বাড়বে।এখানে বেশি সময় দিতে হবে না।
প্রথমে এখানে যান।

http://likesplanet.com/promote.php?ref=tareqjhe1

একটা অ্যাকাউন্ট করুন।
এবার এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুক পেজের লাইক ও বাড়াতে পারবেন।
যাই হোক এবার আপনি ফেসবুক শেয়ার,লাইক,ফলোয়ার,ইত্যাদির মাধ্যমে আপনার পয়েন্ট বাড়ান।
এবার  উপরের দিকে এলেক্সা লেখাতে ক্লিক করুন।
Add a website লেখাতে ক্লিক করে আপনার সাইটটি অ্যাড করে নিন। তারপর আপনার সাইটের জন্য পয়েন্ট দিন এখানে মনে রাখবেন এক পয়েন্ট দিলে আপনাকে ১০টা পেজ ভিউ দিবে তাই যত বেশি পয়েন্ট দিবেন পেজ ভিউ তত বেশি হবে।
ব্যস অ্যাড করা হলে দেখুন আপনার সাইটের পেজ ভিউ কিভাবে বাড়ে।

লিখেছেন AdminJanuary 13, 2014

Android ফোনে ছবি এডিট করার সেরা সফটওয়্যার

বর্তমানে একটা কথা প্রায় শোনা যায় পৃথিবী ছোট হয়ে আসছে।কথাটা আসলেই সঠিক।এখন আর কেউ ঘরের মধ্যে সীমা থাকতে চায় না।ইদানিং কালে পিসি বিক্রি কমে গেছে স্মাটফোনের বিক্রি বেড়ে গেছে।আর এই স্মাটফোন দিয়ে এখন চায় সব কাজ করতে যেটা কম্পিউটার দিয়ে করা যায়।আজ আমি সেরা কিছু সফটওয়্যার দেব যেগুলো দিয়ে সহজে ছবি এডিট করা যায়।
ইন্টারনেটের যুগে আমরা মোবাইলে ছবি তুলে সেটা সাথে সাথে নেটে(ফেসবুকে,টুইটার,গুগল প্লাস,ঈন্সটাগ্রাম ইত্যাদি)দিতে পারছি যা আসলেই খুব ভালো।কিন্তু এই ছবি দেয়ার পর যদি কেউ তাতে যদি লাইক বা কমেন্ট না করে মন খারাপ হয়ে যায়। তখন আগ্রহ হারিয়ে যায় এতে করে আপনার ফলোয়ার কমে যেতে পারে তাই ছবি শেয়ার করার আগে অবশ্যই সেটা এডিট করে সুন্দর করে দিতে হবে।তাহলে লাইক বেশি পড়বে এবং আপনার সামাজিক যোগাযোগ  বেড়ে যাবে।

ফটোশপ টাচঃ
এটা আসলে খুব সুন্দর একটা অ্যাপস।এটা সাইজ মাত্র ১৯মেগা বাইট।এটা আপনাকে একদম নতুন অভিজ্ঞতা দেবে।তবে এতা প্রিমিয়াম অ্যাপস দাম ৪.৯৯ ডলার।এর মাধ্যমে ছবি এডিট করা পর আপনি ফেসবুক এবং টুইটারে সরাসরি শেয়ার করতে পারবেন।এই অ্যাপসটি অ্যানড্রোইড এবং অ্যাপল এ ব্যবহার করা যাবে।

ডাউনলোড করুনঃফটোশপ টাচ

photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

স্নাপস্পিডঃআমার মতে এই অ্যাপসটা দারুন একটা অ্যাপস।এটা একদম ফ্রী একটা অ্যাপস।অ্যানড্রোইড এবং অ্যাপল মোবাইলে ছবি এডিট করার একটা সেরা অ্যাপস।কারন এটা সাধারন এবং খুব দ্রুত ছবি এডিট করা যায়।এটার ফাইল সাইজ ২৩ মেগা বাইট।

ডাউনলোড করুনঃস্নাপস্পিড

photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

 পিক্সারআর্টঃ
এটা বহুল ব্যবহারকৃত একটা অ্যাপস এই পর্যন্ত এটা ৬০,০০০,০০০ বার ডাউনলোড হয়েছে।এটা আপনি ফ্রী ব্যবহার করতে পারবেন।তাহলে ডাউনলোড করে নিজে দেখুন কেমন এটা।
ডাউনলোড করুনঃ পিক্সারআর্ট


photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

এখানে যেগুলো সফটওয়্যার দিলাম সবগুলোই খুব ভালো অ্যাপস।আপনার অ্যাপল ফোনের জন্য অ্যাপল স্টোরে দেখুন।ভালো লাগলে কমেন্ট করবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে।ভালো থাকবেন আমার সাথে থাকবেন।

লিখেছেন AdminJanuary 13, 2014

Saturday, January 11, 2014

মোবাইলে ফ্রী কথা বলার সেরা যত সফটওয়্যার

ফ্রী কল,মেসেজ,free calling,vodeo calling,audio callingকথা বলার জন্য আমরা সবাই প্রতিদিন অনেক টাকা খরচ করি।এটা আমাদের অনেকটা সাধারন বিষয় হয়ে গেছে।কিন্তু অনেকে জানেনা তারা অনেক কম খরচে কথা বলতে পারে যেখান তাদের অনেক টাকা সাশ্রয় হতে পারে।আজ আমি বলবো যে সকল সফটওয়্যার ব্যবহার করে ফ্রীতে কথা বলা যায়।

প্রয়োজনীয় উপকরনঃ
যে কোন একটি সফটওয়্যার।
ইন্টারনেট কানেকশন।
যার সাথে কথা বলবেন তারও একই সফটওয়্যার এবং ইন্টারনেট কানেকশন।

তাহলে জেনে নেয়া যাক কি কি সফটওয়্যার দিয়ে ফ্রীতে কথা বলা যায়।

  1. স্কাইপঃ স্কাইপের মাধ্যমে স্কাইপ থেকে স্কাইপে ফ্রী কথা বলা যায়।এটাই সবচেয়ে নাম করা সফটওয়্যার।এটা কম্পিউটার এবং মোবাইলে ব্যবহার করা যায়।এটাতে ভিডিও কল ও করা যায়।
  2. ভাইবারঃ এটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করা যায়।এটার মাধ্যমে কল করা মেসেজ আদান-প্রদান করা এবং ফাইল শেয়ার করা যায়।
  3. Fring: অডিও কল,ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়।শুধুমাত্র এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এ কল করা যায়।এর মাধ্যমে টাকার মাধ্যমে ফোনে ও কল করা যায়।
  4. ট্রুফোনঃ এটা ইন্সটল করার পর আপনি অন্য ইউজারদের সাথে ফ্রী কল করতে পারবেন।তাছাড়া মোবাইল বা লান্ডফোনে ও কম রেটে কথা বলতে পারবেন।
  5. লাইনঃ এটা ফ্রী অডিও ও ভিডিও কল করতে দেয় এবং মেসেজ আদান প্রদান করা যায়।এটা কম্পিউটার ও মোবাইল দুইটাতেই ব্যবহার করা যায়।
  6. 3CX: এটা ও ফ্রী কল করার সেবা প্রদান করে।
  7. ফ্রেন্ডকলারঃ  এটা মাধ্যমে ভিডিও ও অডিও কল করা যায়।কম্পিউটার ও মোবাইল দুইটাতেই সমান ভাবে ব্যবহার করা যায়।এর মাধ্যমে ফেসবুক বন্ধুদের সাথে ও কথা বলা যায়।
  8. ব্বসলেডঃ এটা ও কল ও মেসেস প্রদানের সুবিধা দিয়ে থাকে।
  9.  নিমবাজঃএটা অনেক সুন্দর একটা সফটওয়্যার।নিমবাজ দিয়ে কল এবং মেসেজ দুইটাই করা যায়।এটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করা যায়।
  10. টাজ্ঞঃফ্রী অডিও,ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়।মোবাইল এবং কম্পিউটার এ সমান ভাবে ব্যবহার করা যায়।তাছাড়া আরো অনেক কিছু আছে।
আশা করি আপনার অনেক কাজে লাগবে।ভালো থাকবেন।

লিখেছেন AdminJanuary 11, 2014

Saturday, December 21, 2013

স্কাইপ অ্যাকাউন্ট প্রিমিয়াম করবেন কিভাবে

কেমন আছেন আশা করি ভালো আছেন।আজ দারুন একটা টিপস দেব যেটা মাধ্যমে আপনার ১০৭ ডলার বেচে যাবে।আমরা প্রায় সবাই স্কাইপ ব্যবহার করি।আসলে এটা আমাদের খুবই দরকার।স্কাইপ আমরা সবাই ফ্রী ব্যবহার করি।কিন্তু জানেন কি এটার প্রিমিয়াম আছে যার মুল্য  ১০৭ ডলারের কিছু বেশি।তাছাড়া স্কাইপ দিয়ে মোবাইলে ও কল দেয়া যায় কিন্তু তার জন্য টাকার প্রয়োজন।যেটা সবার দ্বারা সম্ভব না।আমি দেখাব কিভাবে আপনার স্কাইপকে প্রিমিয়াম করবেন তাও আবার ফ্রীতে।আপনি ভাবতে পারেন প্রিমিয়াম আবার ফ্রী হয় নাকি?আসলে একবার চেষ্টা করে দেখেন।না হলে তো আপনার ক্ষতি নাই।আর একবার হয়ে গেলে এক বছরের জন্য আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে যাবেন।

প্রিমিয়াম হলে সুবিধা কি? 

আসলে এটা একটা প্রশ্ন প্রিমিয়াম কেন করেবন?স্কাইপ অ্যাকাউন্ট প্রিমিয়াম হলে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়।সেগুলো হলোঃ
  • ফ্রী গ্রুপ ভিডিও কল করা যাবে।
  • একসাথে অনেকের কাছে ছবি পাঠানো যাবে।
  • আপনাকে ওরা কোন বিজ্ঞাপন দেবে না।
  • আপনার যেকোন অসুবিধায় তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন।
  • মিস কল আলার্ট চালু করতে পারবেন।
তাছাড়া আরো কিছু সুবিধা আছে কিন্তু সেগুলো আমাদের দেশে হবে না। আরো বিস্তারিত জানার জন্য http://www.skype.com/en/premium/ এখানে যান।

কিভাবে প্রিমিয়াম মেম্বার হবেনঃ 
প্রিমিয়াম মেম্বার হবার জন্য প্রথমে https://collaboration.skype.com/promotion/ এখানে যান।
skype,free call,skype premium,premium skype account

ফাঁকা বক্সে আপনার ইমেইল দিন তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
এবার আপনার ইমেইল এ দেখুন একটা মেইল গেছে যদি না যায় একটু দেরি করেন তবে আশা রেখেন অবশ্যই যাবে।ইমেইল টি ওপেন করুন।


এবার উপরের লিঙ্ক এ যান বা Redeem এ ক্লিক করুন।তারপর আপনার স্কাইপ এ লগিন করে ভাউচার কোড গুলো(কালো বক্সের মধ্যে যে কোডগুলো আছে) পেস্ট করুন তারপর Redeem এ ক্লিক করুন।ব্যস এবার আপনাকে ১৫ মিনিট দেরি করতে বলবে।তারপর দেখুন আপনার স্কাইপ প্রিমিয়াম হয়ে গেছে।

skype,free call,skype premium,premium skype account

প্রিমিয়াম হলে আপনার ইমেইলে একটা মেইল যাবে।উপরের মত।তারপর উপভোগ করুন প্রিমিয়াম স্কাইপ অ্যাকাউন্ট।
skype,free call,skype premium,premium skype account

লিখেছেন AdminDecember 21, 2013